11/07/2025
আমার বিয়ের ৬ বছর,১৬ মাস বয়সের একটা বাচ্চা আছে। স্বামী ১২ তম গ্রেডে সরকারি চাকরিতে ছিল , আমি ইন্টার্ন ডাক্তার। আমি যখন ইন্টার ১ম বর্ষে তখন বিয়ে হয়,শাশুড়ী ক্যান্সার পেশেন্ট এজন্যই আমাদের দ্রুত বিয়ে হয়। আমার স্বামীর সাথে গত ৫ বছর তেমন কোনো ঝামেলা হয়নি,রাগারাগি করলেও দুজনেই শান্ত ভাবে সমাধান করছি।বাবু পেটে আসার কিছু দিন পরে আমি একটা প্রাইভেট মেডিকেল এ জব করছিলাম,এই সময় আমার স্বামী বিসিএস দিবে বলে, জব ছেড়ে দেয়, বলে যে আপাতত তোমার বেতন দিয়ে সংসার চলুক,পরে তার ভালো জব হলে সবকিছু হবে। হ্যাঁ আমার বিয়ের ৬ মাস পরে তার বাসায় তুলে নেয় এবং আমার সমস্থ খরচ স্বামী নিজে চালিয়েছে।মেডিকেল এ ভর্তি আগে আমার বাসার সবাই তাকে সম্মান দিত কিন্তু আমি মেডিকেল এ ভর্তির পর থেকে আমার মা,বড় বোন, মেজ বোন তাকে বিভিন্ন ভাবে ছোট করতো, সে বুঝতো কিন্তু কিছু না বলে শুধু এটা বলতো "আমার বউ ভালো হলেই হবে"। সমস্যা হলো বাবুর বয়স যখন ২ মাস তখন আমার ছোট বোনের প্রেম ঘটিত সমস্যার জন্য বোনের উপর রেগে ছিলাম কিন্তু আমার স্বামী জানতো না,বাবার বাসায় ছিলাম, রাতে সে আমার মুড দেখে বুঝে কিছু হয়েছে, সে জিজ্ঞেস করলেও আমি কিছু বলি নাই,এরপর সে শারীরিক করতে চাইলে আমি বাজে ব্যাবহার করে রুম থেকে বাইরে যাই,তখন ভুল বসত বিভিন্ন কথা টেনে আপমান করি, বাসার সবাই একসাথে হয় দুই বোন, তাদের স্বামী (আমাদের বাসায় ছিল)এরপর সে আমার কাধে হাত দিয়ে রুমে নেওয়ার চেষ্টা করলে আমি ভুল করে রাগের মাথায় তাকে চড় মেরে বসি,ছোট ভাই রুমে ছিল, সে কিছু জানতো না, সে হঠাৎ করে তার মোবাইল দিয়ে আমার স্বামীকে ঢিল মারে এবং শার্টের কলার ধরে এরপর বড় দুলাভাই ওদের দুজনকে আলাদা করে আমার স্বামীকে নিয়ে অন্য রুমে চলে যায়, এরপর আমি তার সাথে কোনো কথা বলি নাই, রাতে সে শুধু বাবুকে দেখে বাড়ি চলে গেছে। তিন দিন কোন যোগাযোগ করে নাই,আমাদেরও কেউ যোগাযোগ করে নাই, এরপর বড় আপুকে আর ছোট বোনকে ফোন দিয়ে বাবুকে দেখতো। আমি চাইতাম সে একটা ফোন দিক,আমাকে নিয়ে যাক, তাহলে আমি তার কাছ থেকে মাপ চেয়ে নিব।কিন্তু ২ মাস সে আমার সাথে কথা না বলায়, আমার বাড়ির লোক রেগে যায় আর তার ফোন ছোট বোন,বড় বোন কেউ ধরতো না।এরমধ্যে আমার মাতৃত্বকালীন ছুটি শেষ হলে তার কাছে যেতে চাইলেও বাসার কেউ যাইতে দেয়নি,বলে যে তাদের বাসার কেউ এসে নিয়ে না গেলে যেতে দিবে না।(যদিও সে তার বাসার কাউকে জানায় নি)।আমার ছুটি শেষ হাওয়ায় মেজ বোনের বাসায় আসি, জব কন্টিনিউ করি।মেজ দুলাভাই পুলিশের এস.আই তার সাথে আমার স্বামীর আগে থেকেই মিলতো না।সে আমার স্বামীকে মামলার হুমকি দেয় বিভিন্ন কথা শুনায় কিন্তু সে আমাকে নিতে আসে নি এরপরে ৬ মাস পরে আমি নিজেই জোর করে বড় দুই বোন সহ আমার স্বামীর কাছে যাই।প্রথমদিন সেকোনো রিয়াক্ট করে নাই, শুধু বাবুকে কোলে নিয়েই কান্না করে দিছে। এর পরে দিন বোনেরা ওই বিষয় তুলে সবাই ক্ষমা চাইলে সে বলে ক্ষমা করে দিছি। কিন্তু গত ৭/৮ মাস যাবদ সে আমার সাথে কোনো কথা বলে না,তার পা ধরে কত রাত যে বসে ছিলাম তার কোনো হিসাব নাই।মাফ চাইলে বলে মাফ করে দিছে কিন্তু ভুলতে পারি নাই। ৪ মাস আগে সে আমার কাছে ডিভোর্স চায়।প্রয়োজনে আদালতে মাধ্যমে সেপারেশন চায়। আমার সাথে কোনো কথা শেয়ার করে না,তার কোনো কিছুই আমাকে টার্চ করতে দেয় না। ফজরের নামাজ পরে বাহির হয়ে রাত ১২ টায় বাসায় আসে।আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্কও হয় না।দুই মাস আগে জানতে পারি সে নতুন বিয়ে করেছে, আমার মাথায় আকাশ ভেঙে পারছে, আমি রাগ করে বাবার বাসায় আছি এখন সে বলছে বাবুর জন্য সে আমার সাথে সংসার করবে কিন্তু তার দ্বিতীয় বউও থাকবে না হলে বাচ্চা তাকে দিয়ে ডিভোর্স। সে কিছুদিন আগে বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হয়েছে ।।
#
আহারে বেডা মানুষ 🙂