05/07/2024
আপনি এই জয়কে ভাগ্য বলতে পারেন, কিংবা বিধাতার দান বলতে পারেন। আর যায় হোক, এই জয় সস্তির হলেও এর পেছনে পুরো ৯০ মিনিটের খেলা সন্তুষ্টিজনক নয়।
কোয়ার্টার ফাইনালে এসে এমন খেলা, সত্যিই হতাশাজনক।🙂
এই দুই মার্টিনেজ না থাকলে, না জানি কি হতো!
আজ আর্জেন্টিনা টিম যা খেলেছে, তা কোনভাবেই বিশ্বচ্যাম্পিয়নদের খেলা ছিলো না, একটা এভারেজ টিপিকাল টিমও হয়তো এর চেয়ে ভালো খেলা উপহার দেয়। সাথে ছিলো মেসির অফ ফর্ম! ⛔
বিশ্বকাপ কাপানো আর্জেন্টিনার সেই চিরচেনা মিড যেনো আজ একদম যাচ্ছেতাই খেলল, মিড ব্রেক করে বারবার ইকুয়েডর এর আক্রমন, প্রথম ২০ মিনিট তো আর্জেন্টিনাকে পাত্তাই দিলো না, এবং ঐ সময় ভালো একটি সুযোগও তারা পেয়েছিল, মার্টিনেজ না থাকলে হয়তো ওই সময়েই গোল হজম করতে আর্জেন্টিনা, কিংবা ইকুয়েডর এর জায়গায় অন্য কোনো ভালো টিম হলে ম্যাচ ওখানেই শেষ হতো আর্জেন্টিনার জন্য। এরপরমুর্হুতে কর্নার থেকে লিসান্দ্র মার্টিনেজের গোলে লিড পাওয়ায় কিছুটা স্বস্তি এসেছিল, যার কারণে মিড লাইনের উপর প্রেশার কমেছিল, কিন্তু যা পরবর্তীতে আর ধরে রাখা যায় নি।
ইকুয়েডর পেনাল্টি পেলো, তাও মিস!❌
এরপরও বলবেন এই জয় ভাগ্য ছাড়া অন্য কিছু?
আবারো সেই নেদারল্যান্ড ইতিহাসের পুনরাবৃত্তি, এক্সট্রা টাইমে গিয়ে হলে হজম!
অবশেষে ডিবু মার্টিনেজের আবারো একবার অতিমানবীয় পারফরম্যান্সের মাধ্যমে জয় হাসিল। 🦅
আজকের ম্যাচ ছিলো মার্টিনেজময়, শুরুতে বুচার মার্টিনেজ 🔪 এবং শেষে এসে বাজপাখি মার্টিনেজ🦅
এই দুইজন হয়তো ভাগ্যবিধাতা থেকে লিখে নিয়ে এসেছিলেন, আজ আর্জেন্টিনাকে জিতিয়েই ছাড়বো!
Thank you Once Again Emiliano Martínez for Saving Messi's A S S 🫠
We, Albiceleste Fans are forever indebted to you ❤️