Nusrat Shumi

05/03/2025

কিয়ামতের দিন.....!

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত । পুলসিরাত, মিযানের পাল্লা, হাউসে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন 'ইয়া উম্মাতি'! 'ইয়া উম্মাতি'! বলে।

জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উনাকে তুলবেন কবর থেকে।

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন,'কী ব্যাপার জিব্রাইল! আমার উম্মাত কী উঠেছে?'

ওইদিকে আবার মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুটি ধরে আছেন আর বলছেন 'ইয়া নাফসি! ইয়া নাফসি!'

সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে 'উম্মাতি! উম্মাতি!' আর, সেদিন তাঁর পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ!

রাসূল সাল্লাল্লাহু আলাইসি ওয়াসাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন। হঠাৎ উনার মনে পড়ে, আমার উম্মাত ক্লান্ত, পিপাসার্ত নয়তো! ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এইতো পিপাসার্ত উম্মাত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো। আর কখনো তৃষ্ণার্থ হবে না।

হঠাৎ মনে হবে মিযানের সামনে দাড়ানো উম্মাতের কথা। ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মাতের বাম পাল্লা ভারি হয়ে যাচ্ছে।

পেরেশান, তিনি হয়রান !!!

অতঃপর দৌড়ে যাবেন দুরূদের পিটারার সামনে। যেখানে তাঁর জন্য পড়া দুরূদ উম্মাতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরূদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারি হয়ে যায়।

মাক্বামে মাহমুদের পাশে উনার জন্য আসন পাতা থাকবে৷

আল্লাহ বলবেন۔ 'হে নবী বসুন।'

তিনি উত্তরে বলবেন, 'না বসবো না।'

আল্লাহ্ বলবেন - 'জান্নাতে যান!'

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- 'না, যাবো না!'

আল্লাহ্ বলবেন- 'জান্নাতের পোশাক পড়ুন!'

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- 'না, পড়বো না!'

আল্লাহ্ বলবেন - 'বোরাকে উঠুন!'

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- 'না, উঠবো না। আমি চলে গেলে উম্মাতের কী হবে?'

কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, সন্তান থেকে, পিতা-মাতা থেকে পালিয়ে বেড়াবে।

কিয়ামতের দিন এক রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কাউকে চিনবেনা।

অতএব রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূন্নাত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করা। আল্লাহ সবাই কে হেদায়াত দান করুক আমিন।

Collected

12/11/2024

মহানবী (সাঃ) বলেছিলেন , কেয়ামতের আগে হ'ত্যা বেড়ে যাবে। এতটাই বাড়বে যে, হ'ত্যাকারী জানবে না কেন হ'ত্যা করেছে আর নি'হত ব্যক্তিও জানবে না কেন নি'হত হয়েছে।(6)

18/10/2024

একজন অকৃতজ্ঞ প্রিয় মানুষ তোমার মনের যা ক্ষতি করে, হাজার শত্রু মিলেও তা করতে পারে না।

18/10/2024

আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ। (ﷺ) 🖤

08/09/2024

নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আয়াত আরবি কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ('ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুছতাঈনু বিছছবরি ওয়াছ ছলাতি; ইন্নাল্লাহা মাআছ ছাবিরিন)। ' অর্থ: হে মুমিনগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।

28/08/2024

বিশ্বাস করুন! আপনি আজ এখন মারা গেলে কিছু মানুষ "ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" টুকুও পুরোপুরি বলবেনা! মানুষ ঐ "ইন্না-লিল্লাহ" পর্যন্ত বলবে।

তাই আপনি বেঁচে থাকতে "মানুষ কি বলবে" টার্ম এ বিশ্বাস করে মরবার আগেই লক্ষবার মরবার দরকার নেই! একটু প্রাণ ভরে শ্বাস নিন! বাঁচুন! নিজের কাছে নিজে সৎ থাকুন।
জীবন সুন্দর। ✨❤️

25/08/2024

আমি ছাড়া অন্য নারীর কথা চিন্তা করলে, তোমার মাথা ব্যাথা হোক।😑

25/08/2024

দৌড় শুরু করার পরও ইউসুফ (আ.) জানতেন না দরজা খুলে যাবে। মুসা (আ.) জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন, তাই হয়েছিল।
Keep faith on Allah SWT.

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat Shumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nusrat Shumi:

Share