24/03/2023
ক্লাসের ধরন:
"Success Biz Familly " র বেসিক ক্লাসের মধ্যে গতকাল ২১ মার্চ মঙ্গলবার ছিলো আমাদের ৪র্থ ক্লাস বিষয় ছিলো কন্টেন্ট রাইটিং। ট্রেইনারের দায়িত্বে ছিলো এ্যনি প্রভা ম্যাম।ডিজিটাল মার্কেটার হিসেবে ক্লাসটি ছিলো খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস।
ক্যারিয়ার গঠনে কন্টেইন রাইটিং :
আমাদের জীবনে প্রত্যেকে আমরা এক এক জন কন্টেইনার। কিন্তু একটি জিনিস সম্পর্কে ধারনা ছিলো না স্থান কাল ভেদে কোথায় আমরা আমাদের নতুন সৃজনশীল চিন্তা ধারাকে কাজে লাগিয়ে,এটির মাধ্যমে নিজের ক্যারিয়ার জীবন গড়ে তুলবো। সেই ধারনা আমরা ম্যাম এর ক্লাসের মাধ্যমে পেলাম।
কন্টেইনারের প্রকার ভেদ:
কন্টেনার ৪ প্রকার। নিজের দক্ষতার উপর ভিত্তি করে, কোন মাধ্যমটি ব্যবহার করলে সবাই আমার কনটেন্টের প্রতি আকৃষ্ট হবে তা বাচাই করে কন্টেইনার তৈরি করতে হব
Name :Rupon Dey
Id no: 105461