Review Preview By Nasrin

Review Preview By Nasrin এটি কোন সেলার পেইজ না! আমি মূলত আমার পার্সোনাল স্কিন কেয়ার এক্সপেরিয়েন্স,অনেস্ট রিভিউ শেয়ার করি 🥰
(3)

এইটা আমি
30/07/2025

এইটা আমি

সব গুলা বাঙালি
29/07/2025

সব গুলা বাঙালি

28/07/2025

বাংলাদেশের গণিত বই এ, সুদ এর হার কিংবা পিতা ও পুত্রর অংক সাথে চাঁ*দাবাজ এর অংক গুলা এ্যাড করা দরকার। বড় হতে হতে বাচ্চারা ও খুব সহজ এ চাঁদা দেওয়ার পার্সেন্টেজ টা বের করতে পারবে ।

ভিডিও বানাতে গেলে রোদ চলে যায় 🥹
27/07/2025

ভিডিও বানাতে গেলে রোদ চলে যায় 🥹

বাজেট ফ্রেন্ডই বাজেট ফ্যামিলি শাওয়ার জেল সাথে কখনোই হাই ব্র্যান্ডের শাওয়ার জেল এর তুলনা করবেন না।
26/07/2025

বাজেট ফ্রেন্ডই বাজেট ফ্যামিলি শাওয়ার জেল সাথে কখনোই হাই ব্র্যান্ডের শাওয়ার জেল এর তুলনা করবেন না।

25/07/2025

𝐃𝐫𝐢𝐜𝐚𝐫𝐞 𝟐𝟎% 𝐒𝐩𝐫𝐚𝐲 𝟓𝟎𝐦𝐥
𝐙𝐢𝐬𝐤𝐚 𝐏𝐡𝐚𝐫𝐦𝐚𝐜𝐞𝐮𝐭𝐢𝐜𝐚𝐥𝐬 𝐋𝐭𝐝.
𝐆𝐞𝐧𝐞𝐫𝐢𝐜: 𝐀𝐥𝐮𝐦𝐢𝐧𝐢𝐮𝐦 𝐂𝐡𝐥𝐨𝐫𝐢𝐝𝐞 𝐇𝐞𝐱𝐚𝐡𝐲𝐝𝐫𝐚𝐭𝐞

𝐓𝐲𝐩𝐞: 𝐒𝐩𝐫𝐚𝐲

𝐏𝐚𝐜𝐤 𝐒𝐢𝐳𝐞: 𝟓𝟎𝐦𝐥
𝐏𝐫𝐢𝐜𝐞 : 𝟏𝟖𝟎𝐭𝐤

যাদের অতিরিক্ত ঘাম কিংবা গন্ধ হয় এই গরমে এই ধরনের বাংলাদেশী ফার্মেসি প্রোডাক্টটা নিয়ে দেখতে পারেন।
হাত পা এর ঘাম এর জন্য ও ব্যবহার করতে পারবেন...

*ডিসক্লেইমার: কাটা স্থান কিংবা সেনসিটিভ ত্বকে ব্যবহার করবেন না। হাত,পা কিংবা আন্ডারআর্ম এ ব্যবহার করতে পারবেন চাইলে আপনার ব্যক্তিগত ডক্টরের কাছ থেকে জেনে ব্যথা করতে পারেন।






🇧🇩

কাঠের চিরুনি কে কে ব্যবহার করেন?
24/07/2025

কাঠের চিরুনি কে কে ব্যবহার করেন?

24/07/2025

‘অভিশপ্ত জুলাই’ বলে সময় বা দিনকে অপছন্দ করা, নিন্দা করা ইসলামে হারাম। কারণ সময় বা কাল নিজে কোনো কাজ করে না, বরং এটি আল্লাহর তৈরি একটি সৃষ্ট উপাদান, যেটিকে পরিচালনা করেন একমাত্র আল্লাহ ﷻ। কেউ যখন সময়কে অভিশাপ দেয় বা গালি দেয়, "এই সময়টাই অভিশপ্ত!" বা "এই জঘন্য দিন/মাস!"
তখন সে মূলত আল্লাহর এক নির্দোষ সৃষ্টির উপর অসন্তোষ প্রকাশ করে বসে। অথচ একজন মু’মিনের উচিত, কষ্টের সময়েও আল্লাহর ফয়সালায় পূর্ণ তাওয়াক্কুল রাখা।

রাসূলুল্লাহ ﷺ এ বিষয়ে কঠোরভাবে সাবধান করেছেন। সহীহ হাদীসে এসেছে,
“আদম সন্তান সময়কে গালি দেয়, অথচ আমিই সময় (আদ-দাহর)। রাত ও দিন আমারই হাতে।”

এই হাদীসের ব্যাখ্যায় ইমাম নববী (রহ.) বলেন, সময়কে গালি দেওয়া হারাম। কারণ এতে এমন কিছুকে গালি দেওয়া হয় যা কোনো দোষ করেনি। প্রকৃতপক্ষে সময় তো কেবল একটি মাধ্যম মাত্র। যাবতীয় ঘটনা ঘটে আল্লাহর ইচ্ছা ও হিকমাতে। অতএব, সময়কে গালি দেওয়া মানে পরোক্ষভাবে আল্লাহর কুদরতের ওপর আঘাত করা, যা স্পষ্ট গুনাহ।

ইবনে কাইয়্যিম (রহ.) বলেন, সময়কে গালি দেওয়ার মধ্যে তিনটি গুনাহ থাকে:
এক. অন্যায়ভাবে গালি দেওয়া,
দুই. এমন কিছুকে গালি দেওয়া যা কিছুই করে না,
তিন. অজান্তেই গালির আসল লক্ষ্য হয়ে যায় আল্লাহ, যিনি সময়ের একমাত্র নিয়ন্ত্রণকারী।

গালি যাদের প্রাপ্য তাদেরকেই দেওয়া উচিত। শোক প্রকাশ অবধি ঠিক আছে, কিন্তু কোনো ঘটনার জন্য স্পেসিফিক সময়কে দায়ী ভাবা বা রাগে, বিরক্তি থেকে অভিশপ্ত বলে গালি দেওয়া ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, বাড়াবাড়ি। আবেগের বশবর্তী হয়ে হুশ জ্ঞান হারিয়ে ফেলা থেকে বিরত থাকুন।

লিখিকা: kasfia disha

23/07/2025

কই দিন লিখা লিখি হবে, ভিডি দেখবো কষ্ট পাবো তারপর এই বিষয়টা আবার আগের মত শেষ হয় যাবে।কোনো বিচার, তথ্য পাওয়া যাবে নাহ । আবার কই দেন পর আর ও একটা ঘটনা হবে এই ভাবে চলবে কিন্তু মানুষ অপ্রত্যাশিতভাবে প্রাণ হারাবে , রা*জ*নীত বলীর পাঠা হবে।

গুরুত্বপূর্ণ বিষয় থেকে মানুষ কে সরানো যাই তার জন্য ট্রেন্ড হইতে থাকবে । জা*তি*সং*ঘে*র আঞ্চ*লিক শা*খা হয় গেলো নাকি হবে এই ইনফর*মেশন ও জানতে পারি নাহ আমরা..

Shout out to my newest followers! Excited to have you onboard! Amatullah Tayba, Syeda Afrin
23/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Amatullah Tayba, Syeda Afrin

...
22/07/2025

...

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Review Preview By Nasrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share