16/12/2023
আমি রক্তে সত্যিই বাঙ্গালী,
এই বাংলার সবকিছুই আমার খুব পরিচিত।
হোক না, জব্বার ,রফিক, সফিক,
অথবা বাংলার বাঘ,
কিন্তু ঘৃণা একটাই করি সেটা হলো বাংলাদেশর আঈন।
।
।
কোনো রাজনৈতিক দিক হিসেব করে না,
যাষ্ট একটা বার চিন্তা করেন ৮০০ গুন taxt দিয়ে গাড়ি কোন সালায় কিনবে? (lambo)
স্বপ্ন তো হাসিনা দেখবে পূরন ওর ছেলে দেশের বাহিরে বসে করবে। (Usa)
আমরা বাল ফালাই এটাই কাজ,
(পিয়াজ ৫০ টাকারটা ২৫০)
পিয়াজের বদলে কিনা মূলার রেসিপি নিয়া আসে চিন্তায় আছি 😑
এসব অযোগ্য বেডির হাতে দেশ দেওয়া মানে, ( ভাই আমি টাকা দিচ্ছি আমার টাকায় বাশটা আমারই পিছনে দাও)
সবকিছু স্বাভাবিক করা হোক না হয় আইন পরিবর্তন করা হোক।
ধর্ষণের আইন আসলো বেশিদিন হয়নাই যে এটার সাজা মৃত্যু। সবার মনেই আছে,
কিন্তু এসব সাজানো নাটক।
কার্যকর হওয়ার পরেও আবার নতুন করে কাহিনি ঘটায় কেমনে?
যাই হোক মনে হয় নিজের দেশে ভাড়াটিয়া হয়ে আছি।
যোগ্য হলেও দাম নাই ঘুস দিতে না পারলে।
এক জেলা থেকে অন্য জেলায় বাইক নিয়ে রাইডে গেলে মামলা😑
ওরে হসিনা আপা চিপায় আহেন কথা আছে।
(ঘৃনা আর ক্ষোভ নিয়ে লেখা, কারো ন্যাগেটিভ মনে হইলে আমার বা* ল ছিড়া যায়না।)