26/08/2023
সাগর পাড় আর আমাদের যেনো অনেক দেনা-পাওনা তাইনা?পারিবারিক ও কর্মস্থলের সব ধরনের চিন্তা-চেতনার মধ্যে যখনই একটু প্রশান্তির প্রয়োজন তখন সাগর যেনো আশ্রয়স্থল থুক্কু আশ্রয়জল😁।তার ঢেউ খেলা যেনো আমাদের দুশ্চিন্তাগুলো ভাসিয়ে নেই।আর সাগর পাড়ের বাতাস আমাদের জীবনে প্রশান্তির বাতাস বয়ে দেয়।তাইনা?