Addicted On Ashes

Addicted On Ashes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Addicted On Ashes, Digital creator, Chittagong.

19/12/2024

আমি চাই,
আমার চলে যাওয়াতে,
আফসোস/ব্যথিত হোক প্রতিটি হৃদয়!

খুব প্রিয় পারফিউম বা কাজল শেষে যতটা ব্যথিত হয়ে থাকেন।
অতটুকু করুনা আমি চাই, আমার প্রার্থনায় আহামরি কিছুই নাই 'প্রভু! 😊

18/12/2024

নীরবতায় আঁটকে রয়েছে,
বেঁচে থাকার আত্মচিৎকার!

16/12/2024

যতটুকু যন্ত্রনা পেয়ে যন্ত্র হওয়া যায়,
ততটা যন্ত্রণায় আমি হয়েছি অসহায়!

14/12/2024

হৃদয় আমাদের বারো মাসই ফাটা থাকে, কখনো শীতের আর্দ্রতায় আবার কখনো প্রবল খরায়!

14/12/2024

গ্রহণ করার ক্ষমতা নেই,
তবে থাকুক 'আরাধনায়!

03/12/2024

কিছুই প্রকাশিত নয়!
সবই আটকে রয়েছে মস্তিষ্কের জেলে..

01/12/2024

আক্ষেপ নিয়ে কিভাবে বেঁচে থাকা যায়,
দেখতে হলে সাথেই থাকুন!

30/11/2024

মাদক!
মূলত ফুল দিয়ে তৈরি..

29/11/2024

নিজের দিকটা
বুঝিয়ে বলতে না
পারার ব্যর্থতা খুবই নির্দয়ভাবে চিবিয়ে ধরে মানুষকে।
এখানে চিৎকার করার সু্যোগ নেই।
যেখানে ব্যর্থতা একান্ত নিজের,
সেখানে আক্ষেপের সু্যোগ নেই!
তাই ব্যথা সয়ে নিতে হয়।
ভেতর থেকে আমি কি অনুভব করছি,
তা মুখ পর্যন্ত আনাটা আমার জন্য ঘুমের মধ্যে বোবা ধরার পর চিৎকার দেয়ার চেষ্টা করা সমতুল্য,
যা শত চেষ্টার পরেও সম্ভব হয়ে উঠেনা!

28/11/2024

অনুভূতিতে আজো আপনার স্পর্শ, কিন্তু আপনি কোথাও নেই! জানি বুকশেল্ফের ধুলো বালির মত মুছে ফেলেছেন স্মৃতি থেকে বা মনে রাখবেন তা আমার প্রত্যাশায় ছিলো না কখনো, বা রাখতে পারিনি। আর আমি আপনাকে ভুলতে গিয়ে, বরাবরই আপ্নিতে বিভ্রম হয়ে যায়, হইতো অবলম্বন খুজিনি তাই। অনুভুতির দরজায় অনেকেবারই করাঘাত হয়েছে, আমি পিছ ফিরিনি।
মানুষ বলে 'এ বোকামি।
কিন্তু আমি জানি, জীর্ণশীর্ণ মানিবেগ, তাতে কিছু খুচরো পয়সা গোঁজা, আর আপনার সাদাকালো একটা ছবি 'এটিই আমার নির্বোধ সুপ্ত ভালোবাসা

24/11/2024

সবার কাছে তো যাই নাহ
যার কাছে যায়,
ম'রে যায়!

16/11/2024

কতোটুকু মোহচ্ছন্ন হবে পথ
কতোটুকু অন্ধকার হতে পারে আঁধারের বিষন্নতা!

13/11/2024

যত দূর দেখা যায়,
তার সমস্তই বিস্তৃত দুঃসপ্নের হাতছানি!

13/11/2024

যে চোখ দিয়ে আপনাকে দেখে মস্তিষ্কের নিউরন ক্ষত করেছিলাম,
সে চোখ আজন্ম স্থির না হতে আপনার মায়া ফুরাবে নাহ!

13/11/2024

মাবুদ সহ্য ক্ষমতা বাড়িয়ে দাও!
যেন দুঃখের চুড়ান্ত পর্যায়ে গেলেও 'আত্মহত্যার মনোভাব না জন্মায়।

মুনতাহা আমাদের মাঝে  আর নেই 💔ইন্না-লিল্লাহ ওয়া ইন্না- ইলাইহি  রজিউন।গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহ...
10/11/2024

মুনতাহা আমাদের মাঝে আর নেই 💔
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না- ইলাইহি রজিউন।

গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে।

পরে প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে হলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।

- অত:পর আজ ১০ নভেম্বর তার লা*শ পাওয়া গেলো পাশের পুকুরে।

বাসার পাশের ঘরের মহিলাকে মুনতাহার পরিবারের লোকজন সহ আশেপাশের মানুষ প্লেইট থেকে খাবার তুলে দিতো, সবাই মহিলাকে গরিব মনে করে সহযোগিতা করতো। সেই মহিলা আলিজান ও মেয়ে মারজিয়া, আলিজানের মা কুতুব জান মিলে হত্যা করে নিখোঁজের দিন।
হত্যা করে প্রথম দিন খাটের নিচে রাখে, পরের দিন খালের কাদা মাটিতে পুঁতে রাখে। আজ সন্দেহ জনক ভাবে মারজিয়াকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে দিনে। রাত ১ টার দিকে আলিজান শিশু মুনতাহাকে খালের কাদা থেকে তুলে পাশের পুকুরে ফেলে দেওয়া সময় একজন হাতে নাতে ধরে ফেলেন।

মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রাণের বিনিময়ে তার পরিবার সবকিছু দিতে রাজি কিন্তু কেউই মুনতাহাকে ফিরিয়ে দিচ্ছেনা। মুনতাহাকে ফিরে না পেয়ে, সে কোথায় আছে কেমন আছে জানতে না পেরে তার পরিবার পাগলের মত কান্না করে দিকবিদিগ ছুটে বেড়াচ্ছে। উল্লেখ্য আজ প্রায় ৭ দিনের অধিক সময় সিলেটের কানাইঘাট থেকে মুনতাহা নিখোঁজ 💔। ধারণা করা হচ্ছে মুনতাহাকে বাড়ির পাশ থেকে কেউ নিয়ে গিয়েছে।
#মুনতাহাকে ফিরে পেতে তার পরিবার সকল ফেসবুক ব্যবহারকারী ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা প্রয়োজন। আপনারা মুনতাহাকে আদরের ছোট্ট মেয়ে, ছোট বোন মনে করে পোস্টটি শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন। আপনাদের একটা শেয়ার ই পারে ছোট্ট মেয়েটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে।

যোগাযোগ নাম্বার-
মাহবুব মোরশেদঃ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদঃ ০১৭৫৩১১২৪৪৮

09/11/2024

এমন একটা পরিস্থিতিতে আছি, কেও যদি মাথায় একটুখানি হাত রাখে, তাহলে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসবে!

Address

Chittagong

Telephone

+8801603680708

Website

Alerts

Be the first to know and let us send you an email when Addicted On Ashes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Addicted On Ashes:

Share