19/06/2024
বেশি কিছু না! জীবনে হ্যাপি থাকতে হলে তোমাকে নিজের মধ্যে একটা "ডোন্ট কেয়ার" ভাব আনতে হবে৷ কে লাইফে আসছে, কে যাচ্ছে তত মাথা ঘামাবার সময় কই? বাস্তবতা বুঝতে গেলে দেখবেন আপনার পাশে খালি মা-বাবার ছায়া ছাড়া আর কিছু নাই। একা বাঁচা শিখতে হবে। আর ইগনোর করা শিখতে পারলে জীবনের অর্ধেক সমস্যা শেষ। মায়ায় ডুবে যাওয়া যাবেনা। আত্নসম্মান রাখতে হবে, ঘিলুভর্তি ইগো না! আর পেঁচানো মগজটায় ঢুকিয়ে নিতে হবে "সবকিছু ক্ষনস্থায়ী!"❤