28/07/2025
কতটুকু তুমি দেখছো
কতটুকু তোমায় শোনাই
কোন কলমে ভাগ্য লেখা
কোন কাগজে ছাপাই
কার ইশারায় দু চোখ ভেজে
চোখের পাতা পুড়ে
আধ খানা চাঁদ মুচকি হাসে
বিদ্রুপ তার ঠোটে
অক্ষর জুড়ে অক্ষর
লেখা বোকা প্রেমিকের চিঠি
স্বাক্ষরে লেখা আমার নাম
প্রাপকের ঘরে তুমি
ধরা দেয় না যে প্রশ্নগুলো
তাদেরই খুঁজি রাতে
ঘুমের খামে স্বপ্নগুলো
ফিরে আসে ভাঙতে
স্মৃতির আড়াল পেরিয়ে দেখি
তোমার ছায়া ছুঁয়ে
নীরবতারও উচ্চারণ হয়
ভাঙা সুরের বুকে
অক্ষর জুড়ে অক্ষর
লেখা বোকা প্রেমিকের চিঠি
স্বাক্ষরে লেখা আমার নাম
প্রাপকের ঘরে তুমি