Rimel julee

Rimel julee Video, photos, reels create...

10/07/2025

আমার কাছে ভালোবাসার সবচে বড় মানে হচ্ছে, "জীবন সহজ করা"। আমরা যখন কাউকে ভালোবাসি, আমাদের বিগেস্ট কনসার্ন হওয়া উচিত কীভাবে তার জীবন সহজ করা যায়। একটু আগে এক মেয়ের পোস্ট পড়ছিলাম যে তার বাবা বেডরুমের এসি ছেড়ে, মেইন ডোর লক করে একটা ফ্যান সেট করেছে যাতে রান্নাঘরে বাতাস যায়। কারন তার মা গরমে রান্নাঘরে রান্না করছে। এইজে, তার যাতে কষ্ট না হয়। যেন তার জন্য রান্না করা সহজ হয়। আমার আপু আমার জন্য কফির প্যাকেটের পাশে কেচিটাও রেখে যায় যাতে আমার কেচি খুঁজতে কষ্ট না হয়, আমি পাউরুটির শক্ত অংশ খেতে পারিনা বলে ওইট ছিড়ে আমাকে নাস্তা দেয়। এর মানে এই না যে আমি পারিনা। এর মানে এই যে আমার জন্য একটু সহজ করা। আমার জীবনে একজন অতি চমৎকার মানুষ ছিলো, তার সাথে সম্পর্কে থাকাকালীন আমার কোনোদিনো সদরঘাট থেকে একা বাসায় আসতে হয়নাই। যত ঝড় জল অমবশ্যা হয়ে যাক সে গিয়ে নিয়ে এসেছে কারন ব্যাগ যাতে আমার টানা না লাগে। আমি দেশের অর্ধেক ঘুরেছি, ব্যাগ টেনে আমার অভ্যেস আছে। আমি কী পারিনা? পারি, কিন্তু এর মানে হলো আমার জীবন সহজ করা। আমি প্রতিবার চাঁদপুর থেকে যখন আসি আমার আম্মুকে অনেক মানা করি তারপরেও আমার ব্যাগটা নিজে হাতে করে নামায়। কারন উনি চায়না ব্যাগটা আমি তুলি। আমার ফুপাকে দেখি প্রতিদিন বিকালে আস্তে করে বাসায় ঢুকে যাতে আমার ফুপ্পির ঘুম না ভাঙে।

এই হিসাবটা অত্যন্তই সরল, যে যাকে আপনি ভালোবাসবেন আপনি চাইবেন যেন তার কষ্ট না হয়। এবং তার জীবন যেন সহজ হয়। আপনি যদি কারো জন্য দরজা টেনেও ধরেন তার জন্য সহজ হবে বলে, সেইটাও পিউরেস্ট ফর্মে ভালোবাসা। ভালোবাসি মানে তোমার জন্য সকল কিছু আমি সহজ করতে চাই। মুখে সারাদিন লাবিউ লাবিউ বলার চাইতে যখন আপনি কারো জীবন সহজ করবেন, তখন ভালোবাসা অনুধাবন সহজ হবে। মানুষ ভাবে ভালোবাসা অনেক সোজা। কিন্তু ভালোবাসাতো সহজ না, অনেক সাহস আর পরিশ্রমের বিষয়। কিন্তু it is worthy. আর দুনিয়ার কোন মূল্যবান জিনিস পরিশ্রম ছাড়া পাওয়া যায়না।

29/06/2025

“কিছু মানুষ তোমাকে পছন্দ করে না। ব্যাপারটা এমন নয় যে তুমি তার কোনো ক্ষতি করেছ। তবু, তুমি তার কাছে স্রেফ অপছন্দের মানুষ। তোমার হাঁটা-চলা, কথাবার্তা অনেকের কাছেই ভালো লাগবে না। কেউ হয়তো তোমাকে অপছন্দ করে, কারণ তুমি তার চেয়ে ভালো। তুমি জনপ্রিয়, তোমাকে লোকে পছন্দ করে, সেটাও অপছন্দনীয় হওয়ার কারণ হতে পারে। তোমার চুল তাঁর চেয়ে সামান্য বড় বা ছোট, তোমার গায়ের রঙ তাঁর চেয়ে খানিকটা উজ্জ্বল বা অনুজ্জ্বল। কেবল কারও কোনো ক্ষতি করলেই তুমি তাঁর অপছন্দের পাত্র হবে, তা নয়। অপছন্দ ব্যাপারটা আসে ঈর্ষাকাতরতা থেকে।”

04/06/2025

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থাকেন৷ হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে৷ জুতার ফিতাটা হইলেও চান৷ একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই৷ আপনার কেউ আছে ভাবতেছেন৷ কালকে হয়তো সে নাও থাকতে পারে৷

কাজেই দিল খুলে দোয়া করেন৷
আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া৷ দোয়া কবুলের দিন৷ যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন৷ এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন৷

আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর৷’

এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই৷ এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া৷ নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন৷ এর বেশি পড়লে আরো ভালো৷ যত পড়া যায় এই দোয়া৷

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন৷

আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে৷ আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন...।

30/05/2025

🌿 ছোট গল্প, বড় শিক্ষা

> "একবার এক গরীব ছেলে রোজ স্কুলে হেঁটে যেত। একদিন এক লোক জিজ্ঞেস করল – কেন সাইকেল কিনো না? সে বলল – মা বলেন, হেঁটে গেলে পা শক্ত হয়, আর মন নম্র হয়।"
👉 উপসংহার: সব আরামে শিক্ষা নেই, কষ্টের মধ্যেই character গড়ে ওঠে।

30/05/2025

কি এক যন্ত্রনা!
ছবি বেশি দিলে বলে নজর লাগবে , না দিলে বলে জামাই ছাইড়া দিসে।।

26/05/2025

শুনেছিলাম শেষ জামানায় মহিলাদের সংখ্যা বেড়ে যাবে,

কিন্তু বেডারাই বেডি হয়ে সংখ্যা বাড়িয়ে দিবে সেটা কখনোই ভাবি নাই😒

Address

Chittagong
4338

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rimel julee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rimel julee:

Share