AIM Foundation

AIM Foundation AIM Foundation
Allah-----Islam----Mohammad

Follow ✅ Like👍👍 Share ⏩🔜করুন

25/06/2025
23/06/2025

ফলো টু ফলো ইসলাম

23/06/2025

সুবহানাল্লাহ

আফগানিস্তানে ২০০১ সালে আমেরিকা হামলা চালায়, তখন সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র!(ওসামা বিন লাদেন শহীদ )ইরাকে ২০০৩ সাল...
23/06/2025

আফগানিস্তানে ২০০১ সালে আমেরিকা হামলা চালায়, তখন সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র!
(ওসামা বিন লাদেন শহীদ )

ইরাকে ২০০৩ সালে আমেরিকা হামলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(সাদ্দাম হোসেন শহীদ)

লিবিয়া ২০১১ সালে আমেরিকা হামলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(গাদ্দাফি শহীদ)

মিশরে ২০১১ সালে আমেরিকার সহযোগিতা সিসি যখন গণহত্যা চালিয়ে ক্ষমতা দখল করে, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(মুরসি শহীদ)

২০২৪ আমেরিকার ও ইজরায়েল মিলে ইব্রাহিম রাইসিকে শহীদ)
এখন ইরান ২০২৫ সালে আমেরিকার সহযোগিতায় ইসরাইলের হামলা, এখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।
(আলী খামেনেয়ী শহীদের ধারপ্রান্তে)

অবশিষ্ট রইল বাংলাদেশ-পাকিস্তান Vs ভারত।
তখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।
এভাবেই কি নিভে যাবে মুসলিম রাষ্ট্রের প্রদিব গুলো!

এখনো সময় আছে এক হও "মুসলিম"
হে প্রভু,আপনি ইরানকে গায়েবি সাহায্যে বিজয় দান করুন,আমিন।🤲

15/06/2025

হাশরের ময়দানে আল্লাহ পাক নেতা সহ ডাক দিলে যাকে সাথে নিয়ে ঊঠলে তিনি ক্ষেপে যাওয়ার সম্ভাবনা নাই তাকেই নেতা মানা জরুরী

বাস্তবতা বড়ই নির্মম...যারা বেয়াদব, ঘাড়*ত্যাড়া, বাঁকা পথে চলে—তাদেরকে সবাই পাশ কাটিয়ে যায়। কেউ তাদেরকে স্পর্শ করতে চ...
09/06/2025

বাস্তবতা বড়ই নির্মম...

যারা বেয়াদব, ঘাড়*ত্যাড়া, বাঁকা পথে চলে—তাদেরকে সবাই পাশ কাটিয়ে যায়। কেউ তাদেরকে স্পর্শ করতে চায় না। তারা নানা কৌশলে নিজেকে বাঁচিয়ে নেয়, আর সমাজও অনেক সময় তাদের এড়িয়ে চলে।

আর যারা সহজ-সরল, সোজা পথে চলে, নিরীহ ও ভদ্র—তাদেরই উপর বারবার আঘাত আসে। ঠিক যেমন ছবির সেই একমাত্র সোজা পেরেকটি, যাকে আঘাত করার জন্য হাতুড়ি প্রস্তুত। পাশে দাঁড়িয়ে থাকা বেঁকে যাওয়া পেরেকগুলো যেন মুচকি হেসে বলছে—“দেখলে, সোজা থাকলে এভাবেই মার খেতে হয়!”

হ্যাঁ, এটাই বাস্তবতা। এই সমাজে অনেক সময় সোজা মানুষরাই সবচেয়ে বেশি কষ্ট পায়, আর বাঁকা পথে চলা মানুষরা হয় দায়মুক্ত।

09/06/2025

I got over 150 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

01/06/2025

💚💚💚💚💜✅🌏🌐Follow to follow ✅🌐🌐🌐✅

Address

Chittagong
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when AIM Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share