সন্দ্বীপ-Sandwip

সন্দ্বীপ-Sandwip মেঘনার ললাটে সাগরের টিপ-দ্বীপ উপজেলা সন্দ্বীপ-Sandwip. (Sandheap-স্যান্ডহিপ) শব্দ থেকে 💝"সন্দ্বীপ"❤️

আমাদের বেকআপ পেইজ-
https://www.facebook.com/sandwipctgbd/
(308)

সন্দ্বীপ-sandwip পেইজে আপডেট পেতে লাইক দিন,শেয়ার করুন।

22/07/2025

আজকের (মঙ্গলবার) এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত থাকবে। আজকের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

21/07/2025

পাকিস্তানের দোসর দোচানো দলগুলো কই এখন। পাকিরা যুদ্ধে রেন্ডিয়াকে খেয়ে দেয় আর আমাগো প্রশিক্ষণ বিমান হলো ২০ বছরের পুরানা ভাঙাড়ি মাল। মুক্তিযুদ্ধ চুষে রস খা হারামিরা।

21/07/2025

উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ এর ক্যাম্পাসে স্কুল ছুটির মুহুর্তে একটি ভবনের উপর বিমান বিধস্ত হয়েছে। ওই ভবনে প্লে গ্রুপ থেকে নিয়ে বাচ্চাদের ক্লাস হতো। ক্লাস শেষে ঠিক ছুটির মুহুর্তে বিমান বিধস্ত হয়েছে। বহু হতাহতের আশঙ্কা!!

গণবিজ্ঞপ্তি....রাতে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইমার্জেন্সি রোগীদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম যাতায়াতে নৌযানের অ...
19/07/2025

গণবিজ্ঞপ্তি....
রাতে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইমার্জেন্সি রোগীদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম যাতায়াতে নৌযানের অভাবে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সন্দ্বীপবাসীদের।
বিষয়টি আমার নজরে আসায় জরুরি সময়ে রোগীদের সাগর পথে যাতায়াতের ভোগান্তি লাঘবে মো: তাহের স্পীডবোট ড্রাইভার এর একটি স্পিডবোট গুপ্তছড়া-বঁাশবাড়িয়া এবং গুপ্তছড়া-কুমিরা রুটে চলাচলে শর্তসাপেক্ষে ০৩(তিন) মাসের জন্য অনুমতি দেওয়া হলো।
উক্ত সেবা পেতে কোন ভোগান্তি হলে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
সকলের সুস্থ ও নিরাপদ যাত্রা প্রত্যাশা করি।
ধন্যবাদান্তে-
মংচিংনু মারমা
উপজেলা নির্বাহী অফিসার
সন্দ্বীপ উপজেলা, চট্টগ্রাম
১৯.০৭.২০২৫খ্রি.

18/07/2025

আগামীকাল ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে ৭দফা দাবী নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের সমাবেশে যোগ দিতে সন্দ্বীপ থেকে ফেরিতে করে আজকে যাত্রা করছে সন্দ্বীপ উপজেলা জামায়াতের নেতাকর্মীরা....

18/07/2025

সবুজে ঘেরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়

18/07/2025
18/07/2025

আজকে ১জিবি ফ্রি ডাটা জুলাই CDi বলা বিরোধীরাও ব্যবহার করতেছে 🤣

এটাই বাস্তব হা হা 😁😁

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন 👍চট্টগ্রাম কলেজসমূহের নাম।ছোট ভাই এবং বোনেরা দেখে নাও কোন কলেজে কত  GPA প্রয়োজন হবে ✌...
16/07/2025

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন 👍চট্টগ্রাম কলেজসমূহের নাম।

ছোট ভাই এবং বোনেরা দেখে নাও কোন কলেজে কত GPA প্রয়োজন হবে ✌️
তোমাদের রেজাল্ট অনুযায়ী কলেজে অনলাইন আবেদন করবে তাহলে নির্দিষ্ট কলেজে সিট পেতে সুবিধা হবে।।


#শেয়ার_করুন

16/07/2025

৩নং সতর্ক সংকেত নামানো হয়েছে

আজ ফেরি সন্দ্বীপ থেকে বাঁশবাড়িয়া বিকেল ৪টায়

আপনার মোবাইল হারানো/ চু'রি / ছি'ন'তা'ই হয়ে থাকলে চেক করে নিন। বিস্তারিত কমেন্টে, ধন্যবাদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশআপনা...
15/07/2025

আপনার মোবাইল হারানো/ চু'রি / ছি'ন'তা'ই হয়ে থাকলে চেক করে নিন। বিস্তারিত কমেন্টে, ধন্যবাদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১০/০৭/২০২৫খ্রিঃ তারিখ সিএমপি'র ডিবি (পশ্চিম) কর্তৃক বিশেষ অভিযানে ৩৪২ টি বিভিন্ন মডেলের ব্যবহৃত মোবাইল উদ্ধার করে। ডিবি (পশ্চিম) কর্তৃক উদ্ধারকৃত চোরাই মোবাইল ফোনের লিস্টে আপনার চুরি, ছিনতাই বা হারিয়ে যাওয়া ফোনটি খোঁজে পেতে নিম্ন সংযুক্ত IMEI নাম্বার দেখে মিলিয়ে নিন।

উল্লেখ্য যে, যে সমস্ত লকড্ আইফোনের IMEI নাম্বার বের করা সম্ভব হয়নি, উক্ত ফোন গুলো আগামী ১৯/০৭/২০২৫ খ্রি. তারিখ রোজ শনিবার সকাল ১১.০০ ঘটিকা হতে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত এবং যে সমস্ত এ্যান্ড্রয়েড ফোনের IMEI নাম্বার বের করা সম্ভব হয়নি, উক্ত ফোন গুলো আগামী ২০/০৭/২০২৫ খ্রি. তারিখ রোজ রবিবার সকাল ১১.০০ ঘটিকা হতে বিকাল ০৪.০০ ঘটিকার মধ্যে সিএমপি'র ডিবি (পশ্চিম) বিভাগ, মনছুরাবাদ পুলিশ লাইন্স, সিএমপি, চট্টগ্রাম এর কার্যালয়ে প্রদর্শনী করা হবে।

এই সংক্রান্তে প্রয়োজনে নিম্নবর্ণিত উদ্ধারকারী কর্মকর্তার সাথে যোগাযোগের অনুরোধ করা হলো।

মোঃ রবিউল ইসলাম,
এসআই (নি.), ডিবি (পশ্চিম),
সিএমপি, চট্টগ্রাম, মোবাইল-01740-855309।

https://drive.google.com/file/d/16Q2sQ_08zQ214fz77hHhNDwpCGLQRkBw/view?usp=sharing

*প্রেস বিজ্ঞপ্তি*এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬ জুলাই ২০২৫ খ্রি: তারিখ রোজ বুধবার চট্টগ্রা...
15/07/2025

*প্রেস বিজ্ঞপ্তি*

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬ জুলাই ২০২৫ খ্রি: তারিখ রোজ বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়াম (সাবেক এম এ আজিজ স্টেডিয়াম), চট্টগ্রামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫” উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানমালা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সিএমপি কর্তৃক প্রণীত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিশেষ নির্দেশাবলীঃ
১. কোন প্রকার ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, মাদক, বাঁশি, দিয়াশলাই, লেজার পয়েন্ট, লাঠি এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সকল প্রকার ধারালো অস্ত্র যেমন- ছুরি, চাকু ইত্যাদি নিয়ে স্টেডিয়াম এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
২.কোন প্রকারের ভিডিও ক্যামেরা, ব্যানার, ফেস্টুন নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।
৩. কোন প্রকার বাইসাইকেল, মোটরসাইকেল, স্কুটার ইত্যাদি নিয়ে স্টেডিয়াম এলাকায় প্রবেশ করা যাবে না।
৪. মিডিয়া প্রতিনিধিদের ব্যবহারকারী বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী যেমন- ক্যামেরা, ক্যামেরা স্ট্যান্ড ও আনুসাঙ্গিক সামগ্রী স্টেডিয়াম এলাকায় বহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিনিধিকে মিডিয়া অ্যাক্রেডিটেশন কার্ড বহন করতে হবে।

উক্ত ব্যবস্থাপনার অংশ হিসেবে -
আগামী ১৬ জুলাই ২০২৫ খ্রি: নগরীর চট্টগ্রাম জেলা স্টেডিয়াম (সাবেক এম এ আজিজ স্টেডিয়াম), চট্টগ্রামে উক্ত অনুষ্ঠান চলাকালে বিকাল ০৪.০০ ঘটিকা হতে স্টেডিয়াম কেন্দ্রিক :-১। ইস্পাহানী মোড়, ২। কাজির দেউরী, ৩। নেভাল ক্রসিং , ৪। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ের মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে ফলে উক্ত সড়ক সমূহে সকল ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তাই উক্ত অনুষ্ঠানমালা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রীসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠান চলাকালীন এই এলাকার সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা যাচ্ছে।

অনুষ্ঠানে আগত যানবাহনসমূহ
১.আউটার স্টেডিয়াম, ২. সিআরবি সাত রাস্তা ৩. জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ পার্কিং হিসেবে ব্যবহার করবেন।

এমতাবস্থায় উক্ত অনুষ্ঠানমালা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্য

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ-Sandwip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সন্দ্বীপ-Sandwip:

Share