সন্দ্বীপ-Sandwip

সন্দ্বীপ-Sandwip মেঘনার ললাটে সাগরের টিপ-দ্বীপ উপজেলা সন্দ্বীপ-Sandwip. (Sandheap-স্যান্ডহিপ) শব্দ থেকে 💝"সন্দ্বীপ"❤️

আমাদের বেকআপ পেইজ-
https://www.facebook.com/sandwipctgbd/
(308)

সন্দ্বীপ-sandwip পেইজে আপডেট পেতে লাইক দিন,শেয়ার করুন।

08/12/2025

সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সন্দ্বীপের জন্য বরাদ্দকৃত বহুল প্রতীক্ষিত সি-ট্রাকটি পৌঁছেছে বাঁশবাড়িয়া ঘাটে। খুব শিগগিরই বাঁশবাড়িয়া–গুপ্তছড়া নৌ-রুটে এ সি-ট্রাকের পরীক্ষামূলক চলাচল শুরু হবে বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।

তিনি জানান, সন্দ্বীপবাসীর নিরাপদ যাতায়াত এবং নৌ-রুটের সুবিধা বাড়াতে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, এই সি-ট্রাক চালু তারই একটি গুরুত্বপূর্ণ ধাপ। সি-ট্রাকটির পরীক্ষামূলক চলাচল সফলভাবে সম্পন্ন হলে নিয়মিত যাত্রী পরিবহন শিগগিরই চালু করা হবে।

স্থানীয়দের আশা, এ সি-ট্রাক চালু হলে সন্দ্বীপ–চট্টগ্রাম নৌযাত্রায় নতুন গতি ও স্বস্তি ফিরে আসবে।
#সন্দ্বীপ #সি_ট্রাক #বাশবাড়িয়া #গুপ্তছড়া #নৌরুট

08/12/2025

আলহামদুলিল্লাহ❤️
ধন্যবাদ ও কৃতজ্ঞতা সন্দ্বীপের কৃতি সন্তান জনাব মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্যারকে যে সন্দ্বীপের স্বপ্ন আমরা দেখে আসছি সেটি আপনার হাত ধরে বাস্তব রূপ ধারণের শুরু হয়েছে...

FIFA World Cup 2026 | Final Group Draw ✅
05/12/2025

FIFA World Cup 2026 | Final Group Draw ✅

05/12/2025

চট্টগ্রামে লালদীঘির ৮ দলের বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখছেন আল্লামা মামুনুল হক

05/12/2025

চট্টগ্রামে ৮ দলের বিভাগীয় সমাবেশে আমীরে জামায়াতের বক্তব্য

05/12/2025

চট্টগ্রামে ৮দলের বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখছেন এটিএম আজহারুল ইসলাম

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ৮ দলের উদ্যোগে বাদ জুম'আ চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ হবে ঐতিহাসিক লালদিঘী ময়দানে।

04/12/2025

সন্দ্বীপে নেতা পাল্টানোর হিড়িক চলছে ...!

কারণ কি ...?

সন্দ্বীপ -এ ধানের শীষের মনোনয়ন পেলেন মোস্তাফা কামাল পাশা 🌾বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ২৮০ চট্টগ্রাম-৩, সন্দ্বীপ আসন...
04/12/2025

সন্দ্বীপ -এ ধানের শীষের মনোনয়ন পেলেন মোস্তাফা কামাল পাশা 🌾

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ২৮০ চট্টগ্রাম-৩, সন্দ্বীপ আসনে পুনরায় মনোনয়ন প্রদান করেছেন—এর জন্য সাবেক এমপি মোস্তফা কামাল পাশা দলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

তিনি আরো বলেছেন, তিনবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সন্দ্বীপবাসীর পাশে থেকেছি, তাদের সুখ-দুঃখের অংশীদার হয়েছি। আজ আবারও দলের মনোনয়ন পাওয়াকে আমি জনগণের প্রতি নতুন দায়িত্ব ও অঙ্গীকার হিসেবে দেখছি।

আমি দলের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক এবং প্রিয় সন্দ্বীপবাসীর কাছে দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।
সন্দ্বীপের উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি সর্বদা অটল থাকব—এটাই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ।

সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জা...
03/12/2025

সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোস্তফা কামাল পাশা এম.পি।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তিনি শনিবার দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান।

জনাব মোস্তফা কামাল পাশা এম.পি দেশনেত্রীর শীঘ্র আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করে ধৈর্য ও শক্তি বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক। তার সুস্থতা দেশের কোটি মানুষের প্রার্থনা।

পরিদর্শন শেষে তিনি দেশবাসীর কাছে বেগম জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ দোয়া কামনা করেন।

তারেক রহমান দেশে ফিরবেন কিনা তা একান্ত তার ব্যক্তিগত ও পরিবারের সিদ্ধান্ত । নির্বাচনে এর কোন প্রভাব পড়বে না: আমির খসরু ...
02/12/2025

তারেক রহমান দেশে ফিরবেন কিনা তা একান্ত তার ব্যক্তিগত ও পরিবারের সিদ্ধান্ত । নির্বাচনে এর কোন প্রভাব পড়বে না: আমির খসরু মাহমুদ চৌধুরী

নিজের দেশের ছাত্র-জনতার শত-শত লা'শ দেখেও যারা নূন্যতম আফসোস করেনাই, প্রকাশ্যে গু'লি করার ভিডিও যারা অস্বীকার করেছে, স্রো...
02/12/2025

নিজের দেশের ছাত্র-জনতার শত-শত লা'শ দেখেও যারা নূন্যতম আফসোস করেনাই, প্রকাশ্যে গু'লি করার ভিডিও যারা অস্বীকার করেছে, স্রোতমারানী হাসিনাকে তখন রাইট বলেছে- সন্দ্বীপে ক্বেরাত সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ বলায়, তাদের একেবারে দেশপ্রেম জেগে উঠেছে :

মোহাম্মদ আলতাফ হোসেন
সিনিয়র সহ-সভাপতি
-মাইটভাঙ্গা ইউনিয়ন ছাত্রদল।

01/12/2025

শাইখ আহমদ বিন ইউসুফ আল- আযহারী- বাংলাদেশ

Address

Sandwip
Chittagong
4300

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ-Sandwip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সন্দ্বীপ-Sandwip:

Share