08/12/2025
সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সন্দ্বীপের জন্য বরাদ্দকৃত বহুল প্রতীক্ষিত সি-ট্রাকটি পৌঁছেছে বাঁশবাড়িয়া ঘাটে। খুব শিগগিরই বাঁশবাড়িয়া–গুপ্তছড়া নৌ-রুটে এ সি-ট্রাকের পরীক্ষামূলক চলাচল শুরু হবে বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।
তিনি জানান, সন্দ্বীপবাসীর নিরাপদ যাতায়াত এবং নৌ-রুটের সুবিধা বাড়াতে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, এই সি-ট্রাক চালু তারই একটি গুরুত্বপূর্ণ ধাপ। সি-ট্রাকটির পরীক্ষামূলক চলাচল সফলভাবে সম্পন্ন হলে নিয়মিত যাত্রী পরিবহন শিগগিরই চালু করা হবে।
স্থানীয়দের আশা, এ সি-ট্রাক চালু হলে সন্দ্বীপ–চট্টগ্রাম নৌযাত্রায় নতুন গতি ও স্বস্তি ফিরে আসবে।
#সন্দ্বীপ #সি_ট্রাক #বাশবাড়িয়া #গুপ্তছড়া #নৌরুট