15/07/2025
*প্রেস বিজ্ঞপ্তি*
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬ জুলাই ২০২৫ খ্রি: তারিখ রোজ বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়াম (সাবেক এম এ আজিজ স্টেডিয়াম), চট্টগ্রামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫” উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানমালা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সিএমপি কর্তৃক প্রণীত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিশেষ নির্দেশাবলীঃ
১. কোন প্রকার ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, মাদক, বাঁশি, দিয়াশলাই, লেজার পয়েন্ট, লাঠি এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সকল প্রকার ধারালো অস্ত্র যেমন- ছুরি, চাকু ইত্যাদি নিয়ে স্টেডিয়াম এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
২.কোন প্রকারের ভিডিও ক্যামেরা, ব্যানার, ফেস্টুন নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।
৩. কোন প্রকার বাইসাইকেল, মোটরসাইকেল, স্কুটার ইত্যাদি নিয়ে স্টেডিয়াম এলাকায় প্রবেশ করা যাবে না।
৪. মিডিয়া প্রতিনিধিদের ব্যবহারকারী বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী যেমন- ক্যামেরা, ক্যামেরা স্ট্যান্ড ও আনুসাঙ্গিক সামগ্রী স্টেডিয়াম এলাকায় বহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিনিধিকে মিডিয়া অ্যাক্রেডিটেশন কার্ড বহন করতে হবে।
উক্ত ব্যবস্থাপনার অংশ হিসেবে -
আগামী ১৬ জুলাই ২০২৫ খ্রি: নগরীর চট্টগ্রাম জেলা স্টেডিয়াম (সাবেক এম এ আজিজ স্টেডিয়াম), চট্টগ্রামে উক্ত অনুষ্ঠান চলাকালে বিকাল ০৪.০০ ঘটিকা হতে স্টেডিয়াম কেন্দ্রিক :-১। ইস্পাহানী মোড়, ২। কাজির দেউরী, ৩। নেভাল ক্রসিং , ৪। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ের মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে ফলে উক্ত সড়ক সমূহে সকল ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তাই উক্ত অনুষ্ঠানমালা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রীসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠান চলাকালীন এই এলাকার সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা যাচ্ছে।
অনুষ্ঠানে আগত যানবাহনসমূহ
১.আউটার স্টেডিয়াম, ২. সিআরবি সাত রাস্তা ৩. জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ পার্কিং হিসেবে ব্যবহার করবেন।
এমতাবস্থায় উক্ত অনুষ্ঠানমালা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্য