Jibonto Golpo

Jibonto Golpo জীবন নিয়েই যত কথা,
"জীবন্ত গল্প" দেখাবে বাস্তবতা ❤
(2)

থালাপতি বিজয় আর আমাদের সাকিব-মাশরাফির মধ্যে পার্থক্য কোথায় জানেন..? 🤔শি-র-দাঁ-ড়া-য় থালাপতি বিজয় চাইলে ভারতের দুইটা বড় দল...
26/08/2025

থালাপতি বিজয় আর আমাদের সাকিব-মাশরাফির মধ্যে পার্থক্য কোথায় জানেন..? 🤔

শি-র-দাঁ-ড়া-য় থালাপতি বিজয় চাইলে ভারতের দুইটা বড় দলে যোগ দিতে পারতো। এমনকি—দুই দলই তাকে “আব্বা” ডেকে নোমিনেশন দিত! 🙄

কিন্তু সে সেটা করেনি। করাপ্টেড দলে যোগদানের চেয়ে, সে নিজের আলাদা দল গড়ে নিয়েছে। 💪

👉 এই কাজের জন্য লাগে হ্যা*ডম!
কিন্তু দুঃখজনক—আমাদের টা-ট্টু ঘোড়াদের সেই হ্যা*ডম নেই। 🥀

রিল লাইফের থালাপতিকে মানুষ শখ করে ডাকলেও, আজ প্রমাণিত হয়েছে—সে আসলেই রিয়েল লাইফের থালাপতি। 🔥

#থালাপতি
#বাংলাদেশ



সে মনে হয় আমার প্রেমে পড়ে গিয়েছে,উড়িয়ে দিলেও আমার কাছেই আসে  ❤
25/08/2025

সে মনে হয় আমার প্রেমে পড়ে গিয়েছে,
উড়িয়ে দিলেও আমার কাছেই আসে ❤

সন্তান জন্মের পর থেকেই বাবা-মা তার জন্য জীবনের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত থাকে। ঘুমহীন রাত, পরিশ্রমের ঘাম, জীবনের কষ্ট—স...
24/08/2025

সন্তান জন্মের পর থেকেই বাবা-মা তার জন্য জীবনের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত থাকে। ঘুমহীন রাত, পরিশ্রমের ঘাম, জীবনের কষ্ট—সবকিছু তারা হাসিমুখে মেনে নেন শুধু সন্তানের ভবিষ্যৎটা সুন্দর করার জন্য। ❤️
কিন্তু দুঃখজনক হলো—আজকের সমাজে অনেক সন্তান বাবা-মাকে মানুষ হিসেবে নয়, বরং টাকার ব্যাংক হিসেবে দেখতে শিখছে। 💔
যখন সন্তান মনে করতে শুরু করে—“বাবা-মা মানেই টাকা, বিলাসিতা আর চাহিদা পূরণের যন্ত্র”—তখন সে প্রকৃত মানবিক শিক্ষা থেকে বঞ্চিত হয়। ধীরে ধীরে ভালোবাসা, ত্যাগ আর মমতার জায়গা হারিয়ে যায় অর্থের হিসাব-নিকাশে। 💸 অথচ বাবা-মায়ের একটাই স্বপ্ন—সন্তান মানুষ হোক। শিক্ষিত, ভদ্র, নৈতিক এবং দায়িত্বশীল হোক। 🌱
👉 যদি সন্তান কেবল অর্থকেন্দ্রিক মানসিকতায় বড় হয়, তবে একদিন সে বাবা-মায়ের পাশে থাকবে না। কারণ তার চোখে বাবা-মা শুধু সুবিধা পাওয়ার উপায়, ভালোবাসার উৎস নয়। 😔
তখন বাবা-মা বুঝতে বাধ্য হবেন—অর্থ দিতে দিতে তারা সন্তানের কাছে মানুষ হয়ে উঠতে পারেননি। 🥀
তাই প্রতিটি অভিভাবকের জন্য জরুরি—সন্তানকে শুধু চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাকে কষ্ট সহ্য করা, পরিশ্রমের মূল্য বোঝা এবং আত্মনির্ভরতার শিক্ষা দেওয়া। ✨
ভালোবাসা দিতে হবে, তবে তার সাথে শেখাতে হবে মমতা, দায়িত্ববোধ আর কৃতজ্ঞতা। 🙏
কারণ সন্তান যদি শিখে নেয়—“বাবা-মা টাকা নয়, জীবনের সবচেয়ে মূল্যবান আশীর্বাদ”—তাহলেই সে প্রকৃত মানুষ হয়ে উঠবে। 🌸
কিন্তু যদি সে বাবা-মাকে কেবল ব্যাংক ভেবে চলে, তবে নিশ্চিতভাবে বলা যায়—সে কোনোদিন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে না। 🚫

#বাবামা #সন্তান

23/08/2025

নিজেকে ভালবাসুন আর জীবনকে উপভোগ করুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে❤️‍🔥

23/08/2025

সময় কাকে কখন উপরে টেনে তুলে, আর কাকে কখন ছুঁড়ে ফেলে দেয় সেটা কেউই জানে না... 😔

একজন মেয়ের বাবার জীবনের সবচেয়ে বড় আবদার... 😔
23/08/2025

একজন মেয়ের বাবার জীবনের সবচেয়ে বড় আবদার... 😔

এটাই বাস্তব... 😡কথা ঠিক কিনা!! আপনারাই বলেন... 👇
22/08/2025

এটাই বাস্তব... 😡
কথা ঠিক কিনা!! আপনারাই বলেন... 👇

মাত্র কয়েক বছরের ছোট্ট মেয়ে মরিয়ম—আজ গলায় ব্যাগ ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ফেরি করে বিক্রি করছে বাদামসহ নানা খাবার। 🥜যে বয়সে...
22/08/2025

মাত্র কয়েক বছরের ছোট্ট মেয়ে মরিয়ম—
আজ গলায় ব্যাগ ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ফেরি করে বিক্রি করছে বাদামসহ নানা খাবার। 🥜

যে বয়সে তার খেলার মাঠে ছুটে বেড়াবার কথা, বইয়ের পাতায় ডুবে থাকার কথা—
সে বয়সেই তাকে বেছে নিতে হয়েছে সংগ্রামের পথ। 📚

বাবাহারা মরিয়ম আজ পরিবারের একমাত্র ভরসা।
ক্ষুধার দায় মেটাতে দিনের পর দিন ঘুরছে মানুষের ভিড়ে। 🚶‍♀️

তার চোখে ক্লান্তি, তবুও লুকিয়ে আছে এক অদম্য ইচ্ছাশক্তি—
কারণ বাঁচতে হবে, বাঁচাতে হবে পরিবারকে। 💔

এ যেন এক নির্মম বাস্তবতা, যেখানে শৈশব হারিয়ে যায় অভাবের অন্ধকারে। 🌃

#মরিয়মেরগল্প #শিশুশ্রম

তানিয়া খুব ভালোবেসে প্রিয় মানুষটির হাত ধরে ঘর ছেড়েছিলো। শুধু একটাই স্বপ্ন— সেই মানুষটির সাথে সংসার করবে, সুখের দিন কাটা...
22/08/2025

তানিয়া খুব ভালোবেসে প্রিয় মানুষটির হাত ধরে ঘর ছেড়েছিলো। শুধু একটাই স্বপ্ন— সেই মানুষটির সাথে সংসার করবে, সুখের দিন কাটাবে। পরিবার, আপনজন সবকিছু পেছনে ফেলে দিয়ে ভালোবাসার টানে বিয়ে করেছিলো তারা। 💔

কিন্তু বিয়ের দুই মাসও পার হলো না, তানিয়ার স্বপ্ন ভেঙে চুরমার হতে শুরু করলো। স্বামী বদলে গেলেন। নেশার জগতে হারিয়ে গেলেন তিনি। রাত গভীরে দরজায় এসে গলা তুলে ডাকেন— “এই ছেরি! দরজা খোল!” 😢
তানিয়ার বুকের ভেতর হাহাকার জাগে। যে মানুষটার জন্য সব ছেড়েছিলো, সেই মানুষটাই আজ এমন কেনো হলো? 💔

তানিয়ার সমস্ত অভিযোগ আল্লাহর দরবারে। তবুও আশা ছাড়তে পারেনি। একদিন খবর এলো— সে মা হতে চলেছে। আনন্দের বদলে ভয় পেয়ে যায় তানিয়া। স্বামী কি পাশে থাকবে? আদৌ কোনো দায়িত্ব নেবে? 😟

দিন যায়। সময়ের সাথে সাথে স্বামীর কোনো খোঁজ মেলে না। বরং সে একেবারেই উধাও হয়ে যায়। একা তানিয়া যুদ্ধ চালিয়ে যায়। শেষ পর্যন্ত সন্তান জন্মের সময় এলো। হাসপাতালে সিজার হলো। কোলজুড়ে এলো এক ফুটফুটে মেয়ে সন্তান— বাবার মতোই চেহারা। 👶
বাচ্চাটাকে দেখে চোখে পানি চলে এলো তানিয়ার। কিন্তু সেই সুখও অল্পক্ষণের, কারণ পাশে কেউ নেই। 😢

হাসপাতাল থেকে বের হওয়ার পর শুরু হলো তানিয়ার সবচেয়ে কঠিন যুদ্ধ। নিজের কাটা ঘায়ের ব্যথা, ওষুধের খরচ, নবজাতকের দুধ— সব কিছুর দায়িত্ব তার একার কাঁধে। স্বামী নেই, কারো সহযোগিতা নেই। একটি ছোট ভাড়া ঘরে বাচ্চাটাকে নিয়ে দিন কাটাতে থাকে সে। কিন্তু যখন দেখলো ঘরে কিছু নেই, বাচ্চার দুধের টাকা পর্যন্ত নেই— তখন সে ভেঙে পড়লো। 😔

শেষ পর্যন্ত তানিয়া সিদ্ধান্ত নিলো— রাস্তার পাশে গিয়ে মানুষের কাছে হাত পাতবে। কোলের বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে থাকে রাস্তার এক কোণে। গলা কাঁপিয়ে বলে—
“আমাকে সাহায্য করুন, আমার বাচ্চার দুধ খাওয়ানোর টাকা নেই।” 🥺

কেউ ৫ টাকা দেয়, কেউ ১০ টাকা। সেই টাকা দিয়ে বাচ্চার জন্য দুধ কিনে আনে। নিজের জন্য ওষুধ কেনার মতো টাকা পায় না সবসময়। যখনই বাচ্চার দুধ ফুরিয়ে যায়, আবার রাস্তায় বের হতে হয়। অসুস্থ শরীর, কোলের শিশু নিয়ে ভিক্ষা করে দিন কাটাতে হয়। 😞

তানিয়া ভাবে— এ জীবনের জন্য কি সে ঘর ছেড়েছিলো? এ কষ্টের জন্যই কি ভালোবেসেছিলো? চোখ ভিজে ওঠে, আর মনে মনে বলে— আল্লাহ আমার ভাগ্যটা এমনই লিখেছেন। কথা গুলো গল্প নয়, আয়নার মত সত্যি। 😭

#তানিয়ারকাহিনী #মায়ারশক্তি

কেউ যদি তোমায় ছেড়ে ভালো থাকতে পারে,তবে তাকে ভালো থাকতে দাও... 🙂
22/08/2025

কেউ যদি তোমায় ছেড়ে ভালো থাকতে পারে,
তবে তাকে ভালো থাকতে দাও... 🙂

একজন তোফের আলীর গল্প 👴💔নওগাঁর মান্দা উপজেলার লক্ষীরামপুর গ্রামের এক বৃদ্ধের নাম তোফের আলী। 👴বয়সের ভারে ন্যুব্জ শরীর, মুখ...
22/08/2025

একজন তোফের আলীর গল্প 👴💔

নওগাঁর মান্দা উপজেলার লক্ষীরামপুর গ্রামের এক বৃদ্ধের নাম তোফের আলী। 👴
বয়সের ভারে ন্যুব্জ শরীর, মুখে ঝরে পড়া ক্লান্তি, আর চোখে ভেসে ওঠা হাজারো অভিমান। 😔
জীবনের সবচেয়ে বড় ব্যথা তাঁর এটাই, যাদের জন্য একদিন বুক ভরে স্বপ্ন দেখেছিলেন, ঘাম ঝরিয়ে বড় করেছেন, সেই ১১ সন্তানের কেউই আজ তাঁর পাশে নেই। 💔

সংসারে তিন কন্যা ও সাত পুত্র থাকা সত্ত্বেও বিধাতার নির্মম খেলায় আজ তিনি আশ্রয়হীন। 🏚️
এক মুঠো ভাত পর্যন্ত জুটছে না ঠিকমতো। কখনো না খেয়ে, কখনো অল্প কিছু খেয়ে কাটছে দিন। 🍂
একদিন ক্ষুধার জ্বালায় ভেঙে পড়ে থানার দ্বারস্থও হয়েছিলেন—শুধু তিন বেলার খাবারের জন্য মামলা করেছিলেন। ⚖️

অথচ একসময় এই মানুষটিই সন্তানদের মুখে হাসি ফোটাতে নিজের সুখ বিসর্জন দিয়েছেন, দিন-রাত পরিশ্রম করেছেন। 🛠️
কিন্তু আজ যখন প্রয়োজন একটু যত্ন, একটু স্নেহ—তখন তিনি নিজের ঘরেই পরবাসী। 🥀

বয়সের শেষ প্রান্তে এসে তোফের আলীর জীবন এখন শুধুই—অবহেলা, নিঃসঙ্গতা আর কষ্টের দীর্ঘশ্বাস। ⏳

মানুষ কি এমনই হয়❓
যাদের জন্য বেঁচে থাকা, শেষ বয়সে তাদের কাছেই পর হয়ে যাওয়া—এটাই কি তবে জীবনের নির্মম নিয়তি❓ 🤔

#মানবিকতা #জীবনেরকথা #বাস্তবগল্প #জীবন্তগল্প

সমাজ যদি তাকে একটা সুযোগ দিত, হয়তো ফাতেমার গল্পটা অন্যরকম হতো… আপনার কী মনে হয়? ✍️👇👩‍🦰 দেখতে পুরুষের মতো হলেও…সে কিন্ত...
22/08/2025

সমাজ যদি তাকে একটা সুযোগ দিত, হয়তো ফাতেমার গল্পটা অন্যরকম হতো… আপনার কী মনে হয়? ✍️👇

👩‍🦰 দেখতে পুরুষের মতো হলেও…
সে কিন্তু পুরুষ নয়, সে একজন নারী। নাম ফাতেমা।

👶 মাত্র ৫ বছর বয়সে মা-বাবাকে হারিয়ে এতিমখানায় বড় হয়েছেন।
একদিন সেখান থেকে পালিয়ে এসে মাজারের এক ছেলের সাথে বিয়ে হয়।
কিছুদিন পর তিনি যখন প্রেগন্যান্ট, তখন তার শাশুড়ি
প্রতারক দৌলো দালালদের হাতে তাকে বিক্রি করে দেয়।

⛓️ সেখানে ৭ দিন বন্দি ছিলেন ফাতেমা।
কিন্তু ভাগ্যক্রমে পালিয়ে এসে ফিরে পান নিজের মুক্তি।

আজ তিনি ছেলেদের মতো পোশাক পরে, ছোট চুলে, 🚴
রিকশা চালিয়ে জীবনযুদ্ধ করছেন প্রতিদিন।

🌈 ফাতেমা এখন শুধু চায়—
একটা সুন্দর জীবন, ভালোভাবে বাঁচার সুযোগ।
কিন্তু এই নির্মম সমাজ তাকে বাঁচতে দিচ্ছে না।

💔 ধীরে ধীরে বুঝে গেছেন—
তার জীবনটা যেন শুধু কষ্টের সাগর… 😭

Address

Chittagong
4207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jibonto Golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category