Mr. Potato

Mr. Potato Friend Forever

24/11/2024
একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয়... #বিশ্বাস - আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস অর্জন করুন...
06/11/2024

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয়...

#বিশ্বাস - আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস অর্জন করুন। দেখবেন সব ভালো ভাবে চলবে। কখনোই যেন সন্দেহ সৃষ্টি না হয় দুজনার মাঝে। একটা সম্পর্কে যদি সন্দেহ চলেই আসে তবে নিজে নত হোন। বুঝিয়ে বলুন। দেখবেন মানুষটা আপনাকে বুঝবে।

#ত্যাগ - আপনার সম্পর্ক মধুর করে গড়ে তোলার জন্য অনেক ত্যাগ করতে হবে। হয়ত ভাববেন সে তো করছে না, কিন্তু মনে রাখবেন আপনাকে দেখেই সে ত্যাগ করা শিখবে।

#সময় - ভালোবাসার মানুষটিকে সময় দিতে শিখুন। তার সাথে নিজের কথা বলুন। তাকে বুঝতে পারলেই আপনি সফল। আর এই সফলতা আনার জন্য সময় দিতেই হবে।

#বুঝা - অনেক সময় নানা সমস্যার জন্য আপনার ভালোবাসার মানুষটা মন খারাপ করে থাকবে। কিন্তু সে আপনাকে কিছু না বলতে পারে। এক্ষেত্রে আপনার তাকে বুঝতে হবে। তার মনকে আপনার মন দিয়ে পড়ুন। দেখবেন তার মনের সব কথা আপনার সামনে চলে আসবে।

#পবিত্রতা - আমি এই যুগের ছেলে, কিন্তু তবু বলবো, এখন প্রেম মানেই মানুষ শারীরিক সম্পর্কের কথা ভাবে। ভুলেও এসব করবেন না। প্রথমত আপনার ধর্ম তা আপনাকে করতে না করেছে। আর দ্বিতীয়ত আপনার এই লালসার জন্য একটা সুন্দর সম্পর্কের ইতি ঘটিয়ে ফেলতে পারেন নিজের অজান্তেই।

#উপহার - হ্যা, আপনি ভাবতে পারেন অনেক দামী কিছু কিনে দিলেই হলো। তাই যদি ভাবেন তাহলে বলবো আপনি ভুল। কাচা ফুলের চাইতে কিন্তু নকল ফুলের দাম বেশি। তাও মানুষ কাচা ফুল ভালোবাসে। তাই সে কি দিলে খুশি হবে সেটা ভাবুন।

#যত্ন - ভুলেও আপনার ভালোবাসাকে এতটুকুও অবহেলা করবেন না। যত্ন করতে শিখুন। মনে রাখবেন প্রিয় মানু্ষের অবহেলার চেয়ে কষ্টের আর কিছু নাই।

#ভালোকথা - তাকে ভালো কথা বলুন। যাতে করে সে বুঝতে পারে আপনি একজন ভালো মানুষ। তাকে ধর্ম নিয়ে কথা বলুন। তার পড়াশোনা নিয়ে কথা বলুন। ভালো থাকবে সম্পর্ক।

মূলত আপনার সম্পর্ক কেমন যাবে সেটা আপনার উপরে নির্ভর করে। সে আগে এটা সেটা করবে এমনটা ভাববেন না। নিজেকে আগে তুলে ধরুন দেখবেন সেও আপনার মত হয়ে যাবে।

পৃথিবীর প্রতিটা সম্পর্ক হোক মধুর। এক হয়ে যাক সকল ভালোবাসা। 🥀

#ফে রা রী
#সংগৃহীত

কিছূ কথা😔
06/11/2024

কিছূ কথা😔

23/06/2024
23/05/2024

Mamu

25/10/2023

Moye moye 😂😂😂

26/09/2023

Facebook

22/09/2023

Wellcome To Mr. Potato

Address

Chittagong

Telephone

+8801842763268

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Potato posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. Potato:

Share