24/08/2025
✨ অভিনয় থেকে রাজনীতির ময়দানে থালাপতি বিজয়: বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা ✨
বছর খানেকের ব্যবধানে অভিনয়জগৎকে বিদায় জানিয়ে সরাসরি রাজনীতির মাঠে প্রবেশ করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। রাজনীতিতে পা রাখতেই তিনি গড়ে তুলেছেন নিজস্ব রাজনৈতিক দল— ‘তামিলাগা ভেত্রি কাজগম’ (TVK)। আর দল গঠনের পরপরই তিনি ভারতের জাতীয় রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন।
সাম্প্রতিক এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে সরাসরি ‘ফ্যাসিবাদী দল’ আখ্যা দেন বিজয়। তার ভাষায়—
“এ লড়াই আর কেবল রাজনীতির লড়াই নয়, এটি আদর্শের যুদ্ধ। বিজেপি ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং গণতন্ত্র ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে।”
বিজয়ের এই কড়া বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে জাতীয় মিডিয়ায়। হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, পিটিআই ও যমুনা টিভির প্রতিবেদনে উঠে আসে তার বক্তব্য। সেখানেই উল্লেখ করা হয়, বিজেপির পাশাপাশি রাজ্য রাজনীতির শক্তিশালী দল ডিএমকে-কেও প্রতিপক্ষ মনে করেন তিনি। তবে স্পষ্ট করেছেন— ডিএমকের সঙ্গে দ্বন্দ্ব রাজনীতির মাঠে সীমাবদ্ধ হলেও, বিজেপির সঙ্গে তার সংঘাত আদর্শের স্তরে।
নিজ দলের নীতিমালা প্রসঙ্গে বিজয় বলেন—
“আমাদের দল ধর্মনিরপেক্ষতা ও ন্যায়বিচারের পক্ষে। যা বিজেপির রাজনীতির সম্পূর্ণ বিপরীত।”
২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে TVK ইতিমধ্যেই তামিলনাড়ুর রাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছে। কোটি কোটি তরুণের সমর্থন এখন বিজয়ের পক্ষে। সম্প্রতি মাদুরাইয়ের মহাসভায় তিনি যখন সরাসরি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন, তখন সমর্থকদের করতালি ও উল্লাসে তার প্রতিটি বাক্য দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক একটাই— থালাপতি বিজয়ের বিজেপি-বিরোধী লড়াই। বিশ্লেষকদের মতে, এই তীব্র জনসমর্থনই তাকে অনুপ্রেরণা জোগাচ্ছে ভারতের অন্যতম বড় রাজনৈতিক শক্তির বিরুদ্ধে অবস্থান নিতে।
📌 সূত্র: যমুনা টিভি, পিটিআই, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি নিউজ