14/09/2025
কে বলেছে প্রিয় মানুষ ছাড়া জীবন চলে না—সবই ভুল। আমি নিজে তার প্রমাণ। এক সময় যে মানুষের জন্য পাগল কারণে — তার অবহেলা আর তুচ্ছ করে কথা বলা। সেই কষ্টই আমাকে বদলে দিয়েছে। 😔➡️💪 ধীরে ধীরে আমি নিজেকে জোগাড় করেছি, নিজের সময় ফিরিয়েছি, আর তাকে জীবনের কেন্দ্রে থেকে সরিয়ে দিয়েছি। ⏳🪄
এখন সে মনে হলে কোনো অচেনা মানুষের মতো—নাম আছে, আলাপ ছিল একসময়, কিন্তু এখন আর নেই। 🤷♂️📛
ভালোবাসা পুরোপুরি ভুলে যায়নি; কিছুটা কষ্ট এখনও রয়ে গেছে। 💔 তবু সেই কষ্টই আমাকে শক্তি দিয়েছে—নিজেকে ভালোবেসে আবার সামনে এগোতে শিখিয়েছি। 🌱✨
আর আজ যখন দেখি সে নতুন কারো সাথে সুখে আছে, আমার মন শান্ত। 😊 그의 খুশিই আমার জন্য ভালো — আমি সব সময় ওর ভালোরই চাই। 🙏❤️
এটা তো ফরজ না যে যাকে ভালোবাসো তাকে জীবনের সঙ্গী বানাতে হবে—অনেক অনকসেসফুল স্টোরির মাঝে আমার গল্পও আছে; পৃথিবী জানুক আমার ভালোবাসা আর তার অবহেলা। 🌍📝
শেষ কথা—ইগো আর অবহেলা অনেক সুন্দর সম্পর্ক ভেঙে দেয়, কিন্তু যে মানুষ উঠে দাঁড়াতে জানে, তার জীবন আবার আগের মতো সুন্দর হয়। ✨🙂