faiza's creation

faiza's creation This page is about personal vlog,cooking,enjoing

06/12/2025

আমার মত আপনাদের বাসাও কি এমন করে বাচ্চারা #বাচ্চা #এলোমেলো

সারাদিন  খুনসুটি, মারামারি চলবে কিন্তু কার্টুন দেখার সময় আবার একসাথে হয়ে যাবে।
15/11/2025

সারাদিন খুনসুটি, মারামারি চলবে কিন্তু কার্টুন দেখার সময় আবার একসাথে হয়ে যাবে।

প্রকৃতির মাঝে কিছু সময় #প্রকৃতি  #পড়ন্ত বিকেলে
07/10/2025

প্রকৃতির মাঝে কিছু সময় #প্রকৃতি #পড়ন্ত বিকেলে

লেবু,মধু দিয়ে এককাপ লাল চা। #লাল চা  #পড়ন্ত বিকেল
27/09/2025

লেবু,মধু দিয়ে এককাপ লাল চা। #লাল চা #পড়ন্ত বিকেল

10/09/2025

ভুল মানুষের জন্য নিজের জীবনের কোন কিছু বিসর্জন দেওয়া উচিত না।একটাইতো জীবন এই এক জীবনে সুন্দর করে বাঁচার অধিকার নিশ্চয় সবার আছে।

বিশ্বাস-অবিশ্বাস এর মাঝে বিশ্বাসটা যখন নড়বড়ে হয়ে যায়,তা আর কখনও আগের অবস্থায় ফিরে আসেনা হউক না যত আপনজন কিংবা প্রিয়জন।
25/08/2025

বিশ্বাস-অবিশ্বাস এর মাঝে বিশ্বাসটা যখন নড়বড়ে হয়ে যায়,তা আর কখনও আগের অবস্থায় ফিরে আসেনা হউক না যত আপনজন কিংবা প্রিয়জন।

কোন মানুষ নৈতিকতা বিসর্জন দিয়ে নিজে যেমন কখনো সুখী হতে পারে না, তেমনি অন্যকেও সুখী করা যায় না। সুখে থাকতে চাইলে সবচেয়ে ব...
20/08/2025

কোন মানুষ নৈতিকতা বিসর্জন দিয়ে নিজে যেমন কখনো সুখী হতে পারে না, তেমনি অন্যকেও সুখী করা যায় না। সুখে থাকতে চাইলে সবচেয়ে বেশি প্রয়োজন হয় সততা,স্বচ্ছতা।যার মধ্যে সততা নাই সে হাজার চেষ্টা করলেও দিনশেষে তার শান্তি মিলবে না।

ভালোবাসা সুন্দর যখন হয় তা সঠিক মানুষের সাথে, তখন জীবনটা হয়ে উঠে জান্নাত।আর ভুল মানুষ হলে তো জীবনটা হয়ে উঠে নরকের চাইতেও ...
15/08/2025

ভালোবাসা সুন্দর যখন হয় তা সঠিক মানুষের সাথে, তখন জীবনটা হয়ে উঠে জান্নাত।আর ভুল মানুষ হলে তো জীবনটা হয়ে উঠে নরকের চাইতেও খারাপ এক কথায় বলতে গেলে মরার মত বেঁচে থাকা। তাই মনে হয় সবাই বলে অপাত্রে কোন কিছু দান করা ঠিক না।

12/08/2025

ইন্ট্রোভার্ট টাইপের মানুষগুলো সহজে যেমন কারো সাথে মিশতে পারেনা ঠিক তেমনি কোন কথা কারো সাথে শেয়ার করতেও পারেনা,যার জন্য আশেপাশের মানুষজন অনেকে ভুল বুজে।আসলে তাদের ব্যক্তিগত বৈশিষ্ট্য যে এমন তা অনেকে বুজতে চাই না।

11/08/2025

বেশিরভাগ ভদ্র,একটু বোকাসোকা টাইপের মেয়েরা ভদ্র ছেলে পছন্দ করেনা এদের পছন্দ বাউন্ডেলে টাইপের ছেলে অবশ্য এর ব্যতিক্রমও আছে।আসলে মেয়েরা মনে করে উড়নচন্ডি,বাউন্ডেলে ছেলেকে সংসারি করবে ভালো পথে নিয়ে আসবে কিন্তু দিনশেষে দেখা যায় মেয়েটার স্বপ্ন,স্বপ্নই থেকে যাই যা কোনদিন সত্যি হয়না।কথায় আছে না চোরে শুনেনা ধর্মের কাহিনী ঐ অবস্তা হয় আর কি!

10/08/2025

সম্পর্কের গুরুত্ব সবাই দিতে পারে না,যেই সম্পর্কে সম্মান নাই, কোন সহানুভূতি নাই ঐ সম্পর্কগুলো দিনের পর দিন তিক্ত হতে থাকে।কথার আঘাত মানুষের সারাজীবন মনে থাকে,মানসিকভাবে দূর্বল করার জন্য কারো খারাপ আচরণেই যথেষ্ট।

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক
10/08/2025

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when faiza's creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share