Pallabi Barua

Pallabi Barua Digital Marketer
Professional freelancer

 #ফেসবুক মার্কেটিং 📲📱সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে পারো মানুষগুলো সবসময় এগিয়ে থাকে। সবাই  এখন ডিজিটাল মার্কেটিং এর ...
24/08/2023

#ফেসবুক মার্কেটিং 📲📱

সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে পারো মানুষগুলো সবসময় এগিয়ে থাকে। সবাই এখন ডিজিটাল মার্কেটিং এর দিকে ধাবিত হচ্ছে। বর্তমান সময়ে যেকোনো কাজের জন্য জনপ্রিয় মাধ্যম হল ফেসবুক।

✔️ফেসবুক মার্কেটিং হল ⏩

ফেসবুকের মাধ্যমে আপনার ব্যবসার পণ্য এবং সেবা সম্পর্কে ফেসবুক ব্যবহারকারীদের জানান দেওয়া। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বেশিরভাগ লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেওয়া যাবে এবংবেশি সংখ্যক বিক্রি নিশ্চিত করা যাবে ।

✔️ফেসবুক মার্কেটিং করে আয় করা যায় ❓

অবশ্যই করা যায়। আপনি চাইলে আপনার পছন্দও দক্ষতা অনুযায়ী ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে অনেক বেশি আয় করতে পারে।
ফেসবুক মার্কেটিং করতে হলে প্রথমে
আপনাকে ফেসবুক বিজনেস পেজ ব্যবহার করতে হবে। ফেসবুক বিজনেস পেজ ছাড়া মার্কেটিং করা কঠিন।
✔️দ্বিতীয়ত ফেসবুক বিজনেস পেজটাকে প্রফেশনাল এবং পরিচিত বানাতে হবে। কেননা অপরিচিত কাউকে মানুষ বিশ্বাস করতে চায় না।
✔️ফেসবুকে অযথা সময় নষ্ট না করে ফেসবুককে বানিয়ে ফেলুন ইনকাম সোর্স। সেজন্য ডিজিটাল মার্কেটিং শিখুন অনলাইন ইনকাম করার সুযোগ তৈরি করুন।



🪔ক্ষুদিরাম বসু🪔" হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী"মহান বিপ্লবী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে হাতে বোমা তুলে নিয়েছিলে...
23/08/2023

🪔ক্ষুদিরাম বসু🪔

" হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী"
মহান বিপ্লবী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে হাতে বোমা তুলে নিয়েছিলেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি।গত ১১আগস্ট ছিল এই মহান নেতার মৃত্যুবার্ষিকী।

কাঁচা হাতের লেখনীতে তাঁর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার চেষ্টা করবো।
হাসিমুখে ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়িয়ে ছিলেন ক্ষুদিরাম বসু। স্বাধীনতার জন্য তিনি মৃত্যু ভয়কেও বশ করেছিলেন।

১৮৮৯ সালের ৩ ডিসেম্বর জন্ম হয় এই মহান বিপ্লবীর।উনার মা লক্ষ্মীপ্রিয়া দেবী, ছেলে জন্মের পর মারা যাবে এই ভয়ে, ৩ মুঠো ক্ষুদের বিনিময়ে তাঁকে বিক্রি করে দেন।কারণ তখনকার সময়ে শিশুকে অকালমৃত্যুর হাত থেকে রক্ষা করতে হলে কোন আত্নীয়ের কাছে ক্ষনিকের জন্য বিক্রি করতে হতো।তাই তাঁর মা ছেলেকে বাঁচাতে এই কাজ করেন।সেকারণেই তাঁর নাম রাখা হলো ক্ষুদিরাম।

তিনি গ্রামের স্কুলে তাঁর প্রাথমিক শিক্ষা শুরু করেন তারপর হ্যামিলটন স্কুল এবং পরে ১৯০৩ সালে মেদিনিপুর কলেজিয়েট স্কুল ভর্তি হন। সেখানে তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন।

সত্যেন্দ্রনাথ বোস এবং গেয়ানানন্দ নাথ বোস এর দেশপ্রেমী কার্যক্রমের প্রচারাভিযান একটি গুপ্তসভার নেতৃত্ব তাকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রভাবিত করেছিলো।ভারতের স্বাধীনতা সংগ্রামের সর্বকনিষ্ঠ বিপ্লবীদের একজন ক্ষুদিরাম বসু।
তার যুদ্ধ ছিলো ব্রিটিশদের কাছ থেকে ভারতের মানুষের জন্মাধিকার "স্বাধীনতা" ছিনিয়ে আনার যুদ্ধ । এ সময় তিনি বাংলার পালনকর্তা ভারতের গভর্নর জেনারেল লর্ড কার্জনের (বড় লাট) বিরুদ্ধে সক্রিয়ভাবে স্বদেশী আন্দোলনে অংশ গ্রহণ করেন।১৯০৭ সালের ৬ ডিসেম্বর রেলওয়ে স্টেশনে Magistrate Kingsford এর উপর বোমা হামলায় সক্রিয় অংশ গ্রহণ করেন ক্ষুদিরাম।

১৯০৮ সালে, তিনি ওয়াটসন এবং Bamfylde, নামক দুই ব্রিটিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা প্রমানিত হলে তাকে মৃত্যু দণ্ড প্রদান করা হয় । ১৯০৮ সালের ১১ আগষ্ট ভোর ৬টায় মুজঃফরপুর জেলে ক্ষুদিরাম বসুকে ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। ভারতের মুক্তি সংগ্রামে অন্যতম পথিকৃৎ ক্ষুদিরাম বসু,ফাঁসির মঞ্চে প্রথম শহীদ।



সরীসৃপ ভালবাসে এমন মানুষদের জন্য আজকের দিনটি। কারণ আজকে হলো বিশ্ব টিকটিকি দিবস।অনেকের কাছে কথাটা হাস্যকর অনেকের কাছে আবা...
14/08/2023

সরীসৃপ ভালবাসে এমন মানুষদের জন্য আজকের দিনটি। কারণ আজকে হলো বিশ্ব টিকটিকি দিবস।অনেকের কাছে কথাটা হাস্যকর অনেকের কাছে আবার ভয়ের। মানবজাতির জন্য যেমন সারা বছরে বিভিন্ন দিবস আছে তেমন সরীসৃপদের জন্য ১৪ই আগস্ট। এই দিবসটা পৃথিবীর বিভিন্ন দেশে স্থানীয়ভাবে পালিত হয়।
সরীসৃপ নিয়ে কাজ করেন এমন মানুষরা আজকের দিনে সরীসৃপদের প্রতি ভালোবাসার তথ্য অনলাইনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়।

বিশ্ব টিকটিকি দিবস নিয়ে কোন সুস্পষ্ট তথ্য জানা নাই, বিশ্ব বন্যপ্রাণী তহবিলের মতো শীর্ষস্থানীয় সংস্থাগুলো টিকটিকি দিবসটি উদযাপন করে না তবে অন্য কেউ এই দিবসটি পালন করা নিয়েও তাদের কোন বাধা নাই।

অনেকেই টিকটিকিকে বিষাক্ত প্রাণী হিসেবে মনে করেন কিন্তু টিকটিকি নিতান্তই নিরীহ এবং শান্ত প্রকৃতির প্রাণী।
ছোট কিংবা মাঝারি ধরনের টিকটিকি মানুষের ক্ষতি করে না বরং মানুষকে ভয় পায়। যেগুলো খুব বড় টিকটিকি তারা নিজেদের বিপদ মনে করলে কখনো কখনো কামড় দেয় তবে সেগুলো মানুষের ঘরে থাকে না, সেগুলো থাকে ঘন বন কিংবা বনের আশেপাশে ঝোপঝাড়ে।

দিবসটি টিকটিকি দিবস হলেও মূলত সরীসৃপদের প্রতি সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে পালিত হয়।




চট্টগ্রাম বন্দর নগরীর মানুষ বৃষ্টি দেখলে ভয় পায়।কারণ বছরের পর বছর দেখে আসছে বৃষ্টি মানে জলাবদ্ধতা, নালার নোংরা কালো পানি...
08/08/2023

চট্টগ্রাম বন্দর নগরীর মানুষ বৃষ্টি দেখলে ভয় পায়।কারণ বছরের পর বছর দেখে আসছে বৃষ্টি মানে জলাবদ্ধতা, নালার নোংরা কালো পানি রাস্তায় জমা হয় আর মানুষের দুর্ভোগ শুরু হয়।এবারও তার ব্যাতিক্রম ঘটেনি।টানা বৃষ্টিতে নগরীর রাস্তাঘাট যেন ছোট ছোট নদীতে রুপ নিয়েছে।

পানি উঠলেই বন্ধ হয়ে যায় নিচুএলাকার শতশত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান এর বেচাকেনা। তাদের পন্য নষ্ট হয়ে যায়।রাস্তায় পানি থাকায় যানবাহন চালানো যেমন কঠিন হয়ে যায় তেমনি নষ্টও হয়ে যায়। নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষের আয় রোজগার বন্ধ হয়ে যায়।

যাদের বসতঘর ডুবে গেছে তারা বেশি ক্ষতির সম্মুখীন হয়।আসবাবপত্রের ক্ষতি হয়।তারচেয়ে বড় কথা ঘুম নেই, রান্না নেই, বিশুদ্ধ পানিও নেই।
📢📢📢📢এখন প্রশ্ন হল > কেন বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় নগরীতে❓❓❓

কারণ আমরা অসচেতন নাগরিক, যারা জানিনা আবর্জনা কোথায়, কিভাবে ফেলতে হয়?যেখানে সেখানে পলথিন,প্লাস্টিক সহ আরও কত কি যে ফেলি তা আমরা নিজেরাও জানিনা।

মূলকথা হলো যার যার কাজ সে সে ঠিকমতো করলে কারোরই দুর্ভোগ পোহাতে হতোনা।
সরকারের কাজ সরকার, সিটি করপোরেশনের কাজ সিটি করপোরেশন, জনগণের কাজ জনগণ। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে সৎ ভাবে কাজ করলে একদিন আমরাও উন্নত জাতি হিসেবে পরিচয় তুলে ধরতে পারবো।




20/07/2023
১১১  বছর আগের টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যেত 'ওসেন গেট 'সংস্থার ডুবোজাহাজ টাইটান। পাঁচ ধনকুবের যাত্রীকে নিয়ে টাই...
24/06/2023

১১১ বছর আগের টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যেত 'ওসেন গেট 'সংস্থার ডুবোজাহাজ টাইটান। পাঁচ ধনকুবের যাত্রীকে নিয়ে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া টাইটান সাবমেরিন পরিণত হয়েছে ধ্বংসাবশেষে। ১৮ জুন ২০২৩ টাইটান সাবমেরিনটি রওনা দিয়েছিল টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার জন্য। 'মাদারশিপ' থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে ডুব দেওয়ার পৌনে২ ঘন্টা পর মাদার শিপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।তারপর শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘ ৩-৪ দিন খোঁজার পর অবশেষে দেখা মিললো টাইটান এর ধ্বংসাবশেষ। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের ১৬০০ ফুট দূরে দেখা গেল টাইটান সাবমেরিনের ধ্বংসাবশেষ।মার্কিন উপকূল রক্ষা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে টাইটান সাবমেরিনটি দুমড়ে মুচড়ে গিয়েছে। এই দুর্ঘটনায় ব্রিটেনের ব্যবসায়ী হামেশ হার্ডিং, পাকিস্তানের ব্যবসায়ী শাহজাদা দাউদ তার ছেলে সুলেমান, ওসান গেট সংস্থার মুখ্য আধিকারিক স্টকটন রাশ এবং ফরাসি নাবিক পল হেনরি নারজিওলেট এর মৃত্যু হয়।

মার্কিন নৌবাহিনী জানায়, যখন মাদারশিপের সাথে টাইটান সাবমেরিনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয় তখন তারা একটা বিস্ফোরণের শব্দ পায়।

সাবমেরিনটির ধ্বংসাবশেষ উদ্ধার করার যাবে কিনা কেউ জানে না। যাত্রীদের মৃতদেহ উদ্ধার নিয়েও আছে দ্বন্দ্ব।

আসলে কি ঘটেছিল সেদিন?প্রশ্নটা মনে আসছে বার বার।আরও অনেক তথ্য জানতে পারবো ভবিষ্যতে। ইতিহাস সৃষ্টি করে দিলো আরও একটা ইতিহাস।

তথ্য ও ছবি সংগৃহীত




📣কি কি দক্ষতা লাগে ফ্রিল্যান্সিং করতে⤵️দক্ষতা না থাকলে ফ্রিল্যান্সিং করা যায় না।✔মোটামুটি ইংরেজি ভাষা জানা থাকতে হবে।   ...
23/06/2023

📣কি কি দক্ষতা লাগে ফ্রিল্যান্সিং করতে⤵️

দক্ষতা না থাকলে ফ্রিল্যান্সিং করা যায় না।
✔মোটামুটি ইংরেজি ভাষা জানা থাকতে হবে। ✔ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারার দক্ষতা থাকতে হবে,
✔ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
✔গুগল বা ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা থাকতে হবে।
এগুলো হলো নুন্যতম দক্ষতা যা অবশ্যই থাকতে হবে যদি কেউ ফ্রিল্যান্সার হতে চায়।
এই নুন্যতম দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই ভালো মানের প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।

এরপর যেকোনো একটা বিষয়ে বা একের অধিক বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। সেগুলো হলো ⤵️
✔️Photo editing
✔️video editing
✔️web design
✔️video animation
✔️coding,programming,,developing
✔️blogging
✔️social media managing
✔️marketing
✔️virtual assisting
আরো অসংখ্য কাজ রয়েছে
এখানে যে কোন একটা কাজে দক্ষতা অর্জন করলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ভালো হয় ।
মূলত কাজের দক্ষতার উপর নির্ভর করবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।




  📄📄কনটেন্ট রাইটিং  কি? কনটেন্ট রাইটিং  হলো একটা নির্দিষ্ট বিষয়কে তথ্য-উপাত্ত দিয়ে সাজিয়ে প্রেজেন্ট করা। অর্থাৎ কোন ব...
22/06/2023


📄📄কনটেন্ট রাইটিং কি?

কনটেন্ট রাইটিং হলো একটা নির্দিষ্ট বিষয়কে তথ্য-উপাত্ত দিয়ে সাজিয়ে প্রেজেন্ট করা। অর্থাৎ কোন বিষয়বস্তুকে বুঝিয়ে বলা বা বিস্তারিত বলা। কনটেন্ট অনেক রকম হতে পারে টেক্সট কনটেন্ট, ইমেজ কনটেন্ট, ভিডিও কনটেন্ট এবং ডক ফাইল।
সহজ করে যদি বলি কনটেন্ট রাইটিং মানে হলো ব্লগিং করা। অর্থাৎ ওয়েবসাইট তৈরি করে নিয়মিত লেখা পাবলিশ করা। এখন বলবেন লেখা পাবলিশ করে কি হবে?লেখা পাবলিশ করে আয় হবে।৷

📣কনটেন্ট মার্কেটিং কি ⤵️

কনটেন্ট মার্কেটিং হল ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ।কনটেন্ট মার্কেটিং এমন একটা কৌশল বা মাধ্যম, যেখানে প্রাসঙ্গিক এবং আকর্ষনীয় বিষয়বস্তু তৈরি করে অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে প্রচার করা।তাতে করে অধিক অডিয়েন্সদের কাছে পন্যের প্রচার করে আকর্ষিত করা এবং পন্য ক্র‍য়ে আগ্রহী করা যায়।

অনলাইন কনটেন্ট মার্কেটিং এর মূলত Blog article, eBooks,Social media post,Graphics, Video, Webiner ব্যবহার করা হয়।

📢📢কনটেন্ট রাইটিং করে কিভাবে আয় করা যায় ⤵️
কনটেন্ট রাইটিং করে আয় করতে গেলে দক্ষতা নির্ভর করে।যিনি যত দক্ষ তার ইনকাম তত বেশি।ফাইবার এবং আপওয়ার্ক এ কনটেন্ট রাইটিং করে ভালো আয় করা যায়।
ওয়েবসাইট তৈরি করে নিয়মিত লেখা পাবলিশ করে আয় করা যায়।
ওয়েবসাইট এ লেখা পাবলিশ করলে ভিজিটর তৈরি হবে।ভিজিটর তৈরি হয়ে গেলে বিভিন্ন এড কোম্পানির সহায়তায় আপনার সাইটে বিজ্ঞাপন প্রদর্শন করানো।ভিজিটর সেই বিজ্ঞাপন দেখলে আপনার ইনকাম হবে।

তাছাড়া ব্যক্তিগত ক্লায়েন্ট, এজেন্সি বা কোম্পানি,বিভিন্ন মার্কেটপ্লেসের মাধ্যমে কাজ করে আয় করা যায়।




আমার বর্ষা তেমন ভালো লাগেনা। কেন জানি মন খারাপের মত লাগে। আকাশটা কেমন কালো হয়ে থাকে। সারাদিন টিপ টিপ বৃষ্টি হয়, না হয় ...
19/06/2023

আমার বর্ষা তেমন ভালো লাগেনা। কেন জানি মন খারাপের মত লাগে। আকাশটা কেমন কালো হয়ে থাকে। সারাদিন টিপ টিপ বৃষ্টি হয়, না হয় অঝোর ধারায় ঝরে। মনে হয় সারাদিন কার জন্য শুধু মন কাঁদে।তাই আমার তেমন বেশি ভালোলাগে না এই বর্ষা টাকে।

আমার তো ভালো লাগে বর্ষার পরে যে ঋতু আসে তাকে। শরৎ❤️❤️ঋতুচক্রের মধ্যে তৃতীয় ঋতু হল শরৎ।বর্ষার শেষে আকাশের বুক থেকে কালো মেঘ বিদায় নেয়। নীল আকাশের বুকে শরতের সাদা মেঘ ভেসে বেড়ায়। এই শরৎকালের আকাশ থাকে নীল আর গাছপালা থাকে সবুজ।

"আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা/নীল আকাশে কে ভাসালে /সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা "... "কবিগুরু রবীন্দ্রনাথের " এই গানটি মনে বাজতে থাকে।

শরৎকালের নদী-নালা, পুকুর, জলাশয় সব জলে টইটুম্বুর হয়ে থাকে। আর সেখানে ফুটে থাকে বিচিত্র রকমের ফুল। নদীর ধারে কাশ ফুল ফুটে থাকে। ধানক্ষেত গুলো সবুজ হয়ে থাকে, সেই সবুজের ওপর বাতাস ঢেউ খেলে। ভরা নদীর বুকে মাঝি পালতোলা নৌকা নিয়ে গান ধরে। শিউলির গন্ধে আকাশ বাতাস ভরে ওঠে । বেজে ওঠে আগমনী সুর।

শরতের সকালে ঘাসের ডগায় দেখা যায় বিন্দু বিন্দু শিশির, সূর্যের আলোতে তা ঝিকমিক করে । প্রকৃতির কি অপরূপ রূপ। এটা যেন শুধু শরৎকাল এই দেখা যায়।

শরৎ যেমন প্রকৃতিতে উৎসব তৈরি করে। তেমন আনন্দময়ীর আগমনে মানুষের মনেও তৈরি করে এক আনন্দ উৎসব।বাড়ির আঙিনা আনন্দ উৎসবে ভরে ওঠে । কারণ তখন গৌরী বাপের বাড়ি বেড়াতে আসে। সে যেন এক অন্য রকম আনন্দ।

"আজি কি তোমার মধুর মুরতি
হেরিনু শারদ প্রভাতে!
হে মাত বঙ্গ, শ্যামল অঙ্গ
ঝলিছে অমল শোভাতে।
……………"কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর "


#শরৎকাল


Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pallabi Barua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pallabi Barua:

Share