Sume Akter

Sume Akter Hi, This is Sumi Akter. I am a Digital Markter.

14/04/2024
স্বপ্ন বড় দেখো,সব সময় ভালো চিন্তা কর,পরিশ্রম কর এবং যাত্রাপথকে উপভোগ করো।প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্...
27/03/2024

স্বপ্ন বড় দেখো,সব সময় ভালো চিন্তা কর,
পরিশ্রম কর এবং যাত্রাপথকে উপভোগ করো।

প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে যদি সে যা করছে তার প্রতি নিবেদিতপ্রাণ ও সত্যিকারের আন্তরিক হয়।

Canva দিয়ে Youtube thumbnail তৈরি করুন
16/11/2023

Canva দিয়ে Youtube thumbnail তৈরি করুন

ডিজিটাল মার্কেটিং কি?ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সো...
21/09/2023

ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার , ইন্সটাগ্রাম মার্কেটিং ইত্যাদি এবং হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।

আবার ইলেক্ট্রনিক মিডিয়া যেমন, টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরণের ডিজিটাল মার্কেটিং।

বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে । বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয়। তাই এর জন্য ডিজিটাল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। শুধু তা নয় এর মাধ্যমে অল্প সময়ে ব্যবসায় সফলতার আনতে পারে।

ডিজিটাল মার্কেটিং অনেক প্রকারের আছে। যেমন :
১. সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
২.এফিলিয়েট মার্কেটিং।
৩.ইমেইল মার্কেটিং।
৪.ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং।
৫.কন্টেন্ট মার্কেটিং।
৬.এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং ইত্যাদি।

Canva দিয়ে তৈরি করুন YouTube thumbnail...
31/08/2023

Canva দিয়ে তৈরি করুন YouTube thumbnail...

Content ইংরেজি শব্দ। এর অর্থ হলো বিষয়বস্ত। কোনো একটি বিষয়ের উপর বিস্তারিত বিভিন্ন তথ্য তুলে ধরার মাধ্যম বা প্রক্রিয়া।...
27/08/2023

Content ইংরেজি শব্দ। এর অর্থ হলো বিষয়বস্ত। কোনো একটি বিষয়ের উপর বিস্তারিত বিভিন্ন তথ্য তুলে ধরার মাধ্যম বা প্রক্রিয়া। সেটি হতে পারে ছবি, ভিডিওগ্ৰাফী, লিখিত কনটেন্ট, অ্যনিমেশন, অডিও পডকাস্ট ইত্যাদি।

বর্তমান সময়ে বেশি জনপ্রিয় কনটেন্ট হলো লিখিত কনটেন্ট। আর এই কনটেন্ট তৈরি হয় বিভিন্ন ব্লগ বা ওয়ার্ডপ্রেসে, ওয়েবসাইট, ফেসবুক পেইজ, ফেইসবুক গ্রুপ, ফেইসবুক পার্সোনাল আইডি, লিংকদীন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট ইত্যাদির মাধ্যমে এই সকল সাইটগুলোর মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর লিখিত তথ্য উপস্থাপন করা হয়, যাকে বলা হয় লিখিত কনটেন্ট।

আর ভিডিও কনটেন্ট গুলো তৈরি করা হয় বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ, টুইটার, লিংকদীন ইত্যাদি মাধ্যমে। আর ভিডিও কনটেন্ট গুলোর মূল উদ্দেশ্য হলো শিক্ষনীয় বিষয় এবং বিসনেস সম্পর্কিত তুলে ধরা। সেটি হতে পারে খাবারের ভিডিও, পন্যের ভিডিও ইত্যাদি।

তাই বর্তমানে ভিডিও কনটেন্ট এর চাহিদা বেড়েছে দ্বিগুণ। মানুষ এখন বিভিন্ন বিষয়ের উপর ও বেশ
আগ্ৰহী। যার ফলে ঘরে বসে অনলাইন ভিত্তিক শিক্ষার হার ও অনেকাংশে বেড়ে গিয়েছে।

তাই আমাদের প্রত্যেকেই উচিত মানসম্মত তথ্য তুলে ধরা। সেটি হতে পারে লেখার মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে। যাতে এক একটি লেখা ও ভিডিওর মাধ্যমে পজেটিভ তথ্য পেতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে।

পানিকে বিশুদ্ধ করার জন্য ফিল্টার রয়েছে।কিন্তু মানুষকে বিশুদ্ধ করার জন্য কী আছে?কাপড়ের ময়লা দূর করতে আছে সাবান কিংবা ডিটা...
07/08/2023

পানিকে বিশুদ্ধ করার জন্য ফিল্টার রয়েছে।কিন্তু মানুষকে বিশুদ্ধ করার জন্য কী আছে?কাপড়ের ময়লা দূর করতে আছে সাবান কিংবা ডিটারজেন্ট পাউডার। কিন্তু মানুষের ব্যর্থতা ময়লা দূর করতে কী আছে? কিছুই নেই। আপনি
মানুষ ;মানুষকে কোন যন্ত্র বিশুদ্ধ করতে পারে না।মানুষ সৃষ্টির সেরা জীব সে নিজেই নিজেকে বিশুদ্ধ করাতে পারে।এখন শুধু প্রয়োজন কিছু ক্ষমতার। সম্মানীত পাঠক,দেখুন তো আপনার মাঝে নিচের গুণ গুলো আছে কি না-
👉নিজের ভুল বের করার ক্ষমতা
👉ঝুকি নেয়ার ক্ষমতা
👉সমালোচনা সহ্য করার ক্ষমতা
👉ব্যর্থতা মেনে নেয়ার ক্ষমতা।
👉দোষস্বীকার করার ক্ষমতা
👉অন্যকে প্রশংসা করার ক্ষমতা
👉নিজের সেরাটুকু খুঁজে পাওয়ার ক্ষমতা।
👉যে কোন কাজে ধারাবাহিকতা রক্ষা করার ক্ষমতা।
🤗Happy freelancing ✨️

31/07/2023

সব স্বপ্ননের মহল একদিন মৃত্যুই ভেঙে দিবে।

জীবনে উন্নতি এর জন্য লক্ষ্য স্থির করুনআপনি কি বুঝতে পারছেন না কীভাবে লক্ষ্য স্থির করবেন ? নিজেকে ভালবাসুন। তাহলেই কিন্তু...
28/07/2023

জীবনে উন্নতি এর জন্য লক্ষ্য স্থির করুন
আপনি কি বুঝতে পারছেন না কীভাবে লক্ষ্য স্থির করবেন ?
নিজেকে ভালবাসুন। তাহলেই কিন্তু নিজের গুনগুলো চোখে পড়বে।

প্রতিটি মানুষেরই পৃথিবীতে আসার পিছনে কোন না কোন উদ্দ্যেশ্য আছে ।

সেই উদ্দ্যেশ্য টা কি , আপনি নিজেকে আর নিজের প্রতিটি কাজকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করলে খুঁজে পেয়ে যাবেন ।

তারপর সেই উদ্দ্যেশ্য পূরণ করার জন্য আপনি জোর কদমে সেই রাস্তায় হাঁটতে থাকুন।

আপনি রাস্তায় হাঁটার গতি কম রাখতে পারেন কিন্তু কখনই থেমে যাবেন না।
হাল ছাড়বেন না কয়েকটা কাজে সফল হয়ে নিজেকে বিশাল ভেবে পরবর্তী কাজগুলোতে ফাঁকি দেবেন না। তাহলে কোনোদিনই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আবার কিছু কাজে ব্যর্থ হয়েছেন বলে পরবর্তী কাজগুলো বন্ধ করে দেবেন না।

ধরুন আপনি একটা রাস্তায় চলতে শুরু করেছেন, অনেকটা রাস্তা এসেও গেছেন।

এরপর সামনেই একটা জঙ্গল বা রাস্তা দুর্গম দেখে আপনি যদি রাস্তায় চলা বন্ধ করে দেন তাহলে আপনি কি করে গন্তব্যস্থলে পৌঁছাবেন। তাই জীবনে চলার পথে অনেক বাধা আসবে, সব বাধা অতিক্রম করে নিজেকে সফল করতে হবে।

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Sume Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sume Akter:

Share