18/07/2024
আমি বড্ড অভিমানী, কেউ একটু গুরুত্ব কমিয়ে দিলে, আমি অনেকটা দূরত্ব বাড়িয়ে নেই;
আমি বড্ড হিসাবি, কেউ এক গুণ অ'বহেলা করলে, আমি দ্বিগুণ অ'বহেলা ফিরিয়ে দেই;
আমি বড্ড প্রানবন্ত, কেউ একটু আনন্দ দিলে, আমি সীমাহীন আনন্দে মাতিয়ে লই;
আমি বড্ড নরম হৃদয়ের, প্রিয় কেউ সামান্য আ'ঘাত করলে, আমি ভে'ঙ্গেচু'রে একাকার হয়ে যাই;
আমি বড্ড আত্মসম্মানবোধ সম্পন্ন, কেউ চিনেও না চেনার ভান করলে, আমি তার চেয়েও বেশি অচেনা ভাব ধরে চোখে চোখ রেখে, পাশ কাটিয়ে নেই;
আমি বড্ড স্বা'র্থপর, কেউ আমার খা'রাপ পরিস্থিতিতে আমাকে উ'পেক্ষা করলে, আমি তার খা'রা'প পরিস্থিতিতে তাকে সাহায্য করে তার নিম্ন মা'নসিকতা তাকে উপলব্ধি করিয়ে দেই;
আমি বড্ড ঠোঁ'টকাটা, কেউ আমার হাজার প্রশংসা করলে কিংবা আমার অতি প্রিয়জন হয়ে থাকলেও মুখের উপর সত্য কথা বলতে আমার কোনো চ'ক্ষুলজ্জা নাই;
আমি বড্ড বুঝদার, কেউ আমাকে বোঝার চেষ্টা না করলে, আমি তাকে বোঝার বৃ'থা চেষ্টা করি না কখনোই;
আমি বড্ড সাদামাটা, কেউ আমাকে ওয়েস্টার্ন পোশাকে দেখতে চেয়ে স্মার্ট আখ্যায়িত করার ইচ্ছাপোষণ করলে, আমি নব্বই দশকের বেশভূষা
স্বাচ্ছন্দ্যবোধ করি তাকে বুঝিয়ে দেই;
আমি বড্ড নিঃ'স্বার্থ, কেউ আমার বি'পদে এক পা এগিয়ে না আসলেও, আমি তার বি'পদে নিজের সবটা দিয়ে পাশে দাঁড়াই, চেনা-জানা মানুষগুলোর সুখের জন্য নিজের সব সুখ বি'সর্জন দিয়ে দেই;
আমি বড্ড ই'মোশনাল, কেউ আমার জন্য কিছু করুক আর না করুক, আমি দু-হাত ভরে সকলের জন্য করে দু'হাত ভরেই শূন্যতা কুড়াই, নিঃস্বার্থ ভাবে ভালোবেসে শুধুই বে'দনা বাড়াই;
আমি বড্ড নিখুঁত, কেউ আমার চোখে চোখ রাখতে পারুক আর না পারুক, আমি সর্বদা সবার চোখে চোখ রাখার পাশাপাশি দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে অ'দ্ভুত শান্তি পাই।