নীল ক্যাফের গল্প

নীল ক্যাফের গল্প I would like to inform every member of my family that my page is mainly about my family, everything we do is given to the family, mostly what we cook.
(8)

Hope you all will be active members of my family. Thanks everyone.

😍লালপরশ - Handmade চুড়ি😍🌿সম্পূর্ণ হাতের তৈরি কেমন হলো জানাবেন সবাই 🌿
27/08/2025

😍লালপরশ - Handmade চুড়ি😍
🌿সম্পূর্ণ হাতের তৈরি কেমন হলো জানাবেন
সবাই 🌿

এই পৃথিবীটা অনেক কঠিন। এখানে সহজ সরল মানুষের কোনো দাম নেই। যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবা...
19/08/2025

এই পৃথিবীটা অনেক কঠিন। এখানে সহজ সরল মানুষের কোনো দাম নেই। যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন, ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে।

অতিরিক্ত ভালোমানুষী দেখাতে গেলেই বিপদ। সবাই আপনার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাবে।

মুখের উপর উচিত জবাব দিলে লোকজন আপনাকে হয়তো খারাপ বলবে, কিন্তু কেউ আপনাকে ঠকাতে সাহস পাবে না।

Straight-forward এবং স্পষ্টবাদী হোন। কেউ আপনাকে Rude বলবে, কেউ আপনাকে Arrogant বলবে, কেউ বলবে বেয়াদব। বলুক! মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু Rude, Arrogant, বেয়াদব হওয়া ভালো। দুনিয়ার সব কিছুর সাথে আপোষ চলে, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না।

আপনার ভালোমানুষীর যোগ্য সবাই না। নরম মানুষকে সবাই পেয়ে বসে। যে যেমন ব্যবহারের যোগ্য তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিন, দিনশেষে আপনি ভালো থাকবেন।
না হয় পরে পচতাবেন।
তাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন আর নিজের সাথে অন্যায় হওয়া করা থেকে বিরত থাকুন এবং অন্যরা যাতে আপনার সাথে অন্যায় না করতে পারে রুখে দাঁড়ান।

আমাদের বাসায় সবার প্রিয় পাবদা মাছ 🐟
06/08/2025

আমাদের বাসায় সবার প্রিয় পাবদা মাছ 🐟

😋আজকে সারাদিন দিন যা  খাওয়া হলো😋
05/08/2025

😋আজকে সারাদিন দিন যা খাওয়া হলো😋

👶🌸 তৃতীয়বার নতুন প্রাণের ছোঁয়া... 🌸👶তিনবার সিজার... শরীরের ব্যথা যেমন নিজের, ঠিক তেমনি হৃদয়ের ভালোবাসাটাও অসীম।এবারও ...
05/08/2025

👶🌸 তৃতীয়বার নতুন প্রাণের ছোঁয়া... 🌸👶

তিনবার সিজার... শরীরের ব্যথা যেমন নিজের, ঠিক তেমনি হৃদয়ের ভালোবাসাটাও অসীম।

এবারও যন্ত্রণার মাঝেও মুখে হাসি রেখেছি, কারণ জানি—প্রতিটি কষ্টের শেষে একটুকরো জান্নাত আমার কোলে আসবে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ্‌র অশেষ রহমতে আমাদের ঘর আলোকিত হয়েছে এক নতুন অতিথির আগমনে।

মায়ের পরিচয়টা আরেকটু গাঢ় হলো, ভালোবাসাটা হল আরেকটু গভীর।
এই ছোট্ট প্রাণটার দিকে তাকালেই সব ক্লান্তি, সব ব্যথা যেন উধাও হয়ে যায়।
মা হওয়া সহজ নয়—বিশেষ করে বারবার সিজারিয়ান পেরিয়ে যাওয়া...
তবুও একজন মা কখনো হার মানে না।

🥺 মা হওয়ার যাত্রাটা যদি কখনও তোমাকেও ছুঁয়ে যায়, তাহলে একটা ❤️ রিয়্যাক্ট আর একটা ছোট্ট দোয়া কমেন্টে রেখে যেও।

📌 তৃতীয় সিজারিয়ানের পর তোমার অভিজ্ঞতা কেমন ছিল? কমেন্টে জানাও, হয়তো তোমার গল্পটাই কারো সাহস হয়ে দাঁড়াবে।

#মা #নবজাতক #সিজারিয়ানজার্নি #মায়েরভালোবাসা #জীবনেরনতুনঅধ্যায় #পোস্টডেলিভারি

🌼 শুভ সকাল 🌼ভোরের হালকা শিশির ভেজা মাটিতে নরম পায়ে হাঁটে একটুকরো ভালোবাসা…নিঃশব্দে ঝরে পড়ে শিউলি ফুলের শুভ্রতা —ঠিক তে...
05/08/2025

🌼 শুভ সকাল 🌼

ভোরের হালকা শিশির ভেজা মাটিতে নরম পায়ে হাঁটে একটুকরো ভালোবাসা…
নিঃশব্দে ঝরে পড়ে শিউলি ফুলের শুভ্রতা —
ঠিক তেমন করেই তোমার সকাল হোক প্রশান্তিময়,
তাজা আশা আর নির্ভেজাল ভালোবাসায় ভরা।

☀️ আজকের দিনটা হোক ফুলের মতো কোমল, সুবাসিত, আর শুভ।

#শুভ_সকাল #শিউলি_ফুল #ভোরের_শান্তি #সকালের_অনুভব #ভিউস_বাড়াও

👶🌙 রাত জাগা গল্প—একটি নবজাতকের মা-বাবার চোখে রাতের চাঁদরাত ৩টা বাজে... সবাই গভীর ঘুমে।কিন্তু এই ছোট্ট পরিবারে ঘুম নেই।এক...
04/08/2025

👶🌙 রাত জাগা গল্প—একটি নবজাতকের মা-বাবার চোখে রাতের চাঁদ

রাত ৩টা বাজে... সবাই গভীর ঘুমে।
কিন্তু এই ছোট্ট পরিবারে ঘুম নেই।
একদিকে নবজাতকের ক্ষুধার কান্না, অন্যদিকে ক্লান্ত চোখে মা-বাবার অবিরাম দৌড়ঝাঁপ।

মা হয়তো সারাদিনের কষ্টে অবসন্ন, তবুও একটিবার বাচ্চার মুখে দুধ তুলে দিতে পারেন বলেই যেন সব ব্যথা ভুলে যান।
বাবা হয়তো অফিস থেকে এসেই চোখের পাতা ফেলার আগেই কোলে তুলে নিচ্ছেন ছোট্ট রাজপুত্র বা রাজকন্যাকে—শুধু যেন মা একটু বিশ্রাম পায়।

এই যে রাত জেগে থাকা, কাঁধে ঘুমের ভার নিয়ে কান্না থামাতে চেনা-অচেনা সুরে গান গাওয়া,
এটাই তো নিঃস্বার্থ ভালোবাসা...
এটাই তো "অভিভাবক" হওয়ার প্রথম পাঠ।

শুধু মা-বাবা হলেই বোঝা যায়—একটি ছোট্ট প্রাণের জন্য রাত জাগা কষ্ট নয়, বরং সেটাই সবচেয়ে বড় ভালোবাসা। ❤️

👣 এই রাতগুলোই একদিন হয়ে উঠবে জীবনের মধুর স্মৃতি...
যখন সে হাঁটবে, বলবে, হাসবে—তখন মনে পড়বে আজকের এই জেগে থাকা রাতগুলো ছিল সোনালী অধ্যায়।
✅আমার এই সময়টাতে যেখানে সবাই আমার সাথে থাকার কথা সে ক্ষেত্রে শুধুমাত্র আলিফের বাবা একমাত্র বট গাছ হয়ে দিনের পর দিন রাতের পর রাত আমার সাথে রাত জেগে কাটিয়ে
যাচ্ছেন।✅
❤️ ধন্যবাদ আপনাকে❤️
Mostafa Kamal Khan Sohail

#নবজাতক #মা_বাবা #রাতজাগা #ভালোবাসা #নতুনজীবন

❤️পরিবারে নতুন অতিথি আগমন সবাই দোয়া করবেন আমার পন্টসি ও জান্টুসির জন্য।❤️👉আল্লাহ যেন ওদের নেক হায়াত ও নেক আমল দান করেন...
04/08/2025

❤️পরিবারে নতুন অতিথি আগমন সবাই দোয়া করবেন আমার পন্টসি ও জান্টুসির জন্য।❤️
👉আল্লাহ যেন ওদের নেক হায়াত ও নেক আমল দান করেন 👉

এক হাড়ি গরুর বিরিয়ানি ....
16/07/2025

এক হাড়ি গরুর বিরিয়ানি ....

শুভ সকাল ......
06/07/2025

শুভ সকাল ......

জল নীলাম্বরী ফুল ---গ্রাম বাংলায় এটাকে ফেনা ফুল বলা হয়ে থাকে ❤️💝
28/06/2025

জল নীলাম্বরী ফুল ---গ্রাম বাংলায় এটাকে ফেনা ফুল বলা হয়ে থাকে ❤️💝

☀️এই গরমে এক কাপ গরম কফি? না ভাই, দরকার এক গ্লাস ঠান্ডা আইস কফি! 🧊☕রোদ পুড়ে যখন শরীর ক্লান্ত, তখন একটা ঠান্ডা আইস কফি য...
26/06/2025

☀️এই গরমে এক কাপ গরম কফি? না ভাই, দরকার এক গ্লাস ঠান্ডা আইস কফি! 🧊☕

রোদ পুড়ে যখন শরীর ক্লান্ত, তখন একটা ঠান্ডা আইস কফি যেন এক চুমুকে প্রাণ জুড়িয়ে দেয়! আজ নিজেই ঘরে বানালাম সহজ রেসিপিতে ঘরোয়া আইস কফি — কোন ঝামেলা ছাড়াই মাত্র ৫ মিনিটেই রেডি!
চিন্তা করেন, কফির ঘ্রাণ, দুধের নরমাল স্বাদ আর বরফের ঠান্ডা ঝাঁজ একসাথে... স্বর্গীয়!

🥤 ঘরোয়া আইস কফি রেসিপি (মাত্র ৫ মিনিটে) 🧊☕

উপকরণ:

ইনস্ট্যান্ট কফি – ১ চা চামচ

চিনি – ১-২ চা চামচ (স্বাদ অনুযায়ী)

ঠান্ডা দুধ – ১ কাপ

বরফ – প্রয়োজনে ৫-৬ টুকরা

গরম পানি – ২ টেবিল চামচ

চকলেট সিরাপ (ঐচ্ছিক) – সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী:

প্রথমে একটি ছোট পাত্রে কফি, চিনি ও গরম পানি মিশিয়ে ফেটিয়ে নিন যতক্ষণ না ফেনা উঠে।

এবার ব্লেন্ডারে ঠান্ডা দুধ, বরফ ও ফেটানো কফি মিশ্রণ দিন। ভালোভাবে ব্লেন্ড করুন।

গ্লাসে বরফ দিন এবং চাইলে গ্লাসের পাশে চকলেট সিরাপ দিয়ে সাজান।

এরপর আইস কফি ঢেলে দিন, চাইলে উপরে হালকা ফেনা বা হুইপড ক্রিম দিতে পারেন।

পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ও মজাদার আইস কফি!

টিপস:
✅ বেশি ঘন কফি চাইলে বরফের পরিমাণ কম দিন।
✅ ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স বা চকলেট সিরাপ ব্যবহার করা যায়।

চাইলে আমি এখন এই রেসিপির ওপর ভিত্তি করে আপনার পেজের জন্য আকর্ষণীয় একটা ফেসবুক পোস্টও তৈরি করে দিতে পারি। ছবিও বানাতে পারি, বলুন শুধু!
#গরমেরআরাম #কফিপ্রেমী #রান্নারশখ #রান্নারপেজ

Address

Rashid Master's House
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when নীল ক্যাফের গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নীল ক্যাফের গল্প:

Share