Wrong love"""

Wrong love""" She knows my love is wrong but I know how pure my love is! Really i had never seen her face without by phone.

But every our every day i love her.This page only to express my love�����

যত সুন্দর ও নিরিবিলি পরিবেশে যায় তত বেশি প্রিয়ার কথা মনে পড়ে যায়। কোনো প্রাকৃতিক সৌন্দর্য আমাকে প্রিয়ার স্বরণ থেকে ফেরাত...
03/12/2024

যত সুন্দর ও নিরিবিলি পরিবেশে যায় তত বেশি প্রিয়ার কথা মনে পড়ে যায়।
কোনো প্রাকৃতিক সৌন্দর্য আমাকে প্রিয়ার স্বরণ থেকে ফেরাতে পারেনা।
যদিও প্রিয়া জানেনা তার বিহনে কিভাবে পুড়ছি আমি।
তাকে দেয়না অভিশাপ কারণ দোষী ছিলাম আমি!
HLM+ZHR💞

20/10/2024

জানিনা পেজ টা কবে বড় হবে এবং আমার লেখাগুলো প্রিয়ার কাছে পৌঁছবে!😥

কি অদ্ভুত বিষয় মানুষ মানুষকে স্বরণে রাখে রাজনৈতিক, অর্থনৈতিক,সামাজিক, পারিবারিক কারণে এবং তার প্রতিদান কিছুটা হলেও পায়।আ...
30/09/2024

কি অদ্ভুত বিষয় মানুষ মানুষকে স্বরণে রাখে রাজনৈতিক, অর্থনৈতিক,সামাজিক, পারিবারিক কারণে এবং তার প্রতিদান কিছুটা হলেও পায়।
আর আমি জানি একজন জানবে ও না তাকে প্রতিদিন প্রতি মুহুর্তে স্বরণে রাখি।
প্রতিদান তো দূরের বিষয়!
তবুও আমার নেই কোনো অলসতা নেই কোনো আক্ষেপ তাকে ভালোবাসতে পারা তাকে স্বরণে রাখাটা ও আমার স্বার্থকতা।
সে না জানলেও আমি জানি তাকে ভালোবাসি।
তাকে দূর থেকে দেখতে পায় মনের চোখে!

সত্যি প্রিয়া এতো সুন্দর পাহাড়, ঝর্ণা,আকাশ,নদী নির্মুল পরিবেশ কিছুই পারেনা তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে।জানি অনেক আগেই...
26/09/2024

সত্যি প্রিয়া এতো সুন্দর পাহাড়, ঝর্ণা,আকাশ,নদী নির্মুল পরিবেশ কিছুই পারেনা তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে।জানি অনেক আগেই তুমি নিজেকে গুছিয়ে নিয়েছো।পাল্টিয়ে ফেলেছো ঠিকানা কিন্তু আমার প্রতিদিনের জীবনে তোমাকে ভাবা ছাড়া আমার একটা দিন ও কাটেনা।

24/09/2024

ইচ্ছে ছিল তোমাকে বর্ণনা করব তাদের কথা যাদের কাছ থেকে কষ্ট পেলাম।
আজ আফসোস যারা কষ্ট দিয়েছে তাদের অস্তিত্ব আছে শুধু নেই তোমার কোনো অস্তিত্ব আমার জীবনে!
শুধু রয়েছে স্মৃতি আর স্মৃতি, 😥😥😥😥

21/08/2024

খুব জানতে ইচ্ছে করে প্রিয়া কেমন আছে।
কিন্তু জানতে চাওয়ার যোগ্যতা নেই।জানি প্রিয়া আমাকে এমন ঘৃণা করে যে ঘৃণা পৃথিবীতে কেউ কাউকে কোনদিন করেনি।কিন্তু এটাও সত্য প্রিয়া কে আমি যতটুকু ভালোবাসি পৃথিবীতে কেউ কাউকে এতো ভালোবাসেনি। প্রিয়ার সান্নিধ্যে থাকতে যতটুকু মনে ছিল তার চেয়ে হাজার গুণে প্রিয়া এখন এ মনে বসবাস করে।প্রিয়া কে প্রতিদিন প্রতি মুহুর্তে মনে পড়ে এমন কোনোদিন বা ঘন্টা যায়নি যে প্রিয়া কে ভূলে থেকেছি কোনোদিন।
হয়তো।প্রিয়া কে আমার ভালোবাসার জন্য মনে পড়ে না মনে পড়ে প্রিয়ার অপরুপ গুণের জন্য প্রিয়ার মতো মানুষের সান্নিধ্য পাবো জীবনে ও ভাবিনি। আবার প্রিয়াকে এতো কষ্ট দিবো তাও ভাবিনি।
দুইটা কারণ১ সে ছিল আমার স্বপ্নের মানুষ আর ২ তাকে জ্বালানোর যন্ত্রণা আমাকে প্রতিদিনই জ্বালায়।
কাউকে বলতেও পারিনা সয়তেও পারিনা।
প্রিয়া কেমন আছে কারো কাছে জিজ্ঞেস ও করিনা করলে যদি প্রিয়ার মান হানি হয় তাই।
কিন্তু না বলতে পারলেও আমার মন মানেনা আমি ঠিক ই প্রিয়ার গ্রামে চলে যায়। হাজারো ব্যস্ততার মাঝে।
তাকে না পেলেও সে যে মাটিতে বিচরণ করেছে আমি যায় সেখানে কিছুদিন পর পর।
সে কি জানে তার বাড়ির কাছ থেকে গিয়ে আমি বারবার নিরবে কেঁদে কেঁদে চলে আসি।
আজ সে নেই তার অনুমতির ও প্রয়োজন পড়েনা তার ঘাট থেকে ঠিক ই বিচরণ করে আসি।তার বাড়ির সামনের দোকানে চা খায় ছোট মসজিদে নামাজ পড়ি ছোট কবরস্থান দেখি ছেলেদের সাথে গল্প করি।
পার্থক্য শুধু একটায় পরিচয় টা গোপন রাখি।সবাইকে বলি আমি পণ্য ডেলিভারিতে আসি।
প্রিয়া যে ঠিকানা দিয়েছে সেইম ঠিকানা য় গিয়ে সব দেখি খুব ভালো লাগে অন্তত বাড়ি তো চিনি হয়তো একদিন দেখা হয়ে যাবে ঔ দুই টি চায়ের দোকানের সামনে।
খুব কষ্টে আছি প্রিয়ার খবর টাও নিতে পারিনা।
এটার চেয়ে কষ্টের বিষয় আর হয়না।

কিন্তু আমার খুব আফসোস হয় আমার তো ধারণা ছিলনা বিষয় টা এমন হবে আমি বলেছিলাম যে Don't be serious before know about me properly.
তারপরও যেহেতু সে ভূল বুঝলো আর কষ্ট পেলো। আমিও তো সুখ পায়নি তারপরও আমার সব দোষ মেনে নিলাম একটুও কি মায়া হয়না আমার প্রতি একটাবার কি সে খবর নিতে পারতো না আমার প্রতি।
আমি তো জানি তার বাড়ি যাওয়া কতটা রিস্কি এইতো ৩১/০৭/২০২৪ এ ও দেশের খারাপ অবস্থার মধ্যে ও প্রিয়ার এলাকার ধুলোর সূধা নিতে গিয়েছিলাম।
যাইহোক ভালো থাকুক আমার ভালোবাসা।
আল্লাহর কাছে সেই দোয়া করি সবসময়।
জানি প্রিয়া এটাও ভূল বুঝতে পারে বাট

12/06/2024

ভাগ্য জনিত কারণে আজ আমি তোমার ঘৃণার পাত্র।
তবুও যদি জানতে কতটুকু তোমায় ভাবি, তোমাকে কাঁদানোর অনুশোচনায় কাঁদি, তোমারি অভাবে রাত জাগি সত্যি একটু হলেও খবর নিতে এই অভাগার।
কিন্তু আমার কিছুই করার নেই কিছুই আর জানাবার নেই।সবি ভাগ্যের পরিহাসে শেষ শুধু রয়ে গেলো যন্ত্রণার অধ্যায় পরিচ্ছেদ😪😪😪😪😪😪😪
HLM 💝😪

03/06/2024

নিজের যত অশান্তি আছে সবকিছুর হয়তো শ্বান্তনা আছে কিন্তু কারো শান্তি নষ্ট করা বা কাউকে ঠকিয়ে (অনিচ্ছা বা ভূল বসত্) পরবর্তী নিজের যে অনুতাপের কষ্ট আছে তার কোনো শ্বান্তনা পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই।
I feel the pain!

HLM!

Address

Banarupa
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wrong love""" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share