04/07/2024
মুসলিমদের মধ্যে অধিকাংশ, আলেমদের নিকট বা মুমিনদের নিকট দোয়া চেয়ে থাকেন।
সকল আলেম বা মুমিনরা ৫ ওয়াক্ত সালাত আদায় করে থাকেন এবং সালাতে তাশাহুদ[অর্থাৎ আত্তাহিয়্যাতু] পড়েন।সালাতে তাশাহুদ পড়া ওয়াজিব।কেউ যদি পড়তে ভুলে যায়;সালাতের শেষে সাহু-সিজদাহ দিতে হয়।অন্যথায় সালাত শুদ্ধ হবে না;পুনরায় সালাত আদায় করতে হবে।
উক্ত তাশাহুদে আমরা কি পড়ি তা অধিকাংশ মুসলিম বা মুসল্লীরা জানি না।যেহেতু দোয়া বিষয়ক লিখা;তাই আমি তাশাহুদের দোয়া বিষয়ক অংশটির অনুবাদ আপনাদের নিকট তুলে ধরতে চাই।
*ٱلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا ٱلنَّبِيُّ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ، ٱلسَّلَامُ عَلَيْنَا وَعَلَىٰ عِبَادِ ٱللَّٰهِ ٱلصَّالِحِينَ০
অর্থ:হে নবী, আপনার উপর আল্লাহ’র শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।আমাদের উপর এবং সৎকর্মশীল বান্দাদের উপর আল্লাহ’র শান্তি বর্ষিত হোক।*
তাশাহুদের উপরের অংশটুকু লক্ষ্য করি,প্রথমত সকল মুসল্লীগণ মহানবী সা: কে সালাম প্রদান করেন।দ্বিতীয়ত,নিজেদের উপর এবং সৎকর্মশীল বান্দাদের জন্য দোয়া করে থাকেন।
পৃথিবীর যেই প্রান্তের মুসল্লীই সালাত আদায় করুক না কেন;সবাই কিন্তু উক্ত দোয়াটি করে থাকেন।
এখন আসল বিষয় হলো, সকল মুসল্লীগণ উক্ত দোয়া করে থাকেন।আমরা যদি তাঁদের সেই দোয়ার সাথে নিজেকে আবদ্ধ রাখতে চাই বা তাঁদের দোয়ায় শামিল হতে চাই।
তাহলে দুটি শর্ত:
১.নিয়মিত সালাত আদায় করতে হবে।
২.সৎকর্মশীল বান্দার অন্তর্ভুক্ত হওয়া লাগবে।
যারা সালাত আদায় করে না এবং অসৎকর্মশীল তাদের জন্য উক্ত দোয়া করা হয় না।
হে মহান আল্লাহ,আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন।