
10/04/2025
আশিক চৌধুরী তার গোটা ক্যারিয়ারে যতগুলো অপর্চুনিটিকে ব্রেক আউট করে এই ভেঙে পরা দেশের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে স্পিচ দিচ্ছে, ততগুলো অপুর্চিনিটি আপনি আর আমি পেলে হয়তো দেশের মা-বোনকে গালি দিয়ে 'বিদেশে' আয়েশের জীবন পালন করতাম।
নিচে তার কিছু প্রতিফলন দিলাম।
1. ২০০৭ সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোর টেরিটরি অফিসার
2. ২০০৭ এর শেষের দিকে 'স্টান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকের ফিনানশিয়াল প্ল্যানিং ডিভিশন' ম্যানেজার
3. ২০১২ সালে 'আমেরিকান এয়ারলাইন্সের' ফিনানশিয়াল এনালিস্ট
4. ২০১৯ এ একই প্রতিষ্ঠানের ইউরোপ এন্ড এশিয়ার 'হ্যাড অফ ফিন্যান্স'
5. গ্রামীণ টেলিকম ট্রাস্টের এডভাইজার
6. ২০২৪ সালে 'হংকং ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের' অ্যাসোসিয়েট ডিরেক্টর
মজার ব্যাপার হচ্ছে এই লোকের আবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও আছে। ২০২৪ এ এসে United state এর মেমপিস শহরের প্রায় ৪২,০০০ ফিট উপর থেকে বাংলাদেশের পতাকা 🇧🇩 হাতে নিয়ে ফ্রি-ফল করে গিনেসে নাম লিখেছেন এই আশিক চৌধুরী।
অথচ এত কিছুর পরেও গর্দভের মত মুখ উঠিয়ে একটা ভঙ্গুর দেশের হাল ধরতে চলে এসেছেন। মাথায় দেশপ্রেম নামক গোবর ঠাসা আশিকের মত এই লোকগুলোর না জানি কবে খানিক চুরি-বাটপারির শিক্ষা ধিক্কা হবে কে জানে।
©