Hafiz Misbah

Hafiz Misbah If Allah wants to do good to somebody, he afflicts him with trials.alhamdulilla for everything

📍 সুলতান আহমেদ সানজারের সমাধী — মার্ভ, তুর্কমেনিস্তান 🕌একজন মহান সেলজুক সুলতান, ইসলামের রক্ষাকর্তা ও জ্ঞান-সাহিত্যের পৃষ...
21/07/2025

📍 সুলতান আহমেদ সানজারের সমাধী — মার্ভ, তুর্কমেনিস্তান 🕌

একজন মহান সেলজুক সুলতান, ইসলামের রক্ষাকর্তা ও জ্ঞান-সাহিত্যের পৃষ্ঠপোষক আহমেদ সানজার তাঁর জীবনের শেষ ঠিকানা খুঁজে পেয়েছেন মরুভূমির মাঝে এক নীরব, গৌরবময় প্রান্তরে— মার্ভ, তুর্কমেনিস্তানে।

🕌 তাঁর সমাধিটি শুধু একটি কবর নয়, বরং একটি সভ্যতার স্মারক, একটি সোনালি যুগের নিঃশব্দ সাক্ষী।
১২শ শতাব্দীতে নির্মিত এই স্থাপত্য কীর্তি আজো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন ইতিহাসের পাতায় সেলজুক গৌরবের ছাপ রেখে যাচ্ছে।

✨ তিনি ছিলেন সেলজুক সাম্রাজ্যের শেষ শক্তিশালী সুলতান, যিনি জ্ঞানী আলেমদের আশ্রয় দিতেন, বিচার ব্যবস্থায় সুবিচার প্রতিষ্ঠা করতেন এবং শত্রুর মুখে ইসলামকে রক্ষা করতেন।

📸 এক নজরে দেখলেই বোঝা যায়—ইতিহাসের ধ্বংসস্তূপের মাঝেও কতটা মর্যাদার সঙ্গে দাঁড়িয়ে আছে এই সমাধি।
স্মরণ করুক বিশ্ব, ভুলে না যাক সেলজুকদের ইতিহাস, ভুলে না যাক সুলতান সানজারকে।

#সেলজুক #ইতিহাস #ইসলামিক_গৌরব #মার্ভ #সুলতান_সানজার

আলহামদুলিল্লাহ ‼️ এমন বরকতময় মজলিসে বসার সৌভাগ্য হলো ।🥰জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার কামিল ১ম পর্ব (হাদিস,ফিক...
16/07/2025

আলহামদুলিল্লাহ ‼️
এমন বরকতময় মজলিসে বসার সৌভাগ্য হলো ।🥰

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার কামিল ১ম পর্ব (হাদিস,ফিকহ, তাফসির ) ও ফাজিল ১ম বর্ষের সবক অনুষ্ঠান।🤍
স্থানঃ আলমগীর খানকাহ শরীফ, ষোলশহর,চট্টগ্রাম।

আলহামদুলিল্লাহ।‼️নিজ কর্মস্থল চিকদাইর নেয়াজ গাজী শাহ রহঃ সুন্নিয়া দাখিল মাদরাসা 'র দাখিল পরীক্ষার ফলাফল- ২০২৫A+ সহ শতভাগ...
10/07/2025

আলহামদুলিল্লাহ।‼️
নিজ কর্মস্থল চিকদাইর নেয়াজ গাজী শাহ রহঃ সুন্নিয়া দাখিল মাদরাসা 'র দাখিল পরীক্ষার ফলাফল- ২০২৫
A+ সহ শতভাগ পাস।

11/05/2025

আল্লাহ তায়ালার সৃষ্টির তুলনা হয়না। 🤍🥰

যখন ভ্রমণ করতে যাই আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি দেখে
Nur Sajjad ভাই এবং শায়ের আরিফুল ইসলাম ভাইয়ের হামদে বারী তায়ালা টি মুখ থেকে বের হয়ে যায়।🤍

১৯২৪ সালের ৩রা মার্চ ই'হু'দি দালাল বিবেচিত মোস্তফা কামাল পাশা আনুষ্ঠানিকভাবে উসমানী খিলাফত বিলুপ্ত ঘোষণা করে। শেষ উসমানী...
11/03/2025

১৯২৪ সালের ৩রা মার্চ ই'হু'দি দালাল বিবেচিত মোস্তফা কামাল পাশা আনুষ্ঠানিকভাবে উসমানী খিলাফত বিলুপ্ত ঘোষণা করে। শেষ উসমানী খলিফাকে ফ্রান্সের নীস শহরে নির্বাসিত করা হয়!

ছবিতে, ফুয়াদ পাশা, উসমানি খিলাফাহ'র একজন সেনাপতি। যখন ই'হু'দি দালাল বিবেচিত কামাল আতাতুর্ক খিলাফত বিলুপ্তির ঘোষণা দেয়, তখন সংবাদটা শোনার সাথে সাথে মহান মানুষটা মুখে হাত দিয়ে বসে পড়েন। খিলাফাহ বিলুপ্তিতে পুরো মুসলিম উম্মাহর হাহাকারটাই ছবিতে ফুটে উঠেছে!

৩রা মার্চ, ১৯২৪ থেকে ৩রা মার্চ, ২০২৫

খিলাফত বিহীন ১০১ বছর পূর্ণ হলো!😞

24/01/2025

🤍"মদিনা ওয়ালা'র দেশত আশেক যহন যাই"‼️🥰

কত মায়া নিয়ে Nur Sajjad ভাই এই নাত শরীফটি লিখেছেন‼️🤍
এই নাতে মোস্তফাটিতে এক ধরনের মায়া জড়িয়ে আছে।🥀💔

‼️পুরো নাম- তাজুল মুলুক আবু সাঈদ বুরি ইবনে আইয়ুব ইবনে শাযি, ডাকনাম- বুরি যা তুর্কিতে বরু বলা হয়। এর অর্থ নেকড়ে।জন্ম- ১১৬...
15/01/2025

‼️পুরো নাম- তাজুল মুলুক আবু সাঈদ বুরি ইবনে আইয়ুব ইবনে শাযি, ডাকনাম- বুরি যা তুর্কিতে বরু বলা হয়। এর অর্থ নেকড়ে।
জন্ম- ১১৬৩ খ্রিষ্টাব্দ(৫৫৬ হিজরি)
উপাধি- মাজদুদ্দিন ‼️

‼️সালাহ্উদ্দিন আইয়ুবির কনিষ্ঠ ভাই। ছিলেন বীরযোদ্ধা ও কবি। তাঁর একটি কবিতার বইও ছিল।(বিস্তারিত দেখুন: ইবনে খাল্লিকান, ওয়াফায়াতুল আ'আয়ান; আহমদ ইবনে ইবরাহিম আল- হাম্বলি, শিফাউল কুলুব ফি মানাকাবি বানি আইয়ুব)

মৃত্যু- ১১৮৩ খ্রিষ্টাব্দ(৫৭৯ হিজরি)‼️


̈rü

‼️বর্তমান সময়ের ২১ বছরের ছেলেপুলেগুলা অধিকাংশই হয় মাম্মি-ড্যাডি টাইপ,মানে একটু লেদা-গেদা টাইপ,এখনো দিন-দুনিয়া বুঝেই নাই।...
22/12/2024

‼️বর্তমান সময়ের ২১ বছরের ছেলেপুলেগুলা অধিকাংশই হয় মাম্মি-ড্যাডি টাইপ,মানে একটু লেদা-গেদা টাইপ,এখনো দিন-দুনিয়া বুঝেই নাই। ২১ বছর বয়সে হয়তো তার সর্বোচ্চ অর্জন কোনো একটা মেয়ের মন জয় করা,কখনো সেটাও না পেরে নিজেকে অসহায়,অপদার্থ ভাবা!অথচ চিন্তা করুন আমাদের অতীতের ২১ বছর বয়সী একটা ছেলে ইতিহাস গড়েছিলো রাজ্য জয় করে‼️ মুহাম্মাদ আল ফাতিহ।

বলতেই পারি,তার মতো রাজমহলে বেড়ে উঠলে আমরাও এই-সেই রাজ্য জয় করতে পারতাম। বিশ্বাস করুন,কখনোই না।আমরা যদি রাজপ্রাসাদে বেড়ে উঠতাম,তাহলে সেই রাজপ্রাসাদ আমাদের হাতেই ধ্বংস হইতে সময় লাগতো না।‼️

হাসান উলুবাতলী। যার জন্ম কোনো রাজপ্রাসাদে হয়নি। কিন্তু ইতিহাস তাকেও স্বরন করে।যখনি কনস্টান্টিনোপল বিজয়ের গল্প কারো মুখে উচ্চারিত হয় সাথে সাথে তার নামটাও উচ্চারিত হয়।মাত্র ২১ বছর বয়সেই কন্সটান্টিনোপলের দেয়ালে আরোহন করে বিজয়ের পতাকা তুলে ধরেন এবং শহীদ হন এই হাসান উলুবাতলী‼️

‼️মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা সালাহুদ্দিন আইয়ুবি (রহ) মাজার শরীফ, দামেস্ক, সিরিয়া (...
09/12/2024

‼️মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা সালাহুদ্দিন আইয়ুবি (রহ) মাজার শরীফ, দামেস্ক, সিরিয়া (১৮৯৮)।

পাশ্চাত্যে তিনি সালাদিন বলে পরিচিত। শামে ইউরোপীয় ক্রুসেডারদের বিরুদ্ধে তিনি মুসলিম প্রতিরোধের নেতৃত্ব দেন। ক্ষমতার সর্বোচ্চ শিখরে তার সালতানাতে মিশর, সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন এবং উত্তর আফ্রিকার অন্যান্য অংশ অন্তর্ভুক্ত ছিল।

১১৯৩ সালে তিনি দামেস্কে মৃত্যুবরণ করেন। তার অধিকাংশ সম্পদ তিনি প্রজাদের দান করে যান। উমাইয়া মসজিদের পাশে তাকে দাফন করা হয়।
#হারিয়ে_যাওয়া_ইসলামের_ইতিহাস 💙‼️

৬ই ডিসেম্বর ১৯৯২সালকতিপয় উগ্রপন্থী হিন্দুদের হাতে শহীদ হন আমাদের বাবরি মসজিদ। ইসলাম একটি গাছ। সেই গাছকে মাটিতে পুঁতে দি...
06/12/2024

৬ই ডিসেম্বর ১৯৯২সাল
কতিপয় উগ্রপন্থী হিন্দুদের হাতে শহীদ হন আমাদের বাবরি মসজিদ।
ইসলাম একটি গাছ। সেই গাছকে মাটিতে পুঁতে দিলে তার প্রতিটি অংশ থেকে এক একটি বৃক্ষের জন্ম হয়।
সেই বাবরি মসজিদের ইট থেকে ১০০টি+ মসজিদের জন্ম হয়েছে।
যারা বাবরি মসজিদ শহীদ করলেন, তারা ধীরে ধীরে ইসলামের ছায়াতলে এসেছেন।
বাবরি মসজিদের কিছু অজানা ইতিহাস…
১৪৯৩সাল বাংলার সুলতান হুসাইন শাহ দি গ্রেট (রহ) জৌনপুর সালতানাদকে দখল করে। ১৫২৭সাল তৈমুরীয় মুঘল সাম্রাজ্যের সাথে মিত্রতা করতে হুসাইন শাহের ছেলে ৩য় মাহমুদ শাহ দি গ্রেট দি ফল (রহ) বাদশাহ বাবরের নামে বাবরি মসজিদ নির্মাণ করেন।

#ইসলামের_হারিয়ে_যাওয়া_ইতিহাস ‼️

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎‼️লেবাননী বংশোদ্ভূত বিশ্ববিখ্যাত সুফী ইসলামিক স্কলার আওলাদে রাসূল শায়খ না...
05/12/2024

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎

‼️লেবাননী বংশোদ্ভূত বিশ্ববিখ্যাত সুফী ইসলামিক স্কলার আওলাদে রাসূল শায়খ নাযিম আল হাক্কানীর জামাতা ও খলিফা লেবাননের কাব্বানী পরিবারের অন্যতম সদস্য, কুতুবুল মুতাসাররিফ শায়খ সৈয়দ হিশাম কাব্বানী কিছুক্ষণ পূর্বে আমেরিকার মিশিগানে ওফাত প্রাপ্ত হোন।

জীবদ্দশায় হাজার হাজার অমুসলিমকে ইসলামের ছায়াতলে এনেছেন।

আল্লাহ শায়খকে জান্নাতের উঁচু মাক্বাম নসিব করুক।‼️

💙🤲🏻

‼️আলহামদুলিল্লাহ, চিকদাইর হযরত নেয়াজ গাজী শাহ  সুন্নিয়া দাখিল মাদ্রাসার ২০২৪ সালের নূরানী একাডেমি এবং ইবতেদায়ী তৃতীয় শ...
03/12/2024

‼️আলহামদুলিল্লাহ, চিকদাইর হযরত নেয়াজ গাজী শাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসার ২০২৪ সালের নূরানী একাডেমি এবং ইবতেদায়ী তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলমানের কিছু খন্ড চিত্র ‼️

দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে যোগ্য আলেম ও নাগরিক তৈরির
প্রত্যয়ে..
আপনার সন্তানের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমাদের মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করিয়ে কোরআন হাদিস এর সাথে সাথে আধুনিক পদ্ধতি বাংলা ইংরেজি গণিত শিক্ষা করে উভয় জাহান কামিয়াবি করুন ,আমিন ‼️

Address

Chittagong

Telephone

+8801863594846

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafiz Misbah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hafiz Misbah:

Share