
23/07/2025
🌸ছোট্ট ডানা গুলো আর উড়বে না♥
ছোট ছোট পা, ব্যাগে বই,
হাসিমুখে সকালে তারা এসেছিল কই?
মাইলস্টোনের আঙিনায় যে সুর বাজতো রোজ,
আজ সেখানে কেবল নিস্তব্ধ বিষাদময় রোদ।
একটি প্লেন নেমে এলো হঠাৎ
না ডাক, না সংকেত, না কোনো আভাস,
শিশুদের স্বপ্ন মাটির নিচে—
অন্ধকারে হারালো নিরব বিশ্বাস।
মা বলেছিল, “ভালো করে খাতা লিখিস”
বাবা বলেছিল, “সাবধানে রাস্তা পার হবি”
কিন্তু কে জানতো আজ হবে শেষ দেখা,
জীবনের বইটা ওদের অর্ধেকেই রবে রাখা।
তারা কিছুই বোঝেনি, বুঝতেও দেয়নি
এক ঝলকে সব কেড়ে নিলো কপালের রেখা,
আল্লাহ তুমি জান্নাতের জানালায় রাখো
এই ছোট্ট ফুলগুলোকে নিঃশব্দ দেখা।
আজ আমরা কাঁদি, কাঁদে আকাশ-পাতাল
স্কুল ব্যাগগুলো পড়ে আছে, নিঃশব্দ কাল,
আর ফেরে না তারা, আর বাজে না গান
ডানাগুলো ভেঙে গেছে—আছে শুধু শূন্যতা আর বেহিসাব প্রাণ।