04/06/2024
#মৈত্রী ভাবনাঃ
১। অহং অবেরো হোমি,অব্যাপজ্জা হোমি,অনীঘো হোমি সুখি অত্তানং পরিহরামি।অহং বিয় ময়হং আচারিয়োপজ্বায়া,মাতাপিতরো হিতসত্বা,মজ্ঝত্তিক সত্বা,বেরী সত্বা অবেরা হোন্তু,অব্যাপজ্জা হোন্তু,অনীঘা হোন্তু সুখি অত্তানং পরিহরন্তু দুক্খা মুঞ্চন্ত য়থালব্ধ সম্পত্তিতো মা বিগচ্ছন্তু কম্মস্সকা।
#বাংলা:- আমি শত্রুহীন হই,বিপদহীন হই,কায়িক মানসিক দুঃখহীন হই, সুখে বাস করি।আমার ন্যায় আমার আচার্যগুরু,শিক্ষাগুরু,মাতাপিতা,কল্যাণকামী সত্বগন,মধ্যস্থ সত্বগন(কল্যাণ-অকল্যাণহীন),ক্ষতিকারী সত্বগন শত্রুহীন হোক,বিপদহীন হোক,কায়িক মানসিক দুঃখহীন হোক সুখে বাস করুক,দুঃখ থেকে মুক্ত হোক,প্রাপ্ত সম্পত্তি ভোগে বঞ্চিত না হোক,সত্বগন কর্মের অধীন।
২। ইমস্মিং বিহারে,ইমস্মিং গোচরাগামে,ইমস্মিং নগরে,ইমস্মিং জনপদে,ইমস্মিং বঙ্গদেশে,ইমস্মিং জম্বুদ্বীপে,ইমস্মিং পঠবিয়ং,ইমস্মিং চক্কবালে ইস্সরজনা সীমট্ঠক দেবতা।সব্বে সত্তা অবেরা হোন্তু,অব্যাপজ্জা হোন্তু, অনীঘা হোন্তু,সুখি অত্তানং পরিহরন্তু, দুক্খা মুঞ্চন্ত য়থালব্ধ সম্পত্তিতো মা বিগচ্ছন্তু কম্মস্সকা।
#বাংলা:- এই বিহারে,এই বিচরনস্থানে,এই শহরে,এই গ্রামে,এই বাংলাদেশে,এই জম্বুদীপে,এই পৃথিবীতে,এই চক্রবালে সীমান্ত রক্ষাকারী দেবতা ও দেবরাজগন সহ সকল সত্বগন শত্রুহীন হোক, বিপদহীন হোক,কায়িক মানসিক দুঃখহীন হোক,সুখে বাস করুক,দুঃখ থেকে মুক্ত হোক, প্রাপ্ত সম্পত্তি ভোগে বঞ্চিত না হোক,সত্বগন কর্মের অধীন।)
৩। পুরত্থিমায় দিসায়,দক্খিনায় দিসায়,পচ্ছিমায় দিসায়,উত্তরায় দিসায়,পুরত্থিমায় অনুদিসায়,দক্খিনায় অনুদিসায়,পচ্ছিমায় দিসায়,উত্তরায় অনুদিসায়,হেট্ঠিমায় দিসায়,উপরিমায় দিসায়, সব্বে সত্তা,সব্বে পাণা,সব্বে ভুতা,সব্বে পুগ্গলা,সব্বে অত্তভাবা পরিয়াপন্না,সব্বে ইত্থিয়ো,সব্বে পুরিসা,সব্বে আরিয়া,সব্বে আনারিয়া,সব্বে দেবা,সব্বে মনুস্সা,সব্বে অমুস্সা,সব্বে বিনিপাতিকা,অবেরা হোন্তু,অব্যাপজ্জা হোন্তু,অনীঘা হোন্তু,সুখী অত্তানং পরিহরন্ত,দুক্খা মুঞ্চন্ত য়থালব্ধ সম্পত্তিতো মা বিগচ্ছন্তু কম্মস্সকা।
#বাংলা:-পুর্বদিকে, দক্ষিনদিকে, পশ্চিমদিকে, উত্তরদিকে পুর্বকোণে, দক্ষিনকোণে, পশ্চিমকোণে, উত্তরকোণে, উর্ধদিকে, নিম্মদিকে সকল সত্ব সকল প্রাণী সকল ভুত,সকল ব্যক্তি, সকল তির্যকপ্রাণী, সকল নারী,সকল পুরুষ,সকল আর্য,সকল অনার্য,সকল দেবতা,সকল মনুষ্য,সকল অমনুষ্য,চার অপায়ের সকল সত্বগন শত্রুহীন হোক,বিপদহীন হোক,কায়িক মানসিক দুঃখহীন হোক,সুখে বাস করুক,দুঃখ থেকে মুক্ত হোক,যথালব্ধ সম্পত্তি হতে বঞ্চিত না হোক,কর্মই একমাত্র নিজস্ব।
৪। পুরত্থিমস্মিং দিসাভাগে সন্তি গন্ধব্বানং মহিদ্ধিকা, তেপি মং (আমাকে)অমহে(আমাদের) অনুরক্খন্তু আরোগ্যেন সুখেন চ।
দক্ষিনস্মিং দিসাভাগে সন্তি কুম্ভানং মহিদ্ধিকা,তেপি মং/অমহে অনুরক্খন্তু আরোগ্যেন সুখেন চ।
পচ্ছিমস্মিং দিসাভাগে সন্তি নাগা মহিদ্ধিকা,তেপি মং/অমহে অনুরক্খন্তু আরোগ্যেন সুখেন চ।
উত্তরস্মিং দিসাভাগে সন্তি য়ক্খা মহিদ্ধিকা,তেপি মং/অমহে অনুরক্খন্তু আরোগ্যেন সুখেন চ।
#বাংলা:- পুর্বদিকে যে সকল ঋদ্ধিমান গন্ধর্বগন, দক্ষিনদিকে যে সকল ঋদ্ধিমান কুম্ভগন,পশ্চিমদিকে যে সকল ঋদ্ধিমান নাগগন,উত্তরদিকে যে সকল ঋদ্ধিমান যক্ষগন আছেন তারা আমাকে/আমাদেরকে বিপদআপদ,কায়িক-মানসিক দুঃখ নিরাময় ও সুখে রক্ষা করুন।)
৫। পুরত্থিমেন ধতরট্ঠো,দক্খিণেন বিরুলহকো, পচ্ছিমেন বিরূপাক্ষ,কুবেরো উত্তরং দিসং। চত্তারো তে মহারাজা লোকপালা য়সস্সিনো তেপি মং/অমহে অনুরক্খন্তু আরোগ্যেন সুখেন চ।
#বাংলা:- সুমেরু পর্বতের পুর্বদিকে ধৃতরাস্ট্র, দক্ষিনদিকে বিরূঢ়ক, পশ্চিমদিকে বিরূপাক্ষ এবং উত্তরদিকে কুবের। এই চারিজন যশস্বী লোকপাল মহারাজ দেবতা আছেন।তাহাঁরা আমাকে/আমাদেরকে বিপদআপদ,কায়িক মানসিক দুঃখ নিরাময় ও সুখে রক্ষা করুন।)
৬। আকাসট্ঠা চ ভূম্মট্ঠা দেব নাগা মহিদ্ধিকা,
তেপি মং/অমহে অনুরক্খন্তু আরোগ্যেন সুখেন চ।
ইদ্ধিমন্তা চ য়ে দেবা বসন্তা ইধ সাসনে,তেপি মং/অমহে অনুরক্খন্তু আরোগ্যেন সুখেন চ।
#বাংলা-আকাশবাসী ও ভুমিবাসী যে সকল ঋদ্ধিমান দেবতা নাগগন আছেন তাহাঁরা আমাকে/আমাদেরকে বিপদআপদ, দুঃখ নিরাময় ও সুখে রক্ষা করুন।
বুদ্ধশাসন রক্ষাকারী যে সকল ঋদ্ধিমান দেবতাগন আছেন তাহাঁরা আমাকে/আমাদের বিপদ-আপদ,দুঃখ নিরাময় ও সুখে রক্ষা করুন।)
৭। নক্ষত্ত, য়ক্ষা, ভুতানং, পাপগ্গহ নিবারনা,
পরিত্তাসানুভাবেন হন্তু তেসং উপদ্দবে।
চত্তারো তে মহারাজা সক্কো চ পি সুরাপরে,
অনুমোদিত্বা ইমং পুঞঞং চিরং রক্খন্তু সদ্ধম্ম সাসনং,মং পরং'তি।
#বাংলাঃ- নক্ষত্র,যক্ষ,ভুত,পাপগ্রহ প্রভৃতি উপদ্রব সমুহ এই পরিত্রান প্রভাবে নিবারন হোক।চারলোকপাল মহারাজা আমার কৃত সমস্ত পুন্যরাশি অনুমোদন করিয়া বুদ্ধ শাসনকে এবং আমাকে রক্ষা করুন।)
#ভগবান_বুদ্ধ_বলেছেন সকল জীবে ক্ষমা মৈত্রী দয়া পোষন কর,মৈত্রী ভাবনা কর,মৈত্রী ভাবনার ফলে ত্রিলোক জয় করা যায় এবং ১১টি ফল লাভ হয়...
১.সুখে নিদ্রা যায়।
২.সুখে নিদ্রা হতে উথিত হয়।
৩.অশুভ দুঃসপ্ন দর্শন করে না।
৪.মানুষের প্রিয় হয়।
৫.নাগ যক্ষ প্রেত প্রভৃতি অমনুষ্যদের প্রিয় হয়।
৬.দেবগন রক্ষা করে।
৭.অগ্নি বিষ ও অস্ত্র প্রয়োগে মৃত্যু হয়না।
৮.ভাবনা করিলে সহজে চিত্ত সমাধিস্হ হয়।
৯.মুখমন্ডল উজ্জল প্রসন্ন বর্ণবান হয়।
১০.শান্তিতে সজ্ঞানে দেহত্যাগ করেন।
১১.মৃত্যর পর ব্রক্ষলোকে উৎপন্ন হয়।