Personal Page

Personal Page Everyone please support me. Pleas Like & follow my page
Thanks to all. "শুভ হোক আগামী দিনের পথচলা"
(2)

03/09/2024

"1" থেকে "999" পর্যন্ত ইংরেজি
বানানে "A" অক্ষর টা কোথাও
খুঁজে পাওয়া যায় না।
"A" অক্ষর টা সবার প্রথমে
"THOUSAND" এই দেখতে পাওয়া যায়।
ইংরেজি বর্ণমালার প্রথম
অক্ষর হয়েও তাকে
অপেক্ষা করতে হয়েছে।
"999"জন পর তার নাম্বার এসেছে।
তাহলে আপনার এত জলদি কিসের?
শান্ত হয়ে, ধৈর্য ধরতে শিখুন,
আপনার নাম্বারও ঠিক আসবে।
সময় আর সুযোগ সবাই পাবে
কিন্তু একটু ধৈর্য ধরতে হবে।
আর হ্যাঁ, আপনাকে কিন্তু
সৎ হতে হবে।
সৎ না হলে এই সুযোগটা কখনোই পাবেন না।


#গল্পকথা #ছোটগল্প

03/09/2024
04/06/2024

#মৈত্রী ভাবনাঃ

১। অহং অবেরো হোমি,অব্যাপজ্জা হোমি,অনীঘো হোমি সুখি অত্তানং পরিহরামি।অহং বিয় ময়হং আচারিয়োপজ্বায়া,মাতাপিতরো হিতসত্বা,মজ্ঝত্তিক সত্বা,বেরী সত্বা অবেরা হোন্তু,অব্যাপজ্জা হোন্তু,অনীঘা হোন্তু সুখি অত্তানং পরিহরন্তু দুক্খা মুঞ্চন্ত য়থালব্ধ সম্পত্তিতো মা বিগচ্ছন্তু কম্মস্সকা।

#বাংলা:- আমি শত্রুহীন হই,বিপদহীন হই,কায়িক মানসিক দুঃখহীন হই, সুখে বাস করি।আমার ন্যায় আমার আচার্যগুরু,শিক্ষাগুরু,মাতাপিতা,কল্যাণকামী সত্বগন,মধ্যস্থ সত্বগন(কল্যাণ-অকল্যাণহীন),ক্ষতিকারী সত্বগন শত্রুহীন হোক,বিপদহীন হোক,কায়িক মানসিক দুঃখহীন হোক সুখে বাস করুক,দুঃখ থেকে মুক্ত হোক,প্রাপ্ত সম্পত্তি ভোগে বঞ্চিত না হোক,সত্বগন কর্মের অধীন।

২। ইমস্মিং বিহারে,ইমস্মিং গোচরাগামে,ইমস্মিং নগরে,ইমস্মিং জনপদে,ইমস্মিং বঙ্গদেশে,ইমস্মিং জম্বুদ্বীপে,ইমস্মিং পঠবিয়ং,ইমস্মিং চক্কবালে ইস্সরজনা সীমট্ঠক দেবতা।সব্বে সত্তা অবেরা হোন্তু,অব্যাপজ্জা হোন্তু, অনীঘা হোন্তু,সুখি অত্তানং পরিহরন্তু, দুক্খা মুঞ্চন্ত য়থালব্ধ সম্পত্তিতো মা বিগচ্ছন্তু কম্মস্সকা।

#বাংলা:- এই বিহারে,এই বিচরনস্থানে,এই শহরে,এই গ্রামে,এই বাংলাদেশে,এই জম্বুদীপে,এই পৃথিবীতে,এই চক্রবালে সীমান্ত রক্ষাকারী দেবতা ও দেবরাজগন সহ সকল সত্বগন শত্রুহীন হোক, বিপদহীন হোক,কায়িক মানসিক দুঃখহীন হোক,সুখে বাস করুক,দুঃখ থেকে মুক্ত হোক, প্রাপ্ত সম্পত্তি ভোগে বঞ্চিত না হোক,সত্বগন কর্মের অধীন।)

৩। পুরত্থিমায় দিসায়,দক্খিনায় দিসায়,পচ্ছিমায় দিসায়,উত্তরায় দিসায়,পুরত্থিমায় অনুদিসায়,দক্খিনায় অনুদিসায়,পচ্ছিমায় দিসায়,উত্তরায় অনুদিসায়,হেট্ঠিমায় দিসায়,উপরিমায় দিসায়, সব্বে সত্তা,সব্বে পাণা,সব্বে ভুতা,সব্বে পুগ্গলা,সব্বে অত্তভাবা পরিয়াপন্না,সব্বে ইত্থিয়ো,সব্বে পুরিসা,সব্বে আরিয়া,সব্বে আনারিয়া,সব্বে দেবা,সব্বে মনুস্সা,সব্বে অমুস্সা,সব্বে বিনিপাতিকা,অবেরা হোন্তু,অব্যাপজ্জা হোন্তু,অনীঘা হোন্তু,সুখী অত্তানং পরিহরন্ত,দুক্খা মুঞ্চন্ত য়থালব্ধ সম্পত্তিতো মা বিগচ্ছন্তু কম্মস্সকা।

#বাংলা:-পুর্বদিকে, দক্ষিনদিকে, পশ্চিমদিকে, উত্তরদিকে পুর্বকোণে, দক্ষিনকোণে, পশ্চিমকোণে, উত্তরকোণে, উর্ধদিকে, নিম্মদিকে সকল সত্ব সকল প্রাণী সকল ভুত,সকল ব্যক্তি, সকল তির্যকপ্রাণী, সকল নারী,সকল পুরুষ,সকল আর্য,সকল অনার্য,সকল দেবতা,সকল মনুষ্য,সকল অমনুষ্য,চার অপায়ের সকল সত্বগন শত্রুহীন হোক,বিপদহীন হোক,কায়িক মানসিক দুঃখহীন হোক,সুখে বাস করুক,দুঃখ থেকে মুক্ত হোক,যথালব্ধ সম্পত্তি হতে বঞ্চিত না হোক,কর্মই একমাত্র নিজস্ব।

৪। পুরত্থিমস্মিং দিসাভাগে সন্তি গন্ধব্বানং মহিদ্ধিকা, তেপি মং (আমাকে)অমহে(আমাদের) অনুরক্খন্তু আরোগ্যেন সুখেন চ।
দক্ষিনস্মিং দিসাভাগে সন্তি কুম্ভানং মহিদ্ধিকা,তেপি মং/অমহে অনুরক্খন্তু আরোগ্যেন সুখেন চ।
পচ্ছিমস্মিং দিসাভাগে সন্তি নাগা মহিদ্ধিকা,তেপি মং/অমহে অনুরক্খন্তু আরোগ্যেন সুখেন চ।
উত্তরস্মিং দিসাভাগে সন্তি য়ক্খা মহিদ্ধিকা,তেপি মং/অমহে অনুরক্খন্তু আরোগ্যেন সুখেন চ।

#বাংলা:- পুর্বদিকে যে সকল ঋদ্ধিমান গন্ধর্বগন, দক্ষিনদিকে যে সকল ঋদ্ধিমান কুম্ভগন,পশ্চিমদিকে যে সকল ঋদ্ধিমান নাগগন,উত্তরদিকে যে সকল ঋদ্ধিমান যক্ষগন আছেন তারা আমাকে/আমাদেরকে বিপদআপদ,কায়িক-মানসিক দুঃখ নিরাময় ও সুখে রক্ষা করুন।)

৫। পুরত্থিমেন ধতরট্ঠো,দক্খিণেন বিরুলহকো, পচ্ছিমেন বিরূপাক্ষ,কুবেরো উত্তরং দিসং। চত্তারো তে মহারাজা লোকপালা য়সস্সিনো তেপি মং/অমহে অনুরক্খন্তু আরোগ্যেন সুখেন চ।

#বাংলা:- সুমেরু পর্বতের পুর্বদিকে ধৃতরাস্ট্র, দক্ষিনদিকে বিরূঢ়ক, পশ্চিমদিকে বিরূপাক্ষ এবং উত্তরদিকে কুবের। এই চারিজন যশস্বী লোকপাল মহারাজ দেবতা আছেন।তাহাঁরা আমাকে/আমাদেরকে বিপদআপদ,কায়িক মানসিক দুঃখ নিরাময় ও সুখে রক্ষা করুন।)

৬। আকাসট্ঠা চ ভূম্মট্ঠা দেব নাগা মহিদ্ধিকা,
তেপি মং/অমহে অনুরক্খন্তু আরোগ্যেন সুখেন চ।
ইদ্ধিমন্তা চ য়ে দেবা বসন্তা ইধ সাসনে,তেপি মং/অমহে অনুরক্খন্তু আরোগ্যেন সুখেন চ।

#বাংলা-আকাশবাসী ও ভুমিবাসী যে সকল ঋদ্ধিমান দেবতা নাগগন আছেন তাহাঁরা আমাকে/আমাদেরকে বিপদআপদ, দুঃখ নিরাময় ও সুখে রক্ষা করুন।
বুদ্ধশাসন রক্ষাকারী যে সকল ঋদ্ধিমান দেবতাগন আছেন তাহাঁরা আমাকে/আমাদের বিপদ-আপদ,দুঃখ নিরাময় ও সুখে রক্ষা করুন।)

৭। নক্ষত্ত, য়ক্ষা, ভুতানং, পাপগ্গহ নিবারনা,
পরিত্তাসানুভাবেন হন্তু তেসং উপদ্দবে।
চত্তারো তে মহারাজা সক্কো চ পি সুরাপরে,
অনুমোদিত্বা ইমং পুঞঞং চিরং রক্খন্তু সদ্ধম্ম সাসনং,মং পরং'তি।

#বাংলাঃ- নক্ষত্র,যক্ষ,ভুত,পাপগ্রহ প্রভৃতি উপদ্রব সমুহ এই পরিত্রান প্রভাবে নিবারন হোক।চারলোকপাল মহারাজা আমার কৃত সমস্ত পুন্যরাশি অনুমোদন করিয়া বুদ্ধ শাসনকে এবং আমাকে রক্ষা করুন।)

#ভগবান_বুদ্ধ_বলেছেন সকল জীবে ক্ষমা মৈত্রী দয়া পোষন কর,মৈত্রী ভাবনা কর,মৈত্রী ভাবনার ফলে ত্রিলোক জয় করা যায় এবং ১১টি ফল লাভ হয়...

১.সুখে নিদ্রা যায়।
২.সুখে নিদ্রা হতে উথিত হয়।
৩.অশুভ দুঃসপ্ন দর্শন করে না।
৪.মানুষের প্রিয় হয়।
৫.নাগ যক্ষ প্রেত প্রভৃতি অমনুষ্যদের প্রিয় হয়।
৬.দেবগন রক্ষা করে।
৭.অগ্নি বিষ ও অস্ত্র প্রয়োগে মৃত্যু হয়না।
৮.ভাবনা করিলে সহজে চিত্ত সমাধিস্হ হয়।
৯.মুখমন্ডল উজ্জল প্রসন্ন বর্ণবান হয়।
১০.শান্তিতে সজ্ঞানে দেহত্যাগ করেন।
১১.মৃত্যর পর ব্রক্ষলোকে উৎপন্ন হয়।

24/05/2024

Good morning/bom Dia/selamat pagi
Have a blessed day everyone
Reuse reduce recycle

আজ (২৪/০৫/২০২৪ইং) শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মৈত্রী বনবিহারে  অনুষ্ঠিত অনুষ্ঠানে গিয়ে.......
24/05/2024

আজ (২৪/০৫/২০২৪ইং) শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মৈত্রী বনবিহারে অনুষ্ঠিত অনুষ্ঠানে গিয়ে.......

সেকালে আমরা.......
19/05/2024

সেকালে আমরা.......

Mandarin orange = মালটাGolden apple = আমড়াRose apple = জামরুলWood apple = কৎবেলSugar apple = তালElephant apple = চালতাCh...
08/05/2024

Mandarin orange = মালটা
Golden apple = আমড়া
Rose apple = জামরুল
Wood apple = কৎবেল
Sugar apple = তাল
Elephant apple = চালতা
Cherimoya = আতাফল
Apricot = খুবানি
Sharon fruit = গাব
Shaddock = জাম্বুরা
Cluster fig = ডুমুর
Sugar palm = তাল
Karonda = করমচা
Gooseberry = আমলকী
Sapodila = সফেদা
Longan = লটকন
Muskmelon = বাঙ্গী
Carambola starfruit = কামরাঙ্গা
Belerica = হরতকি

26/04/2024

Neval Beach Chittagong (26/04/2024.

(সংগৃহীত) **মানসিক ভাবে ভালো থাকার উপায়**    গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নি। গাধাও মোট বয় না, ধোপারা এককালে জোর...
26/04/2024

(সংগৃহীত)
**মানসিক ভাবে ভালো থাকার উপায়**
গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নি। গাধাও মোট বয় না, ধোপারা এককালে জোর করে কাজটি করাতো। হিসেব মত সিংহীও দুধ দেয়, সিংহও ওজন বইতে সক্ষম। কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে।

ওই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করবে। সেই সিংহ, যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা। উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু।

অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা। অতিরিক্ত ভালো মানুষরা কারোর কাছে গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করেও হাসিমুখে কাউকে ভালোবাসতে থাকো, তুমি তার চোখে 'গাধা' ছাড়া আর কিছুই হবে না। যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা। কারুর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মত হতেই হয় ।

মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়। যাকাত দিবেন বলে কথা দিয়েও হয়তো কয়েকজনকে দেন নাই অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না।

নিরেট সত্যটি হচ্ছে-অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত।
আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় :
দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়।
মাদক ব্যাবসা করতো বা করে বা ভালো হয়ে গিয়েছে এমন বন্ধু বা পরিচিত কাউকে কখন ও বিশ্বাস করবেন না । এরা বেইমানী করবেই কারনে অকারনে ।
একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না।

প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।
কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না।
সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না। এমনকি বেঁচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছুড়ে আসতে পারে। তাই বেঁচে থাকতেই ১০০% এর সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়।

করণীয় কী ?
১) অসুস্থ না হলেও মেডিকেল চেকআপ করুন।
২) অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।
৩) মানুষকে ক্ষমা করে দিন।
৪) রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন কেউ-ই রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে-আবডালে পাগলা বলে ডাকে।
৫) পিপাসার্ত না হলেও পানি পান করুন।
৬) সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়।
৭) যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন, হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান। আর তাকে বুঝতে দিন, সেই আপনার সবচেয়ে আপন। কারণ, আপনার সবরকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে।
৮) ক্ষমতাধর হলেও বিনয়ী হোন।
৯) আর্থিক সঙ্গতি থাকলে আর সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে নিজের দেশ এমনকি ভিন্নদেশকে দেখতে বেড়িয়ে পড়ুন। দান করুন ।
১০) ধনী না হলেও তৃপ্ত থাকুন।
১১) মাঝে মাঝে ভোরের সূর্যোদয় ,রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টির পানিতে বছরে একবার হলেও ভিজবেন। আর দিনে ১০ মিনিট হলেও শরীরে রোদ লাগাবেন।
১২) মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন আর ৩০ মিনিট হাঁটুন। আর মহান সৃষ্টিকর্তাকে নিয়মিত সকাল বিকাল স্মরণ করুন। মিথ্যা ত্যাগ করুন ।
১৩.সর্বদা হাসিখুশি থাকুন। সুযোগ পেলেই কৌতুক পড়বেন। পরিবারের সবার সঙ্গে মজার ঘটনাগুলো শেয়ার করবেন। মাঝে মাঝে প্রাণবন্ত ভাবে হাসবেন।
১৪) সবার সাথে মিশবেন ছোটো বড় ভাববেন না।
--------------
(লেখাটি "WORLD MENTAL HEALTH DAY"
উপলক্ষে প্রকাশিত জার্নাল থেকে নেয়া , কিছুটা পরিমার্জিত)
(লেখাটি সুন্দর তাই নিজের টাইম লাইনে যত্নে রাখলাম)

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Personal Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Personal Page:

Share