10/07/2025
সম্পর্কে ননদ হলেও সে আমার চেয়ে বয়সে বড়।তার বয়স ২৪+..
সে মারাত্মক লেভেলের সুন্দর।এটা লিখে বুঝানো যাবে না যে সে কতো সুন্দরী।তাকে দেখে কেউ বলবে না সে বাংলাদেশী।তার হাইট ৫ ফিট ৫".... সাধারণ বাংলাদেশী মেয়েদের তুলনায় সে বেশ লম্বা।এছাড়াও,তার গায়ের রংও যেমন ফর্সা সেরকম বাংলাদেশীরা হয়না।এটার ১ টা কারণ আছে।
আমার নানি শ্বাশুড়ি অর্থাৎ আমার শ্বাশুড়ির মা ইরানী ছিলেন।সম্ভবত আমার ননদ তার নানির জিন পাইছে।এটা আমার ধারণা,নইলে বাঙালি মেয়ে আমি এমন দেখিনি।।
আমার শ্বাশুড়ি বেঁচে নাই।পরিবারে থাকে আমার শ্বশুর, আমার দেবর, আমি আর ননদ।আমার স্বামী ঢাকায় চাকরি করে,সে মাসে ২/১ বার আসে গ্রামে।শুনেছি, ৩ বছর ধরে আমার ননদের বিয়ে দিতে চাচ্ছে কিন্তু হচ্ছেনা।আমার ননদকে যে দেখে সেই পছন্দ করে,নানা ঝামেলা হয়।এরজন্য আমার স্বামী তাকে ঘর থেকেই বের হতে দেয়না।সারাদিন ঘরে বন্দির মতো থাকে,বড়জোর ছাদে ওঠে।অনার্স শেষ করছে,মাস্টার্স আর পড়াবে না আমার স্বামী।
আমার চাচাতো দেবর ১ জন সে আমার ননদকে বিয়ে করতে ভীষন পাগল।হাত টাত কে*টে ফেলার ইতিহাসও তার আছে। কিন্তু,আমার স্বামী দিবেনা কারণ তাদের সাথে জায়গা জমি নিয়ে ঝামেলা আছে।এছাড়া আমার স্বামীর বন্ধু একজন,সে আর্মি অফিসার, সেও বিয়ে করতে চায়।
আর আমার বড় ভাইও বেশ ঝামেলা করে তাকে বিয়ে করার জন্য। আমার মাও চায় তাকে ছেলের বউ বানাতে।কিন্তু,আমার স্বামী রাজি না।সে তার বন্ধুর কাছে দিবে।কিন্তু,কাউকে সরাসরি কিছু জানাচ্ছেনা।
কারণ,ননদের বিয়ে ঠিক হলেই পাত্রপক্ষ ১ দম জানপ্রাণ দিয়ে ফেলে।কিন্তু,পরে বিয়ে আর হয়না।তাদের যে কেউ ফোন করে ভেটো দেয়।হু*মকি দেয়।
আমার স্বামীর ধারণা এই কাজটা করে তার চাচাতো ভাই।কিন্তু শ্বশুরের ধারণা এটা কোনো জিন-ভূত ঘটিত বিষয়।সে মেয়েকে নানান জায়গা থেকে হুজুরের পানি পড়া, হাবিজাবি এসব এনে দেয়,ঘর বন্ধ করায়।হাজার হাজার টাকা খরচ করে।
আমারও শুরুর দিকে এটা মনে হতো।কারণ, আমার ননদের গায়ে অনেক দাগ টাগ দেখা যায়।যেন কেউ ব্যাথা দিছে এমন।
আমার স্বামী উল্টা তাকে বকা দেয় বলে ও নিজেই খামচি দিয়ে টিয়ে দাগ বানায়।বিয়ে ভাঙার জন্য।আমার স্বামীর ধারণা চাচাতো ভাইয়ের সাথে তার প্রেম।
কিন্তু,আমি দেখছি পিঠেও দাগ যেখানে তার হাত পৌঁছানো সম্ভব না।আর সে কারো সাথে কথা বলে না।একা একা বসে বসে নিঃশব্দে কাঁদে।আমি চেষ্টা করেছি মিশার।কিন্তু,মিশতে পারিনি শুরুতে,সে তেমন কথা বলেনা।সবসময় ডিপ্রেশনে থাকে।আমার ইদানীং জিন বাদেও আরেকটা জিনিস মনে হয় যেটা আমি কারো কাছে শেয়ার করতে পারছি না ভয় এবং লজ্জায়।
আমার ছোট দেবর।তার বয়স ২২... সে নেশা করে বন্ধুদের সাথে।যেটা আমার স্বামী জেনে ৮/৯ মাস আগে একবার তাকে মার*ছিলো ভীষন।এরপর সে চিল্লায় গেছে।ফিরে এসে ১ দম ভাইয়ের সামনে ভালো সেজে ফেলছে।তবে,আমার ধারণা এখনো করে। কারণ আমি তাকে ফোনে কথা বলতে শুনেছি।এছাড়া সে খারাপ মেয়েদের কাছেও যায়।এটাও আমি শুনেছি চাচী শ্বাশুড়ির কাছ থেকে।উনি আমাকে বলে,তুমি সাবধানে থেকো তোমার দেবরের চরিত্র ভালো না।এছাড়াও, সে পাতিনেতা দের সাথে ঘুরে।অর্থাৎ, সে ভালো ছেলে না।আমার মাঝেমাঝে মনে হয়,জিনভূত কিছু না সেই তার বোনের গায়ে হাত দেয়।
একটা মানুষ আরো খারাপ হলেও এত নিচ কাজ করতে পারে না আমি জানি।কিন্তু,আমার এটা মনে হওয়ার কারণ আছে।আমার ননদ আমার স্বামীকে সমীহ করে কিন্তু ভয় পায়না।নিজে থেকেই এসে জড়িয়ে ধরে ভাই অনেক দিন পর বাড়ি এলে।অথচ,ও ছোট ভাইয়ের সামনে জীবনেও যায়না।যথাসম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করে।ছোট দেবর রোজ বাড়িতে থাকেনা।সপ্তাহে সপ্তাহে আসে।তখন সে একপ্রকার পালিয়ে বেড়ায়।তার চোখ মুখ শুকিয়ে যায়।এছাড়া তাদের ২ জনের রুম পাশাপাশি। মাঝে একটা কমন দরজা।যেটা লক সিস্টেম।একপাশ দিয়ে লক করলেও চাবি থাকলে অপর রুম থেকে খোলা যায়। আরো আগে,১ বার আমার ননদ আমার রুমে ঘুমাতে আসতে চাইছিলো এই দেবর আসায়।কিন্তু আমি তখন তাকে জায়গা দেইনাই।
কারণ,আমার তখন তার উপর রাগ ছিলো।যেহেতু আমার নিজের বড়ভাই বাড়িতে পাগলামি করতেছিলো তাকে বিয়ে করার জন্য তাই আমার তাকে বিরক্ত লাগতো।মনে হতো,সে নিশ্চয়ই আমার ভাইয়ের সাথে ফ্লার্ট করছে,নাহয় খামোখা আমার ভাই এমন অশান্তি করছে কেন? কিন্তু এখন আমি বুঝি প্রেম করার মতো মানসিক স্টেবেলিটি তার নাই।তাকে শুরুতে অহংকারী, মুডি মনে হলেও এখন দেখি সে একদমই ভীতু।তার কোনো ম্যাচুরিটি নাই।তার কোনো মোবাইলও নাই।আমার স্বামী দেয়না। ভাবে,চাচাতো ভাইয়ের সাথে যোগাযোগ করবে।
সে কোনো কাজও করতে পারে না ঠিক মতো।খায়ও না ঠিকমতো।আমি তাকে ধমক দিলে দেখি সে প্রতিবাদ করতে পারেনা,সে কথাই বলতে পারেনা গুছিয়ে।কিন্তু,ছোটভাইকে যেমন ভাবে ভয় পায় সেটা চোখে লাগার মতো।আমার চোখে এটা ভীষন ভাবে লাগছে।নিজের আপন ছোট ভাইকে সে এত ভয় কেন পাবে?
আমার স্বামীকে কিছুটা ইঙ্গিত দিলে সে বলে,,ওর জেদ বেশি এরজন্য ওকে ভয় পায়।
এখন আমার ননদকে আমি আমার রুমে ঘুম পাড়াই।
এখন তার গায়ে আর কোনো দাগ টাগও হয়না।প্রায়শই মাঝরাতে ঘুম ভাঙলে দেখি সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছে।আমার জামা ভিজে যায় চোখের পানিতে।এরজন্য, আমার অনেক মায়া লাগছে।
সে যেহেতু কারো সাথে মিশেনি তাই সে ভীষন ইন্ট্রোভার্ট।মাও নাই।ছোট থেকে বাড়িতে একাই সে মেয়ে মানুষ। কারো কাছে কিছু শেয়ারও করতে পারেনা।আরো ইন্ট্রোভার্ট হয়ে গেছে।আমার দেবর সে বাড়ি এসেই বোনকে জড়িয়ে ধরতে চায়,আর ছাড়েই না।এর হাবভাব আমার ভাল্লাগে না।বোনের দিকে মানুষ এভাবে তাকায় না।সারাক্ষন একটা ছুঁতো খুঁজে ধরার।
আমার ১ দম একে অসহ্য লাগে।কিন্তু,আবার মাঝেমাঝে মনে হয়, এটা কি সম্ভব আদো? আমি যা ভাবি এমন টা কি হতে পারে...এই নোংরা কাজ সে কিভাবে করবে।সে তো আজ অবধি আমাকে কোনো বাজে ইঙ্গিত দেয়নি।বাইরে যাই করে ঘরে তো ভালো ব্যবহার ই করে।আর,নিজের বড় বোনকে। এরপর,নিজের উপরই লজ্জা লাগে যে এসব কি সন্দেহ করি।
জানিনা আমার পোস্ট পড়ে হয়তো আমাকে অনেকে গা*লি দিবেন যে এত নিচ কেন আমার চিন্তা।কিন্তু বিশ্বাস করুন,এমন সন্দেহ করার যথেষ্ট কারণ ছিলো বলেই এটা আমার মাথায় এসেছে।
আমার ননদ যাকে সরাসরি কিছু আমি জিজ্ঞেস করতে পারছিনা।দাগ কিভাবে হয় জিজ্ঞেস করলে বলে,জানিনা।এটা বলে,কাঁদে।সে তার বাবাকে বলবে না কেন, যদি ঘরের কেউ এমন করে।আবার মনে হয় সে মানসিক ভাবে দূর্বল।তাকে হয়তো হু*মকি দেয়।আবার মনে হয়,ছিঃ এমন সন্দেহ অমূলক।আসলেই হয়তো জিন আছে।
আমি চাই,তাকে মানসিক ডাক্তার দেখাতে।কিন্তু,আমার স্বামী রাজি না।সে আমাকে অনেক গা*লি দিছে।বলে,আমার বোন কি পাগল নাকি?
এদিকে আমার বড় ভাই সে আরো যন্ত্রনা দিচ্ছে আমাকে। আমি যেন আমার স্বামীকে রাজি করাই,সে বিয়ে করতে চায়।এর যন্ত্রনাটা আরো অতিষ্ঠ হচ্ছি।আমার মাকে বলছি,এই মেয়ের সাথে জিন আছে।এটা শুনে মা দমছে।কিন্তু,বড় ভাই থামছে না।সে বলে,জিন ভূত ১০০ টা থাকলেও আমি ওরেই বিয়ে করবো।
এখন আমি সন্তানাম্ভবা।আমি তো বাবার বাসায় যেতে হবে।আমার ইচ্ছে হচ্ছে না ননদকে একলা এবাড়িতে রেখে যেতে।আবার,আমার সাথে নিয়ে যাওয়াও সম্ভব না আমার বড় ভাইয়ের কারণে।আমার স্বামী বলে,তোমার ভাই আমার বোনকে জ্বালাতন করবে তোমাদের বাড়ি গেলে।তার থেকে ভালো ও বাড়িতেই থাকুক,ছোটভাইকে বলবো সে যেন বাড়ি তে টানা থাকে কয়েকমাস।তাহলে একটা নিরাপত্তা। বাবা তো বুড়া মানুষ।
আমি কার সাথে আলোচনা করবো।কাকে কি বলবো।কিছুই বুঝতে পারছিনা।কারে বললে উপকার হবে,কি পদক্ষেপ নিবো।
হিতে বীপরীত হবে নাতো? নতুন বউ আমি।বিয়ের এক বছর ৩ মাস মাত্র।যদি আমার উপরই রাগ করে সবাই?
আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করুন।
আমার ননদ সে বয়সে বড় হলেও একদমই বোকা ধাঁচের মেয়ে।যাকে আমিও যদি কখনো মার*ধর করি সে সেটা বড় ভাইয়ের কাছে বিচার দিতে পারবে না এমনই বোকা।তাকে ১ টা মিথ্যা গল্প মজা করে বললেও সে ধরতে পারেনা ভাবে সত্যি।
২ মাস ধরে মোটামুটি সে আমার রুমে ঘুমায়।আমি তার খেয়াল রাখি।সে একদম হাঁসের বাচ্চার মতো আমার পিছু পিছু ঘুরে।আমিই তাকে গল্প শোনাই,তাকে রান্না শিখাই।সে বাচ্চাদের মতো তা অনুসরণ করে।কিন্তু,কথা বলে না।চুপচাপ সব শোনে,করে।
তার জন্য আমি অনেক টান অনুভব করতেছি।পোস্টটা লিখতে যেয়েও আমার চোখে পানি আসছে।জানিনা আমি হয়তো,বুঝাতে পারিনাই। আমি কি করবো এখন পরামর্শ চাই।যদি জিনঘটিত কোনো বিষয় হয় তাহলেও বা সমাধান কি?
( নাম প্রকাশে অনিচ্ছুক )