08/05/2025
যারা বাসায় যেয়ে প্রাইভেট পড়িয়ে থাকেন তাদের জন্য একটি সতর্কতামূলক পোস্টঃ-👇
আমি কয়েকদিন আগের একটা ভ*য়া*বহ ঘটনা শেয়ার করছি।আমি মিডিয়া থেকে একটা টিউশন পাই।আমি মিডিয়া থেকে নাম্বার পেয়ে গার্ডিয়ান এর সাথে কথা বলে তার বাসায় যাই।গার্ডিয়ান আমাকে যে বাসার ঠিকানা দিয়েছে, বাসা নাম্বার বলেছে, তা সব ভু*ল।পরবর্তীতে উনি আমাদের একটা জায়গায় যেতে বলে ও অপেক্ষা করতে বলে।বলে রাখা ভালো,প্রথম দিন বিধায় আমি আর আমার আম্মু যাই স্টুডেন্ট এর বাসায় ডেমো ক্লাসের জন্য। ভু*ল বাসা নাম্বার বলায় বাসা ও খুজে পাচ্ছিলাম নাহ।সর্ব"শেষ উনি আমাকে এক জায়গায় দাড়াতে বলে পরে আমাদের উনার বাসায় যেতে বলে।স্যরি টু সে,গার্ডিয়ানকে দেখে আমাদের নে"শা"গ্র"স্ত মনে হচ্ছিল।তারপর আমাদের একটা পরি"ত্য"ক্ত বাসার মতো একটা বাসা দেখায় বলে এইটাই উনাদের বাসা।প্রথমে আমরা কেউ যেতে চাচ্ছিলাম নাহ।পরে ভদ্রতা করে যাই যেহেতু গার্ডিয়ান আমাদের রিসিভ করতে এসেছে।পরে তার বাসায় যাই।বিকাল হওয়ায় উনার বাসায় ঢুকার সময় একদম অন্ধকার।কোন রকমে আমার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে উনাদের রুমে যাই।আমরা এই অবস্থা দেখে কি করবো বুঝে উঠতে পারছিলাম নাহ।পরবর্তীতে উনার রুমে যাই।আমি গার্ডিয়ানকে আংকেল বলে সম্বোধন করে জিজ্ঞেস করি উনার ওয়াইফ বাসায় কিনা।উনি উত্তর দেয় বাসায় ই আছে।পরে উনার বউকে দেখে আমরা উনাদের রুমে বসি।আমি গার্ডিয়ানকে কিসে জব করে, জিজ্ঞেস করলে কোন উত্তর দেয় নাহ।উনি ই আমাকে বলে এইটা উনাদের নিজেদের বাসা।আমার মনে খটকা বাড়তে লাগলো। যার নিজের বাসা সে কেন ভুল বাসার ঠিকানা দিবে।কেউ কি তার নিজের বাসার নাম্বার ভুলে।পরে বললো পাশের বাসায় তার মা থাকে,কিন্তু দেখে মনে হলো পাশের বাসায় কেউ ই থাকে নাহ।উনারা যে রুমে বসতে দিলো অই বাসাতে ও মনে হলো কেউ থাকে না বহুদিন ধরে।কারণ বাসায় ভ্যা"প"সা একটা গ'ন্ধ লাগতেছিল,যেমন টা অনেক দিন বাসায় কেউ না থাকলে মনে হয় এরকম আরকি।আমি জিজ্ঞেস করলাম তাদের বাচ্চা টা কোথায় যাকে আমি পড়াবো।তাদের বাচ্চা টা একবার ও আসে নাই আমাদের দেখতে।সময় যত বাড়ছে তত আল্লাহর নাম নিচ্ছি,আর বলছিলাম আল্লাহ কোন বি'প'দ দিও নাহ।জীবনে ভালো কাজ করে থাকলে তার ওসিলায় বাচায় দাও এইবার।আমরা আর অইখানে বসতে চাচ্ছিলাম নাহ একটু ও।পরে গার্ডিয়ান আমাকে বসতে বললো।আমরা বললাম যে আরেকদিন এসে কথা বলবো।আজকে চলে যাবো।উনি আমাদের জিজ্ঞেস করতে লাগলো আমরা যে এখানে এসেছি কেউ জানে কি নাহ।আমি আর আম্মু বলছি,যে আব্বু বাইরে দাঁড়ায় আছে।আর আমরা এই এলাকার ই।সবাই আমাদের চেনে।কোন রকমে কথা কাটিয়ে চলে আসছি আল্লাহ আল্লাহ করতে করতে।তাদের কথা বার্তা চালচলন কিচ্ছু সুবিধার নাহ।আমি আমার স্টুডেন্ট কে হবে তাকে পর্যন্ত দেখি নাই।স্টুডেন্ট একবার ও তার নতুন টিচার দেখত্ব আসে নাই।যেটা সাধারণত হয় নাহ।ডিরেক্ট বেড রুমে বসালেও স্টুডেন্ট কে দেখি নাই তার বই খাতাও দেখি নাই।কোন রকমে আমি আর আম্মু আল্লাহ আল্লাহ করতে করতে বের হয়ে আসছি। আমি প্রায় ৬-৭ বছর ধরে টিউশন করাই।এই রকমে পরিস্থিতিতে আজকেই আমি প্রথম পড়ছি।
একমাত্র আল্লাহ বাচায় দিছে।
সর্বশেষ একটাই কথা, মেয়েরা কেউ টিউশনে গেলে অবশ্যই গার্ডিয়ান নিয়ে যাবা ২-৩ দিন। স'ন্দে'হজ"নক হলে ভ"দ্র'তা করেও কারো বাসায় ঢুকবা নাহ।কারণ ভ"দ্র'তা করে বাসায় ঢুকলেও বের হতে পারবা কিনা কারো জানা নাই।আর ছেলেরা গেলেও একটু বুঝে শুনে যাওয়াই ভাল।পরিবেশ পরিস্থিতি বুঝে যাবা। কারণ বি"প'দ তো বলে কয়ে আসে নাহ।
© Collected