16/08/2025
কালার কাস্ট" ফ্যাশন রিভাইভ্যাল
সিজন - টু
👉 শুধুমাত্র চট্টগ্রামে
নতুন মডেলদের জন্য সুবর্ণ সুযোগ!
রেজিষ্ট্রেশন চলছে
সবার সুবিধার্থে আবার সময় বাড়ানো হলো,দ্রুত রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করুন।
*রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২৫ আগস্ট।
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, কালার কাস্ট ফ্যাশন রিভাইভ্যাল ২০২৫ সিজন টু খুব শীঘ্রই চট্টগ্রামের রেডিসন ব্লু-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কালার কাস্ট এবারই প্রথম মডেলিং জগতে সম্পূর্ণ নতুন মুখের সন্ধানে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।
আপনি যদি মডেলিংয়ে আগ্রহী হন এবং কালার কাস্ট ফ্যাশন রিভাইভ্যাল-এর মতো একটি বড় প্ল্যাটফর্মে নিজেকে সুপার মডেল হিসেবে দেখতে চান, তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুযোগ! আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে অডিশন নিয়ে, সেরা ১০ জন ছেলে এবং মেয়েকে বেছে নিব, যারা এর আগে কখনো মডেলিং করেননি। সম্পূর্ণ নতুন এবং সতেজ চেহারার সন্ধানে থাকা এই তরুণ প্রতিভাদের কালার কাস্ট দিচ্ছে ঢাকা ও চট্টগ্রামের অভিজ্ঞ মডেলদের পাশাপাশি একটি বিগ বাজেটের ফ্যাশন শো-তে নিজেদের তুলে ধরার এক বিশাল সুযোগ।
নির্বাচিত সেরা ১০ জন ছেলে ও মেয়েকে ১ মাসের বিশেষ প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হবে, এবং সাটিফিকেট দিয়ে পোর্টপোলিও করে দেওয়া হবে, যাতে তারা এই বৃহৎ মঞ্চে আত্মবিশ্বাসের সাথে নিজেদের উপস্থাপন করতে পারে।
রেজিস্ট্রেশন এবং বিস্তারিত তথ্য:
যারা এই সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে চান, তারা দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিংকে ভিজিট করুন অথবা কালার কাস্ট-এর অফিশিয়াল ফেসবুক পেইজ কিংবা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।
[বি: দ্র:] ১৭ থেকে ২৮ বছর বয়সী বাংলাদেশি নাগরিকত্বপ্রাপ্ত ছেলে মেয়েরা এতে অংশগ্রহণ করতে পারছেন।
★আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে কালার কাস্ট পেইজে এস এম করুন।
> শিক্ষাগত যোগ্যতা :👇
আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
> এবং যারা সরাসরি রেজিষ্ট্রেশন করবেন অবশ্যই ২ কপি 3 R ছবি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে।এবং এন আইডি কপি।
আবেদনের নিয়ম :
১। ফর্ম ফিলআপ বাবদ ২০০ টাকা রেজিষ্ট্রেশন ফি, (01992953774 এই নাম্বার এ বিকাশ করতে হবে) এবং বিকাশ রেফারেন্সে আবেদনকারীর নাম লিখতে হবে।
★প্রয়োজনে যোগাযোগের করুন 01776528100, 01817753642 (কালার কাস্ট অফিসিয়াল) এই নম্বরে।
২। আবেদনকারীকে অবশ্যই ( ছেলে ৫ ফিট ১০ ইঞ্চি এবং মেয়ে ৫ ফিট ৩ইঞ্চি) উপরে হতে হবে।
৩। রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ২৫ আগস্ট👈
👇🏽👇🏽
আবেদন ফর্মের লিংক 👉https://forms.gle/HdDjyitPgaV16Kck8
**অডিশন : ২৯ আগস্ট ,২০২৫ রোজ শুএবার
উপস্থিত :সময় সকাল ৯ টায়
লোকেশন -
ত্রিতরঙ্গ,১২৮০, জাকির হোসেন রোড বাইলেন নাসিরাবাদ চট্টগ্রাম।
ধন্যবাদান্তে,
কালার কাস্ট গ্রুমিং স্টুডিও