
17/09/2023
✨অনলাইন ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এখন ফেইসবুক এডস বা বুস্টিং।💻
💁♀️কারণ বাংলাদেশের পরিপেক্ষিতে ছোট বা বড় সবাই ফেইসবুকের সাথে পরিচিত। যদি কোন ব্যবসা থাকে বা ব্যবসা করার পরিকল্পনা থাকে তাহলে ফেইসবুককে বেছে নিতে পারেন এবং সেটাই হবে বুদ্ধিমানের কাজ।
👉ফেইসবুকে অনলাইন বিজনস অপেক্ষাকৃত খরচ কম এবং সহজ বিধায় আজকাল বেশিরভাগ মানুষ ব্যবসা পরিচালনা করতেছে ফেইসবুকে। ছোট বড় অনলাইন বিজনেস এখন ফেইসবুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
⏩অনেক সময় দেখা যায় অনেক ভালো পণ্য মাকের্টিং বা পরিচিতির অভাবে ততটা প্রসারিত হয় না আবার কেউ যদি একেবারে নতুন হয় ব্যবসায় তাহলে তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো ফেইসবুক এডস ক্যাম্পেইন বা বুস্টিং।
↗️একটা নিদিষ্ট এলাকার সবার পরিচিত পাবার জন্য বা ব্র্যান্ড ভ্যালুর জন্য এবং বেশি সেইল দেওয়ার জন্য ফেইসবুক অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। 💥