MSN creation

MSN creation Sharing daily inspiration and creativity for a brighter world."
(2)

23/08/2024

বন্যাদুর্গতদের চাহিদা নিরুপন করা, Emergency Response এর প্রথম ধাপ। তাদের যা দরকার তা না জেনে যদি আমরা আমাদের ধারণা থেকে ত্রাণ নিয়ে যাই, সেটা কিন্তু খুব বেশী কাজে দিবে না। আমাদের দেশে যখন প্রথম রোহিংগা জনগোষ্ঠী এসেছিলো, আমরা এমনটা দেখেছি। মানুষ ট্রাক ভরে ভরে পুরানো কাপড় নিয়ে গেছে, কিন্তু সেগুলো তাদের দরকার ছিলো না, পরে টেকনাফের পুরো রাস্তা জুড়ে শুধু পুরানো কাপড়ের স্তুপ ছিলো।

মনে রাখবেন, বন্যা কবলিত এই মানুষ গুলোর পাশে কিন্তু আমাদের ৩-৪ মাস থাকতে হবে। কারণ পানি নেমে যাওয়ার সাথে সাথে তাদের পূনর্বাসনের জন্যেও আমাদের সাহায্যের প্রয়োজন।

আরেকটা বিষয় খুবই জরুরি, তা হচ্ছে ত্রাণের জিনিস গুলো সবার মাঝে সমভাবে বন্টন করা। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যেই এলাকাতে সহজে যাওয়া যায়, সেখানে সবাই গিয়ে ত্রাণ দিয়ে আসে। ফলে দূরবর্তী এলাকার মানুষ গুলো বঞ্চিত থাকে।

তাই বর্তমান পরিস্থিতিতে, সবার কাজের মধ্যে সমন্বয় সাধন করা খুবই জরুরি।

দেশ এখন এক ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। তবে আশার কথা হলো, আমরা নতুন এক বাংলাদেশ দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষ এখন যেকোন সময়ের তুলনায় সবচেয়ে বেশী সংগঠিত ও ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই পরিস্থিতিও মোকাবেলা করতে সক্ষম হবো।

23/08/2024

ফেসবুকে সবাই বোটর পোস্ট শেয়ার করছে যোগাযোগ করার কথা বলতেছে। কিন্তু বাস্তব চিত্র অনেক ভিন্ন। অনেক এলকায় মানুষ একটা বোটের জন্য হাহাকার করতেছে। কেউ সত্যতা না যাছায় করে পোস্ট স্টোরি শেয়ার করবেন না।

20/08/2024

ঘেরাও করলেই দেখি সব দাবী পূরণ হয়ে যাচ্ছে! সময় এখন তোমার বাড়ি ঘেরাও করার। রেডি থাকো পিও ✊

01/08/2024

💔

17/07/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই খা'রাপ। পুলিশ-বিজিবি-ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর হা'ম'লা করছে। ঢাকাসহ পুরো দেশের মানুষ ঢাবিকে বাঁ'চাতে, আপনাদের সন্তানকে বাঁ'চাতে এগিয়ে আসুন"

এমন পোস্ট সবাই নিজেদের profile এ দেন। গ্রুপের চেয়ে এটা বেশি কাজে আসবে।

17/07/2024

আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উ'দ্ধার করতে না পারলে বাংলাদেশ শে'ষ।😓

17/11/2023

সৌন্দর্য কোন যোগ্যতা নয় বরং যোগ্যতাই সৌন্দর্য!🎯🦋

16/11/2023

বাংলাদেশের ক্রিকেটার ও ফুটবলারদের অবস্থা একই শুধু হতাশ করে আমাদের 💔

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when MSN creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share