Suvendu Story

Suvendu Story Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Suvendu Story, Digital creator, Chittagong.
(8)

আমার কোন দুঃখ নেই,
যা আছে তা কেবলই ভুল, আমি দুঃখ বলতে শুধু বুঝি আমার করা যাবতীয় সব ভুল, যেই ভুলগুলো আমায় নিক্ষেপ করছে দুঃখের ভয়ংকর সমুদ্রে।

কারণ জন্মানোর সময় আমি কোন দুঃখ নিয়ে জন্মাইনি, সুতরাং দুঃখ গুলো আমার কর্মফল!

দুর্বলের  হাইকোর্টনিচের ছবিগুলো দিয়ে নিউজ ফিডে ঘুরেতেছে বড় অভিযানর খবর।  বাহ কত বড় খবর 😭🤣।দু বছর আগে আমি গিয়েছিলাম লক্ষী...
30/10/2025

দুর্বলের হাইকোর্ট

নিচের ছবিগুলো দিয়ে নিউজ ফিডে ঘুরেতেছে বড় অভিযানর খবর। বাহ কত বড় খবর 😭🤣।

দু বছর আগে আমি গিয়েছিলাম লক্ষীছড়ি। রুট ছিল নানিয়াচর ঘিলাছড়ি টু লক্ষীছড়ি পেক্কুয়া। পায়ে হাটা পথ একদিন।
সকাল ৭ টায় রওনা হয়ে গন্তব্যে পৌছি রাত সাড়ে আট টার দিকে। সেখান নেই কোন যন্ত্র চালিত যান।

সেখানে যেতে হলে পায়ে হাটতে হবেই। সেখানকার মানুষের প্রধান জীবিকা কাঠ এবং বাঁশ। বিশাল বিশাল ডুলু বাঁশের চোঙায় গরম পানি কনে চা খেয়েছি। সে চায়ের স্বাদ জানিনা আর নিতে পারব কিনা।

কাঠ ও বাঁশ তাদের বাগানের। প্রকৃতি এত উর্বর সেখানে বাঁশগুলো এক বছরে বিরাট বিরাট হয়।

এ যে বাঁশের ভেলা দেখা যাচ্ছে এগুলোতে বসে আমি ছড়ার পানিতে গোসল করেছি। এ বাঁশগুলো যায় বর্মাছড়ি হয়ে চট্টগ্রামের হালদা নদী হয়ে গহিরা।

প্রত্যক পরিবারের সক্ষম পুরুষ প্রতি সপ্তাহের শুরুতে একটি বাঁশের ভেলা বানায়। এ ভেলা বানানোর কারুকাজ দেখলে মোহিত হবেন যে কেউ। বাঁশের ভেলা বানানোর আগে গ্রামের মানুষ ছড়ায় বাঁধ দেয়। বাঁধের পানি যখন ফুলে উঠে তখন ছড়ার পাড় থেকে বাঁশ কেটে বাঁশের ভেলা ভাসায়। ভেলা রেডি হলে তখন বাগান থেকে ১/২ টা সেগুন গাছ কাটেন।

উচু উচু সেগুন কাঠ কেটে লগ সিস্টেম করে ৫/৬/৭ লগ ভেলায় তুলেন। এরপর হাটের দিন বাঁধ ছেড়ে ভেসে ভেসে বর্মাছড়ি বাজারে পৌছায়।
বিক্রি করেন কাঠ। খুব সস্তায় বাঁশের ভেলা কিনে নেন বাঙালীরা।
পাহাড়িরা বাঁশের হিসাব করে না। এটা তাদের বোনাস। তাঁদের টার্গেট গাছগুলো গন্তব্য পৌছানো।

৫/৬ লগ কাঠ বিক্রি করে এ টাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে তারা দল বেঁধে পায়ে হেটে ঘরে ফিরেন।

আর সেই ফিরার কষ্ট একবার ভেবে দেখুন। বাজারে যায় ভেলায় ভেসে ভেসে লগি মেরে। ঘরে ফিরে বোঝা নিয়ে পায়ে হেটে।

এভাবে চলে তাদের যুগের পর যুগ। এরা একটা গাছ কাটে ১ শ টা লাগায়। হাজারটা লাগায়।

ফলে সেখানে বন উজাড় হয় না। বাঁশ বন ধংস হয়না। কারণ এটাই তাদের প্রধান জীবিকা। আমি বিশাল প্রাকৃতিক বন ফুড়ে লক্ষীছড়ি পৌঁছেছি।

সেখানকার মানুষ জানে বাঁশ বন ধংস হলো তাদের কাঠ বিক্রির পরিবহন থাকবে না সো বাঁশবন রক্ষা হয় তাদের প্রধান কাজ।
এ কথা বলছি বলে মনে করবেন না গাছ কাটতে বাঁশ কাটতে উৎসাহিত করছি। আমি পরিবেশ সুরক্ষা চাই সেটার থিউরী কি?
আমাকে একজন পরিবেশ কর্মী বলতে পারেন। এ এলাকার মানুষদের কাছে আমরা শিখতে পারি কিভাবে বন ও বন্য প্রাণী রক্ষা করা যায়।

আমরা কাপ্তাই হাতি পালের কথা শুনি ও দেখি। মাঝে মাঝে হাতির আক্রমণে মানুষ মৃত্যুর কথা শুনি।
বরকল লংগদুর সম্প্রতি গোলাপি হাতি বাচ্চার কথা জেনেছি। কিন্তু এ বর্মাছড়িতে যে বিশাল এক হাতির পাল আছে আমরা কি জানি? যে পালের হাতির সংখ্যা বলা হয় ৩০ প্লাস। বন বিভাগ বা অন্য সংস্থাগুলো কি জানে? লক্ষ্যনীয় বিষয় কোনদিন এ পালের আক্রমণে কোন মানুষ মরেনি।

এ মানুষগুলোর কাঠগুলো আমরা সহজে অবৈধ বলতে পারি। তবে অবৈধ কাঠও যে সহজে বৈধ করা হয় সে খবরও জানি। কিন্তু এ নীরিহ মানুষরা জানে না তাদের নিজের হাতে সৃজন করা বাগানের কাঠগুলো কিভাবে বৈধ করতে হয়। রাঙামাটি খাগড়াছড়ি শহরে যে হাজার হাজার ফার্নিচার মাট আছে এগুলো তো সম্পুর্ন অবৈধ। এ কথার করউ চ্যালেঞ্জ করবেন?

এসব ফার্নিচার মাটগুলোর সেগুনকাঠের উৎস তো বন বিভাগ জানে না। সেগুন কাঠ যদি রিজার্ভ ফরেস্টের কাঠ হয় তাহলে এসব হাজার হাজার ফার্নিচার মাটের বিরুদ্ধে মামলা দেয়া যায়। কাঠগুলো জব্দ করা যায়। কিন্তু আমাদের বন বিভাগ বা সেনা পুলিশ বিজিবি কি তা করছে?

এখন দোষ পড়ল বর্মাছড়ি গরীবদের ভাগে। এখন সেনাবাহিনীর আনসারের কাছে চোরাকারবারি হবে। পরিবেশ ধংস কারী হবে। এটাই কিন্তু পার্বত্য চট্টগ্রামের চিরচেনা রূপ।

যারা আইন জানে তাদের কাছে বন ধংসের সব থিউরী জানা আছে। যেটা জানে না লক্ষীছড়ির বাঁশের ভেলায় কাঠ পাচারকারীরা 😭।
Writer - সাংবাদিক হিমেল চাকমা

বিবাহিত মেয়েদের নিজে চলার মতো গাটস না থাকলে ডিভোর্স এর চিন্তা ভুলেও মাথায় আনবেন না।আপনি যদি বুঝে থাকেন এ সংসার ছেড়ে গেলে...
29/10/2025

বিবাহিত মেয়েদের নিজে চলার মতো গাটস না থাকলে ডিভোর্স এর চিন্তা ভুলেও মাথায় আনবেন না।আপনি যদি বুঝে থাকেন এ সংসার ছেড়ে গেলে, এই পুরুষ কে ছেড়ে গেলে আপনার মাথার উপর ছাদ থাকবেনা,এক বেলা খাবার কিনে খাওয়ার মুরোদ থাকবেনা আপনার, তবে চুপচাপ মেনে নিয়ে মানিয়ে নিয়ে পরে থাকুন।আপনার নাই নিজে চলার মুরোদ অথচ আপনার জিদ থাকবে ষোলো আনা। কেউ মানবেনা সিস্টার।

আপনিও ইনকাম করে আরেকজন কে বসিয়ে বসিয়ে খাওয়ালে আপনিও তার রোয়াবি সহ্য করবেন না।
এটাই সাইন্স,এটাই উপার্জনের পাওয়ার।

আমি বারবার হাজার বার বলি মেয়েদের উপার্জন করা জরুরি জরুরি জরুরি।
আজ আপনি উপার্জন করলে নিজের মতামত, নিজের পছন্দ অপছন্দ উপস্থাপন করতে বিন্দুমাত্র দ্বিধা হতোনা।
অথচ শুধুমাত্র নিজের উপর্জন নেই বলে কতশত মেয়ে ঘরে ঘরে গুমড়ে মরে।

আহা ভাত!!!!
এদেশে মেয়েদের চোখের পানির চেয়ে ভাতের মূল্য বেশি।

Writer - monira Begum

সমস্ত পাহাড় ডাকসু সদস্য সর্বমিত্রের বিপক্ষে গেলেও আমি মনে করি তারে ভিন্ন একটা কারনে ক্ষমা করে দেয়া উচিত।🥶কারন জ্ঞান হওয়া...
29/10/2025

সমস্ত পাহাড় ডাকসু সদস্য সর্বমিত্রের বিপক্ষে গেলেও আমি মনে করি তারে ভিন্ন একটা কারনে ক্ষমা করে দেয়া উচিত।🥶
কারন জ্ঞান হওয়ার পর এই প্রথম দেখতেছি কোন একজন চাকমা ঢাকা শহরের বাঙালিদের হুমকি দিচ্ছে, মারধোর করছে, উচ্ছেদ করতেছে।
এইটা স্বয়ং এমএন লারমাও পারে নাই।😌

Collected

আগে ছিল কক্সবাজার এখন সিরাজগঞ্জ 🤨
28/10/2025

আগে ছিল কক্সবাজার এখন সিরাজগঞ্জ 🤨

28/10/2025

বলছি যে, দুচোখ যতটুকু যায় সব আমার দাদুর ছিল😁
এক পেয়েলা সুপেয় মদের বিনিময়ে সব বিলিয়ে দিয়েছে😁

বেশ কয়েক ঘণ্টা যাবৎ এই ছবিটা ফেসবুকের নিউজফিডে স্কল করলে চোখে ভাসছে। অগণিত সমালোচনা হচ্ছে চারদিকে। ভাবলাম একটা লাইন লিখি...
27/10/2025

বেশ কয়েক ঘণ্টা যাবৎ এই ছবিটা ফেসবুকের নিউজফিডে স্কল করলে চোখে ভাসছে। অগণিত সমালোচনা হচ্ছে চারদিকে। ভাবলাম একটা লাইন লিখি। অনেকের গা জ্বালাপোড়াও করতে পারে তাতে ক্ষতি নেই।

বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে কঠিন চীবর দান। শাস্ত্রমতে এটা বৌদ্ধ ধর্মালম্বীদের সেরাদের সেরা দান। এবং পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান বিহার এবং বৌদ্ধদের তীর্থভূমি খ্যাত বিহার হচ্ছে "রাজবন বিহার"- যেখানে এই ধর্মের অনুসারীরা শ্রদ্ধাভরে পুজা আরাধনা করে। আর এই সূত্র ধরে ধর্মের অন্তরালে এখানকার কমিটিরা ধর্মের নামে ব্যবসা করা শুরু করেছে। তারা এটার মাধ্যমে প্রমাণ করছে যে, ধর্মের দোহায় দিয়ে মেহনতি সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা সুকৌশলে এককথায় লুটপাট করছে।

বিশ্বস্ত সূত্রমতে এখানে প্রতিমাসে বিদ্যুৎ বিল ১লক্ষ টাকার বেশি প্রয়োজন হয়। অন্যান্য খরচাপাতি বাদই দিলাম। আমার প্রশ্ন হচ্ছে বিহারে সাধারণত বৌদ্ধ ভিক্ষুরা অবস্থান করেন এবং তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে, নির্বাণ লাভ। তারা সমস্ত লোভ -মোহকে ত্যাগ করে এই পথটি বেছে নিয়েছেন। কিন্তু যেখানে তারা সংসারের মোহমায়া ত্যাগ করে নির্বাণের পথে পা বাড়িয়েছেন সেখানে এত বিলাসবহুল জীবন থাকবে কেন?

এটা তো ভোগ বিলাসের তীর্থভূমি নয় কিন্তু এর সামগ্রিক কর্মকাণ্ড সবকিছুতো ডুবাই শেখ পরিবারকেও হার মানায়!?

আর কমিটির কাছে প্রশ্ন? প্রতি বছর চীবর দানে যে লক্ষ লক্ষ টাকা আয় হয় সে টাকা দিয়ে কি পেট ভরেনা? আবার প্রমোশনাল ব্যনার? জুয়ার সাইট প্রমোট করলে তো আর বেশী লাভবান হতো? আর এসব টাকা কিসের উদ্দেশ্য ব্যয় হয়?

অথচ - এই বিহার পরিচালনা কমিটির প্রথম কাজ করা উচিত ছিল, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে কিভাবে জ্ঞানার্জনে সাহায্য করা যায়। শ্বাপদসংকুল পরিবেশে বেড়ে উঠা গরীব ছেলেপেলেদের দায়িত্ব নিয়ে শিক্ষিত করা।

আপসোস - তারা পড়ে রয়েছে বর্তমানকে উপেক্ষা করে মৃত্যুর জায়গাকে পাকাপোক্ত করতে। অথচ যখন শূন্যের কোথা নেমে আসবে আমাদের অস্তিত্ব তখন এই দালানকোঠার কি হবে?

ইতিহাস ঘাঁটাঘাঁটি করলে তো নজীর মেলে- আফগানিস্তানে কত বিহার আজ ধংসস্তুপ?

26/10/2025

Rip Barcelona 💔🥲


Madrid 3- Barca 1

26/10/2025

Wtf😁

মেট্রোরেলের অব্যবস্থাপনায় নিহত আবুল কালামের অবুঝ শিশু, বাবা চা খেতে গিয়ে ফিরে আসেনি যার। হয়তো বুঝতেই পারবেনা- কতো সহজে ...
26/10/2025

মেট্রোরেলের অব্যবস্থাপনায় নিহত আবুল কালামের অবুঝ শিশু, বাবা চা খেতে গিয়ে ফিরে আসেনি যার। হয়তো বুঝতেই পারবেনা- কতো সহজে শৈশব হারিয়ে ফেলেছিল সে। সান্ত্বনা হিসেবে পাবে ৫লাখ টাকা, সেই টাকা কি পারবে তার শৈশব আর বাবাকে ফিরিয়ে আনতে?

না। এ এক অদ্ভুত চক্কর। আমরা জানতে পারি ইউরোপে কুকুর বেড়ালকে রাস্তায় ফেলে এলেও জরিমানার টাকা পাওয়া যায় যা তার পরিমাণ আবুল কালামের মতো আট দশজনের জীবনের দাম!

অনিশ্চিত যে জীবন আমরা এই শিশুকে উপহার দিয়েছি, সেই জীবন পরিহাস করবে আমাদের। ওমর খৈয়াম বলেছিলেন- কারো মনে দুখ দিওনা, করো বরং হাজার পাপ।

আমরা এই শিশুদের কষ্ট দিয়েছি, শৈশব শেষ করে দিয়েছি এবং কখনো তার বাবা কেন অপঘাতে মারা গেলো তার জবাবদিহিতা করাতে পারিনি। এরচেয়ে বড়ো পাপ আর অন্যায় করে আমাদের রাজনীতিবিদরা কেমন করে বেঁচে থাকে?
আর এইসব রাজনীতিবিদদের বাঁচিয়ে রাখা, ভোটের হিসাবের মধ্যে আমরা কেমন করে ভুলে যাই এই শিশুদের?

#ফোকাস
#জরুরী
Writer - thoughts_of_Prity

26/10/2025

😭💔

যতই সর্তকতার সাথে চলাফেরা করেন না কেন রাষ্ট্র মানুষ মারার ফাঁদ পেতে রেখেছে। কারন মত জলের পরিষ্কার  , সবচেয়ে সস্তা এ দেশে...
26/10/2025

যতই সর্তকতার সাথে চলাফেরা করেন না কেন রাষ্ট্র মানুষ মারার ফাঁদ পেতে রেখেছে। কারন মত জলের পরিষ্কার , সবচেয়ে সস্তা এ দেশের মানুষ।

খবর- মেট্রোরেলের কম্পনরোধে ব্যবহৃত স্প্রিং (বিয়ারিং প্যাড) খুলে মাথায় পড়ায় এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ঘটনা।

25/10/2025

কোন একদিন নিঃশব্দে চলে যাব,
চলে যাব প্রখর রোদ্রতাপে ফুরিয়ে যাওয়া সকালের শিশিরের মতো😔

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suvendu Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suvendu Story:

Share