Suvendu of summit

Suvendu of summit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Suvendu of summit, Digital creator, Chittagong.
(8)

আমার কোন দুঃখ নেই,
যা আছে তা কেবলই ভুল, আমি দুঃখ বলতে শুধু বুঝি আমার করা যাবতীয় সব ভুল, যেই ভুলগুলো আমায় নিক্ষেপ করছে দুঃখের ভয়ংকর সমুদ্রে।

কারণ জন্মানোর সময় আমি কোন দুঃখ নিয়ে জন্মাইনি, সুতরাং দুঃখ গুলো আমার কর্মফল!

30/09/2025

Salute indigenous women 🫡😊

30/09/2025

🎬 মৃত্যুপুরী পাহাড়

কথা: Toni Ch Sangma
সুর: Toni Ch Sangma & Ahnaf Khan Anik
সংগীতায়োজন: Ahnaf Khan Anik
ভিডিও সম্পাদনা: Prince Aronno Mrong
চিত্রগ্রাহক: Arpon Ghagra
চিত্রকর্ম: Tufan Chakma
রেকর্ডিং এবং মাস্টারিং: Studio KD16

26/09/2025

Chidolidagir udije videobu bana uye adibasi morodpo toppettun😔

Video gom lagile share di pariba!

24/09/2025

আদিবাসীরা চায় শান্তির পৃথিবী গড়ার, তাদের কাছে অর্থলিপ্সু মনোভাব নেই🥹

বর্তমান যুগে মানুষ যখন হাতের মুঠোয় সব পাচ্ছে তখন, তখন পার্বত্য চট্টগ্রামে বসবাসরত অধিকাংশ  আদিবাসী এখনো বিদ্যুতের দেখাও ...
24/09/2025

বর্তমান যুগে মানুষ যখন হাতের মুঠোয় সব পাচ্ছে তখন, তখন পার্বত্য চট্টগ্রামে বসবাসরত অধিকাংশ আদিবাসী এখনো বিদ্যুতের দেখাও পায়নি। সভ্যতা বিকাশের অন্যতম হাতিয়ার হচ্ছে বিদ্যুৎ যা তারা পায়নি!
অথচ তারাও অন্যদের মত নাগরিক, রাষ্ট্রের সকল নিয়ম কানুন মেনে চলে- আনুগত্য প্রদর্শন করে দেশদ্রোহী কাজে লিপ্ত হয়না। একদম সহজ সরল জীবনযাপন করে।

আপেক্ষের সুরে বলি, তবুও রাষ্ট্র আদিবাসীরকে ইচ্ছে হলে সন্ত্রাসী তকমা দেয়, উপজাতি, ক্ষুদ্র- নৃগোষ্ঠী সহ ব্যাঙ্গাত্মক শব্দ বা ট্যাগ দেয় তাও লিখিতভাবে। আর ইচ্ছে হলে বিনা কারণে জেলে আটকে রাখে- ইত্যাদি ইত্যাদি....!

অন্যদিকে সমতলের লোকে ভাবে আদিবাসীরা হল বর্বর, তারা মানুষ খায়। এখানে কোন বাঙ্গালী থাকতে পারে না। মননে- মগজে পুষে রাখে শত নেতিবাচক দিক এবং ঘুরতে এলে কিছু একটা দেখলেই খারাপ বলে ভিউ ব্যবসায় নেমে পড়ে।

হা হা হা মানতে কষ্ট হলেও এটাই বাস্তব!


ছবি- অনন্ত চাকমা। ❤️ধন্যবাদ।

22/09/2025

Reality 🙂

লক্ষ কোটি বছরে পাহাড়ে ঘুরতে যাবেন! গিয়ে জুম থেকে ইচ্ছেমতো ফলমূল ছিঁড়বেন আর কেউ কোন কথা বললে ভিডিও বানিয়ে বলবেন খারাপ?সাথ...
22/09/2025

লক্ষ কোটি বছরে পাহাড়ে ঘুরতে যাবেন! গিয়ে জুম থেকে ইচ্ছেমতো ফলমূল ছিঁড়বেন আর কেউ কোন কথা বললে ভিডিও বানিয়ে বলবেন খারাপ?
সাথে এড করবেন, যে ফলের কোন মূল্যে নেই!
হাউ ফানি ভাই!
শুনেন, জুম কোন বন্য লতাপাতা না। যে বন্য জিনিস ইচ্ছেমতো ছিঁড়ে খাবেন! একটা জুম করতে প্রচুর ধৈর্য, আর পরিশ্রমের দরকার হয়। যারা কাজ কোনদিন করে যাদের নিজেদের ভ্যালু নেই তাদের কাছে ফল/সবজি ইত্যাদি কোন মূল্যে নেই। কিন্তু যারা দিনরাত পরিশ্রম করে ফসল উৎপাদন করে তারা জানে সেগুলো মূল্যে না সোনার চেয়েও দামী!
সুতরাং আগে নিজেকে নিজে সমালোচনা করুন। বরং না বলে অপরের জুম থেকে ফল ছিঁড়ার দায়ে চুরি আখ্যা দিয়ে মারেনি সেটাই বড় সৌভাগ্য। কেননা অন্যের জিনিস না বলে নেওয়া চুরির সমতূল্য এবং নির্ঘাত তা চুরি।

পরিশেষে বলবো, মানসিকতা বদলান। সুস্থ বাইক ট্যুর দিন, আপনাকে স্বাগতম। কারণ দিনশেষে আমরা সবাই বাংলাদেশী✅🇧🇩

"অপেক্ষা"- তিনটা শব্দের হলেও এর পেছনে রয়েছে বহু ত্যাগ, তিতিক্ষা, শ্রম, ধৈর্য এবং ভালোবাসা।যারা অপেক্ষা'কে মানিয়ে নিতে পে...
22/09/2025

"অপেক্ষা"- তিনটা শব্দের হলেও এর পেছনে রয়েছে বহু ত্যাগ, তিতিক্ষা, শ্রম, ধৈর্য এবং ভালোবাসা।
যারা অপেক্ষা'কে মানিয়ে নিতে পেরেছেন তারা সফল হয়েছেন বটে!

এ অপেক্ষা ভালোবাসার❤️

ছবি- অনন্ত চাকমার দেওয়াল থেকে!
আমার দেখা সেরা ছবিদের মধ্যে এই ছবিটি অন্যতম।

21/09/2025

Good morning from mirjafor Country 😝🇧🇩

100% true 😁
ইডিটরকে নোভেল দেয়া উচিত।

পাহাড়ের বৈচিত্র্যময় জীবন☺️🥹          ছবি- অনন্ত চাকমা।
20/09/2025

পাহাড়ের বৈচিত্র্যময় জীবন☺️🥹



ছবি- অনন্ত চাকমা।

19/09/2025

Original golbahar from Buddhist country Sri lanka☺️❤️
How cute is she!
Please share this video, if you think she is like golbahar☺️?

19/09/2025

কবিতা চিরন্তন সত্য।কবিতার সাথে সখ্যতা রাখার দায়িত্ব আমার☺️
আবৃত্তি -Arya chettergee

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suvendu of summit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suvendu of summit:

Share