Suvendu

Suvendu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Suvendu, Digital creator, Patenga.
(9)

ভিডিও বানানো আমার পেশা নয়। শখের বশে পেইজটা চালাই। মাঝেমধ্যে মজাদার ভিডিও বানাই আর প্রায় সময় সাম্প্রতিক বিষয়ে দু-এক লাইন লিখি!
এটা আমার একমাত্র পেইজ, আমার কোন ভিডিও বা লেখা ভালো লাগলে পেইজটি ফলো করে রাখতে পারেন।

ধন্যবাদান্তে
সুবেন্দু চাকমা
পেইজ ফাউন্ডার।

14/07/2025

স্যারের সাক্ষাৎকার 😼

স্টকহোম ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে দেখি, আমার সহপাঠীরা বাসায় গিয়ে তেমন পড়ে না। ইউনিভার্সিটি শেষে দেখতাম ওরা পার্টিতে চলে ...
14/07/2025

স্টকহোম ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে দেখি, আমার সহপাঠীরা বাসায় গিয়ে তেমন পড়ে না।

ইউনিভার্সিটি শেষে দেখতাম ওরা পার্টিতে চলে যায়। যতো কঠিন পরীক্ষাই হোক, ওরা উইকেন্ডে আনন্দ বাদ দিয়ে, পরীক্ষার জন‍্য পড়তে চায় না।

আমার কাছে বিষয়টা প্রথম প্রথম অদ্ভুত লাগতো। যেহেতু, আমি বাংলাদেশের কালচারে বড়ো হওয়া।

আমার সহপাঠীদের জিজ্ঞেস করলাম, তোমরা বাসায় গিয়ে তেমন স্টাডি করো না? ওরা উল্টো আমাকে প্রশ্ন ছুঁড়ে দিলো—বাসায় গিয়ে যদি পড়ি, তাহলে স্কুলে (ইউনিভার্সিটি) আসি কেন? এখানে তো পড়তেই আসি!

ভাবলাম, কথায় তো যুক্তি আছে। আমাকে বললো, তুমি যদি স্কুলেই ৭-৮ ঘন্টা কাটাও, এটা তো পড়াশুনার জন‍্যই। তাইলে আবার বাসায় গিয়ে কখন পড়বে? কেন পড়বে?

আমি চিন্তা করলাম—আমাদেরকে এভাবে কখনো বলেনি কেন? এভাবে ভাবতে শেখায়নি কেন?

স্কুল থেকে বিশ্ববিদ‍্যালয় পর্যন্ত উল্টো আমাদেরকে বলা হয়েছে—পড়ো। সারাদিন পড়ো। দুনিয়ার কোন কিছু চিন্তা না করে শুধু পড়ো। আদা-জল খেয়ে পড়ো। ঘুম, খাওয়া আর বাথরুম ছাড়া শুধু পড়ো। ভোর বেলায় উঠে পড়ো—তখন মাথা ঠাণ্ডা থাকে। গভীর রাতে পড়ো। পড়তে পড়তে গায়ের জামা-কাপড়ের কথাও ভুলে যাও।

১২-১৪ ঘন্টা পড়া, আর পরীক্ষার সময় ৬-৭ টা লুজ পেপার নেয়া হলো—আমাদের স্ট‍্যান্ডার্ডে একটা পড়ুয়া স্টুডেন্টের লক্ষ‍ণ!

যাই হোক, পরে আরো গভীরভাবে জেনে দেখলাম, ওরা তো ছোটবেলা থেকেই এই চর্চায় বড়ো হয়। স্কুলে যায় পড়তে। শিখতে। স্কুলে বসেই শিখে। ফলে কলেজ-বিশ্ববিদ‍্যালয়েও একই চর্চার ধারাবাহিকতা থাকে। কেউ কেউ যে একটু বেশি পড়ুয়া হয় না, তা না। কিন্তু গড় চিত্রটা এমনই। বিদ‍্যাপীঠে তো পড়তেই যায়, তাহলে বাসায় এসে কেন আদা-জল খেয়ে পড়বে?

এখন আমার ছেলেকে দিয়ে বুঝি। কোন প্রাইভেট নাই। বাসায় এসে পড়ার চাপ নাই। এমনকি হোম ওয়ার্কও তেমন দেয় না। যদিও, আমি ওকে বাসায় মাঝে মাঝে কিছুটা শিখাই।

আমি ওর ক্লাস টিচারকে জিজ্ঞেস করলাম—ওদেরকে প্রতিদিন হোম ওয়ার্ক দাও না কেন? টিচার বললো, বোর্ড থেকে নিষেধ আছে। বাচ্চারা যেনো বাসায় গিয়ে পড়ার চাপে আগ্রহ না হারিয়ে ফেলে অর্থাৎ “বার্ন আউট” না হয়, সেজন‍্য। সে নিজেই বললো, স্কুলে তো ওরা শিখতেই আসে। এখানেই যদি না শিখে—তাইলে স্কুলের দরকারটা কি? It defeats the purpose!

মনে মনে বলি—শালার পড়াশুনা এরাই করলো! প্রাইভেটের দৌঁড়াদৌঁড়ি নাই। বইয়ের বোঝা ভর্তি চাপ নাই। হোম ওয়ার্কের তীব্র প‍্যারা নাই। বাসায় কেউ বলে না—পড়তে বসো। আবার এরাই দুনিয়ার সব আবিষ্কার-উদ্ভাবন করে বসে থাকে।

আর আমরা বীজতলা ঠিক না করে, বীজতলার দোষ না দিয়ে—প্রজন্মের পর প্রজন্ম শুধু পড়েই গেলাম! এভাবে পড়েই যাবো। গোড়ার গলদটুকু কখনোই সমাধান করবো না।

RAUFUL ALAM

13/07/2025

Life lesson 🥹

"বেসরকারি চাকুরী "কলমে- সুবেন্দু চাকমাচাকরি করি বেসরকারি কোম্পানিতেমাইনে অনেক কমপরিশ্রমের পরেও কথা শুনতে হয়পেটের দায়ে কর...
13/07/2025

"বেসরকারি চাকুরী "
কলমে- সুবেন্দু চাকমা

চাকরি করি বেসরকারি কোম্পানিতে
মাইনে অনেক কম
পরিশ্রমের পরেও কথা শুনতে হয়
পেটের দায়ে করি কোনমতে হজম।

সকাল- হলে তাড়াহুড়ো করে
দিই অফিসে দৌঁড়,
রিক্সায় চড়ে অফিসের দুয়ারে হাজিরা দিই
হয় না কোন গণ্ডগোল।

মাঝেমধ্যে দেরি হয়
তাতে বাড়ে ম্যানেজারের জ্বালা
একবাক্যে বলে দেয়
মাসে মাসে এত দেরি কেন শালা!

আজ যায়- কাল যায় করে
বাড়ছে চাকরির বয়সকাল
মাসের শেষে বেতন পায় ঠিকি
থাকে না হাতে মাইনে বেশিক্ষণ।

কত কথা বলার বাকি
লেখার সময় হয় না
রাত নেই, দিন নেই কাজ করি
তাতে অফিসের টার্গেট মিটেনা😑

পুনশ্চঃ আমি কবিতা লিখতে ভালোবাসি তবে পেশাদার কবি নই, কবিতার ভাবমূর্তিকে পরিপূর্ণতা দেওয়ার অভিপ্রায়ে কবিতাতে ম্যানেজার কিংবা অন্যান্য আপত্তিকর শব্দাবলী ব্যবহ্নত হয়েছে। তাতে অফিসের কেউ কবিতাটি পড়ে থাকলে মনঃক্ষুণ্ন হবেন না। কাউকে হেয় করা কিংবা বেসরকারি চাকুরিকেও হেয় করার উদ্দেশ্য কবিতাটি লেখা নয়!
ধন্যবাদান্তে- সুবেন্দু চাকমা🙏☺️

10/07/2025

রাত বারোটার পর গফের ফোনকল ওয়েটিং 😡
মেনশন করুন আপনার সেই বন্ধুকে যার এ রকমের অবস্থা হয়😁😂

09/07/2025

🇰🇷 হিয়ং মিন সন – কোরিয়ার গর্ব 🏅⚽২০১৮ সালের এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার হয়ে স্বর্ণপদক জিতে শুধু একজন ফুটবলারের পরিচয় বহন ...
08/07/2025

🇰🇷 হিয়ং মিন সন – কোরিয়ার গর্ব 🏅⚽

২০১৮ সালের এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার হয়ে স্বর্ণপদক জিতে শুধু একজন ফুটবলারের পরিচয় বহন করেননি, বরং একটি জাতির সম্মান রক্ষা করেছেন। সেই ঐতিহাসিক জয়ের কারণে তিনি বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি পেয়েছেন – যা দক্ষিণ কোরিয়ার অনেক তারকা খেলোয়াড়ের কাছে একটি বিরল সম্মান।

সনের এই অর্জন কেবল তার ক্যারিয়ারের জন্য নয়, পুরো দেশের জন্য এক বিশাল গর্ব। ফুটবলের মাঠে তাঁর নিষ্ঠা, দেশের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ তাকে সত্যিকার অর্থেই অনন্য করে তুলেছে।

⚽ তিনি শুধু একজন খেলোয়াড় নন, তিনি এক অনুপ্রেরণা।আজকে তার জন্মদিনে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা লিজেন্ড ☺️❤️

💙 শ্রদ্ধা ও ভালোবাসা হিয়ং মিন সন-এর প্রতি।

টেস্ট ইতিহাসে কত কত ব্যাটসম্যান গোটা ক্যারিয়ারে একবারও এক সিরিজে ৫০০ রান করতে পারেননি। স্বয়ং সাচিন টেন্ডুলকারও পারেননি ক...
07/07/2025

টেস্ট ইতিহাসে কত কত ব্যাটসম্যান গোটা ক্যারিয়ারে একবারও এক সিরিজে ৫০০ রান করতে পারেননি। স্বয়ং সাচিন টেন্ডুলকারও পারেননি কখনও...

এই ছেলেটি চলতি সিরিজে দুই টেস্টেই করে ফেলেছেন ৫৮৫ রান...

কী অবিশ্বাস্য...!

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে করলেন একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও দেড়শ...

আবারও বলছি, টেস্ট ইতিহাসে এই কীর্তি নেই আর কারও...

একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি আছে আর কেবল আটজনের...

ভারতের হয়ে এক টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ডে সুনিল গাভাস্কারকে (৩৪৪) পেছনে ফেললেন যোজন যোজন ব্যবধানে...

ইতিহাসের মাত্র পঞ্চম ব্যাটসম্যান হিসেবে করলেন এক টেস্টে চারশ রান...

শেষ পর্যন্ত থামলেন ৪৩০ রানে। এক টেস্টে এর চেয়ে বেশি রান করেছেন কেবল গ্রাহাম গুচ (৪৫৬)...

নেতৃত্বে, পারফরম্যান্সে, প্রভাবে... ভারতীয় ক্রিকেটে শুবমান গিল জমানা শুরু হয়েই গেল...
Writer- collected
(📷 Reuters)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সা...
04/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সারাদিনের ক্লান্তি তো আর কম নয়!

একজন পথচারী বিকেলে দেখেছিলেন তাকে ঘুমন্ত অবস্থায়। কয়েক ঘণ্টা পর আবার যখন ঐ পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনো একইভাবে বসে আছেন তিনি। কিন্তু এবার মনটা কেমন যেন কেঁপে উঠল। গায়ের ওপর হাত রাখতেই বুঝলেন ঘুমিয়ে নেই তিনি। ফিরে গেছেন না-ফেরার দেশে।

রিকশার উপরেই মৃত্যু হয়েছিল তার। নীরবে, একা। হয়তো স্ট্রোক করেই শেষ নিঃশ্বাসটা ফেলেছিলেন। কোনো শব্দ নেই, কোনো আর্তনাদ নেই শুধু একটুকরো নিঃশব্দ বিদায়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে মরদেহের দায়িত্ব নিয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি।

মানুষের জীবন কতটা অস্থায়ী, কতটা অনিশ্চিত! হয়তো শুধু একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য তাকে চিরবিশ্রামের দেশে পাঠিয়ে দিল।

আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।

দয়া করে এই পোস্টটি শেয়ার করুন, হয়তো তার স্বজনের কাছে খবর পৌঁছে যাবে…

Colected

04/07/2025

ভালোবাসা অনুভবে, দূর থেকে সুন্দর😔
Suvendu

🇧🇩 স্বপ্ন সত্যি হলো! এশিয়া কাপে বাংলাদেশ! 🎉তুর্কিস্তান ও বাহরাইনের ম্যাচটি ড্র হওয়ায় নিশ্চিত হলো — বাংলাদেশ এবার এশিয়া...
04/07/2025

🇧🇩 স্বপ্ন সত্যি হলো! এশিয়া কাপে বাংলাদেশ! 🎉

তুর্কিস্তান ও বাহরাইনের ম্যাচটি ড্র হওয়ায় নিশ্চিত হলো — বাংলাদেশ এবার এশিয়া কাপে খেলবে!
এই আনন্দ শুধু একটি দলের নয়, পুরো জাতির। অপেক্ষা, লড়াই আর বিশ্বাসের ফল আজ আমরা পাচ্ছি।

তরুণ ফুটবলারদের অক্লান্ত পরিশ্রম, সমর্থকদের নিঃশর্ত ভালোবাসা — সব কিছু মিলেই আজকের এই অর্জন।
এগিয়ে চলো লাল-সবুজ! 🌟

চোখে এখন নতুন স্বপ্ন — এবার এশিয়া কাপ! 🔥






#লালসবুজেরযোদ্ধা
#আমরাইবাংলাদেশ

Address

Patenga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suvendu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suvendu:

Share