Way To Reality

Way To Reality একটা পবিত্র আত্মা নিয়ে, রবের নিকট প্রত্যাবর্তন করতে চাই।

ভাবছেন—কীভাবে বদলাতে হবে জীবন আর জীবনের দর্শন, তাই তো?

একেবারে সহজ। আপনাকে দাঁড়াতে হবে আপনার রবের সামনে। কোনো এক ভোরবেলা কিংবা উদাস দুপুরে এক কাপ চা অথবা কফি হাতে নিয়ে দূরদ্বিগলয়লীন নীল আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকুন আপনার জীবনের উদ্দেশ্য কী, কেন সৃষ্টি করা হয়েছে আপনাকে। নিজেকে প্রশ্ন করুন—যেভাবে কাটছে আপনার নিত্যকার দিন, যেভাবে ফুরোচ্ছে হায়াতের সময়, আদৌ কি সেভাবে জীবন পার করার কথা?

মৃত্যুর

মতো এক অনিবার্য সত্যের দিকে দৌড়ে যাচ্ছেন আপনি—প্রতিদিন একটু একটু করে পৌঁছে যাচ্ছেন সেই অন্তিম মুহূর্তের আরও নিকটে। তবে মৃত্যুই কি আপনার জীবনের পরিসমাপ্তি? এর পর কি আরেকটা জীবন আপনার জন্য অপেক্ষা করে নেই, যে জীবন হবে অনন্ত অসীমের? যদি আপনার হৃদয় সায় দিয়ে বলে—‘হ্যাঁ, সেই জীবন আমার জন্য অপেক্ষা করে আছে’, তাহলে আপনার আপন খেয়ালকে পরের প্রশ্ন করুন—সেই পরম বাস্তব জীবনের জন্য আপনার প্রস্তুতি কী?

জীবনের দর্শন বদলানো মানে হলো জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জায়গা দেওয়া। তাঁকে ভালোবাসা এবং ভয় করা। সাধারণত কাউকে ভয় পেলে আমরা তার কাছ থেকে পালিয়ে বেড়াই। দূরে দূরে থাকি। কিন্তু আল্লাহকে ভয় পাওয়াটা একেবারেই অন্য জিনিস! এই ভয় যতো বেশি প্রকট হয়, আমরা ততোই আল্লাহর কাছাকাছি চলে আসি৷

05/09/2025

নবীজি ﷺ ভালোবাসা নয় শুধু নাম,
এ ভালোবাসা ঈমানের প্রমাণ।

30/08/2025

🌙 রাত যত অন্ধকার হয়, ভোর তত নিকটে আসে—তেমনি কষ্টের পরেই আসে সহজি। 💫

25/08/2025

আরব মরুভূমি।

21/08/2025

মদিনা আমার হৃদয়ের আশ্রয়।

19/08/2025

“লাশ হওয়ার আগেই ফিরতে হবে রবের কাছে"

লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক।
17/08/2025

লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক।

09/08/2025

এত তাড়াহুড়ো করছো কেনো!
মৃত্যুর দিকেই যেহেতু যাচ্ছো - ধীরে যাও!

08/10/2023

চন্দ্রনাথ পাহাড়,সীতাকুণ্ড,চট্টগ্রাম
আল্লাহর অপরুপ সৃষ্টি।

Address

Chattogram
Chittagong
4207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Way To Reality posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share