Momin Tonu's Tiny World

Momin Tonu's Tiny World Momin Tonu's tiny world একটি পারসোনাল ব্লগ এবং টেক রিলেটেড পেইজ ।আমাদের সাথে থেকে অজানাকে জানুন

প্রত্যেক বাবা মা'দের বলবো বাসায় কিংবা স্কুল কোচিং মাদ্রাসায়  আপনার মেয়ে সন্তানদের পড়তে পাঠানোর সময়টা নজরদারিতে রাখুন।যে ...
26/01/2025

প্রত্যেক বাবা মা'দের বলবো বাসায় কিংবা স্কুল কোচিং মাদ্রাসায় আপনার মেয়ে সন্তানদের পড়তে পাঠানোর সময়টা নজরদারিতে রাখুন।যে প্রতিষ্ঠানে পড়তে যাচ্ছে সেখানে খোঁজ খরব নিন যে অসৎ কোন টিচার আছে কিনা৷। বাসায় হলে যতটুকু সম্ভব পাহাড়ায় রাখুন।।একটু অবহেলায় আপনার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করবেন না।।

জামাই মরছে তনির আর কান্দে এই বেডি কি নির্লজ্জ মহিলা🤪🤪🤪
18/01/2025

জামাই মরছে তনির আর কান্দে এই বেডি কি নির্লজ্জ মহিলা🤪🤪🤪

25/12/2024

এই গভীররাতে সচিবালয়ের ৭নং ভবনে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। সকল গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষা পাক, ক্ষয়ক্ষতি কম হোক— ওপরওয়ালার কাছে এটাই প্রার্থনা।

আমার শরীরের যেকোন অংশ বিক্রি করতে চাই😭😭পোষ্টারটি চট্টগ্রাম জিইসি ওয়েল পার্কের সামনে খাম্বার মধ্যে কোন এক অসহায় লাগিয়ে গি...
23/12/2024

আমার শরীরের যেকোন অংশ বিক্রি করতে চাই😭😭

পোষ্টারটি চট্টগ্রাম জিইসি ওয়েল পার্কের সামনে খাম্বার মধ্যে কোন এক অসহায় লাগিয়ে গিয়েছে।।কতটা অসহায় আর দুর্দশায় থাকলে মানুষ এমন সিদ্ধান্ত নিতে পারে একবার চিন্তা করুন।।কতটা নিদারুন কষ্টে থাকলে একটা মানুষ নিজের শরীরের অমূল্য সম্পদ গুলো বিক্রি করতে চায় একবার চিন্তা করুন😭😭😭।।

01/12/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

আল্লাহ যাকে সম্মানী করেন তার সম্মান নষ্ট করার ক্ষমতা পৃথিবীর কারো নেই।।  খালেদা জিয়ার প্রতি বাংলার মানুষের অকৃত্রিম ভালো...
22/11/2024

আল্লাহ যাকে সম্মানী করেন তার সম্মান নষ্ট করার ক্ষমতা পৃথিবীর কারো নেই।। খালেদা জিয়ার প্রতি বাংলার মানুষের অকৃত্রিম ভালোবাসা একটা ইতিহাস হয়ে থাকবে।।চাইলে তিনি পালিয়ে গিয়ে বিদেশে আয়েশি জীবন পার করতে পারতেন কিন্তু তিনি তা করেননি।সত্যের প্রতি অবিচল থেকে লড়াই করে গেছে দীর্ঘ ১৬ বছর।।আর তিনি সর্বোচ্চ সম্মানের জায়গা দখল করে আছে বাংলার আপামর গন মানুষের।

মহাখালী রেলগেটে তিতুমীর কলেজ এর শিক্ষার্থীরা রেললাইন ব্লক করে রেখেছে এবং ঢাকার সাথে সারাদেশের রেল চলাচল আপাতত বন্ধ🥲, উপক...
18/11/2024

মহাখালী রেলগেটে তিতুমীর কলেজ এর শিক্ষার্থীরা রেললাইন ব্লক করে রেখেছে এবং ঢাকার সাথে সারাদেশের রেল চলাচল আপাতত বন্ধ🥲,
উপকূল এক্সপ্রেস আটকিয়ে ট্রেনের উপর হামলা চালানো হয়েছে। অনেক যাত্রী আহত🥲।

দাবী আদায় করার মৌসুম চলছে, তাতে যেভাবেই হোক তাদের দাবী আদায় করতে হবে। 😥
কোনো স্টুডেন্ট এসব করতে পারে না আর যারা করছে তাদেরকে স্টুডেন্টও বলা যাবে না,
এসব কলেজকে বন্ধ করে দেওয়া দরকার, যেসব কলেজে এমন হিংস্র মনোভাবের স্টুডেন্ট লেখাপড়া করে। 💔

এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

এই অপরাধ গুলো করার মেন্টালিটি থাকলে পকেট ভর্তি টাকা পয়সা নিয়ে আইসেন প্লিজ 😁
16/11/2024

এই অপরাধ গুলো করার মেন্টালিটি থাকলে পকেট ভর্তি টাকা পয়সা নিয়ে আইসেন প্লিজ 😁

সরকারি ভাবে কাজের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।।প্রথম শিফট-সকাল ৮টা থেকে দুপুর ১২টাদ্বিতীয় শিফট-বিকাল-৪টা থেকে রাত-৮টাপ্রতি...
09/11/2024

সরকারি ভাবে কাজের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।।
প্রথম শিফট-সকাল ৮টা থেকে দুপুর ১২টা
দ্বিতীয় শিফট-বিকাল-৪টা থেকে রাত-৮টা

প্রতি শিফটের জন্য পাবে-৫০০টাকা করে।

সরকারের এই উদ্যােগকে স্বাগত জানাই।।সাধারন শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং কাজের সুযোগ তৈরি হবে।পাশাপাশি বেকার সমস্যার অনেকটা সমাধান হবে এবং রাষ্ট্রের টাকা সেভ হবে।

।।উচ্চ নিরাপত্তা বিজ্ঞপ্তি।। সচেতন থাকুন যে, একদল লোক সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা -কর্মচারী হিসেবে পরিচয় ...
29/10/2024

।।উচ্চ নিরাপত্তা বিজ্ঞপ্তি।।

সচেতন থাকুন যে, একদল লোক সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা -কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে ঘরে ঘরে যাচ্ছে। তাদের কাছে সরকারী অফিস থেকে নথি এবং লেটারহেড রয়েছে এবং দাবি করবে যে তাদের পরবর্তী আদমশুমারির জন্য প্রত্যেকের বৈধ পরিচয়পত্র আছে কিনা তা পরীক্ষা করতে ঘরে ঢুকতে চাইবে এবং তারপরে তারা চুরি -ডাকাতি করবে। তারা দেখতে স্মার্ট এবং আড়ম্বরপূর্ণ চেহারায় দেখা যাবে। কেউ আপনার বাড়িতে এসে বলবে আমি আপনার ছবি/আঙুলের ছাপ নিতে চাই। তথ্য সংগ্রহকারী হিসাবে, তাদের কাছে একটি ল্যাপটপ, একটি বায়োমেট্রিক ডিভাইস এবং সমস্ত নামের তালিকা রয়েছে। তারা তালিকা দেখাবে এবং সমস্ত তথ্য চাইবে। জেনে রাখুন আপাতত: সরকারের পক্ষ থেকে এখনও এরকম কোনো উদ্যোগ নেয়নি। জেনে রাখুন এই সব মিথ্যা। তাদেরকে কোনো তথ্য দেবেন না। সবাইকে সজাগ ও সচেতন হতে হবে। আপনার পরিচিত ও সম্প্রদায়ের সমস্ত গ্রুপে এটি পাঠান। আপনার পরিবার এবং বন্ধুদের জানান।

(নির্ভরযোগ্য সূত্র)।

নিষিদ্ধ হলো ছাত্রলীগকথায় আছে ক্ষমতার অপব্যবহার, অহংকার এবং দাম্ভিকতা নিশ্চয়ই পতনের জন্য যথেষ্ট।
23/10/2024

নিষিদ্ধ হলো ছাত্রলীগ
কথায় আছে ক্ষমতার অপব্যবহার, অহংকার এবং দাম্ভিকতা নিশ্চয়ই পতনের জন্য যথেষ্ট।

Address

2No. Road Halishahar Housing Estate
Chittagong
4223

Alerts

Be the first to know and let us send you an email when Momin Tonu's Tiny World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share