SURE ME

SURE ME Work to change your life

Essential for technician
09/11/2025

Essential for technician

05/10/2025
শীতে এসি বন্ধ রাখার আগে যে সব কাজগুলো আপনাকে করতে হবে। ১ প্রথম যে কাজটা দরকার, সেটা হল ব্যবহার না করলে এসি আনপ্লাগ করে র...
02/10/2025

শীতে এসি বন্ধ রাখার আগে যে সব কাজগুলো আপনাকে করতে হবে।

১ প্রথম যে কাজটা দরকার, সেটা হল ব্যবহার না করলে এসি আনপ্লাগ করে রাখা- এতে শর্ট সার্কিটের ভয় থাকবে না।

২. এবার আসা যাক পরিষ্কারের বিষয়ে। এসির ফিল্টার দিয়ে শুরু করা যাক। স্প্লিট এসি হলে সামনের ঢাকনাটা আলতো করে তুলে ফিল্টার বের করে নিলেই হল। উইন্ডো এসির ক্ষেত্রে ফ্রন্ট প্যানেল খুলে তা বের করতে হবে। এর পর পানি দিয়ে ধুয়ে নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে লাগিয়ে দিলেই হল

৩. এসির ভিতরে থাকে ইভাপোরেটর কয়েল আর বাইরে থাকে কনডেনসার কয়েল। দুটোই সাফ রাখা দরকার। স্প্লিট এসি হলে সামনের ঢাকনাটা আলতো করে তুলে একটা নরম পরিষ্কার কাপড় দিয়ে ইভাপোরেটর কয়েল মুছে নিতে হবে। আউটডোর ইউনিটের ক্ষেত্রে কয়েল ক্লিনার স্প্রে ব্যবহার করলে ভাল হয়, কেন না কনডেনসার কয়েলে ধুলো জমে বেশি।

৪. অনেকেই নিশ্চয়ই দেখেছেন সার্ভিসিংয়ের সময়ে ইঞ্জিনিয়াররা একটা টুথব্রাশ দিয়ে এসির ভিতরে একটা জায়গা সাফ করেন। ওটাকে বলে ফিন। আমাদেরও টুথব্রাশ দিয়েই তা করতে হবে। কোনও ফিনে বেন্ট থাকলে ফিন কম্ব দিয়ে তা আলতো করে সোজা করে দিতে হবে।
৫. এসির আর্দ্রতা যে অংশ শুষে নেয়, তাকে বলে কনডেনসেশন লাইন। এই জায়গাটা খুঁজে বের করে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে জমে থাকা ময়লা টেনে বের করে আনতে হবে।

৬. সবশেষে আসে আউটডোর ইউনিটের কথা। ওটায় ময়লা জমে সবচেয়ে বেশি। তাই ওটা জল দিয়ে ধুতে হবে। একটা পাইপ দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে ধোওয়া যায়। তবে খুব বেশি জল দেওয়া চলবে না, যাতে মেশিনের ক্ষতি না হয়।

৭. বাকি থাকে কেবল দুটো কাজ। এর পর ইনডোর আর আউটডোর দুই ইউনিট ঢেকে রাখতে পারলে ভাল হয়। তাতে ধুলো জমবে না।

এসি এবং ওয়াশিং মেশিন ব্যাবহারের নিয়ম জানতে Washing Machine & AC USER OF BANGLADESH গ্রুপে জয়েন করুন।

আপনার এসি সার্ভিসিং করাতে চাইলে আমাদের SURE ME
পেজে যোগাযোগ করুন

প্রয়োজনে পোষ্ট টি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন।

Gree+ অ্যাপের নতুন Power Setting ফিচার!Gree+ অ্যাপে সম্প্রতি যুক্ত হয়েছে একটি নতুন ফিচার যার নাম Power Setting । অনেকেই...
01/10/2025

Gree+ অ্যাপের নতুন Power Setting ফিচার!

Gree+ অ্যাপে সম্প্রতি যুক্ত হয়েছে একটি নতুন ফিচার যার নাম Power Setting । অনেকেই এটি দেখে কনফিউজড হন আসলে এর কাজ কী। সহজভাবে বললে এটি হলো এমন একটি ফিচার যা আপনার এসি কতটুকু শক্তি ব্যবহার করবে তা নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে বিদ্যুৎ খরচ বাঁচানো যায়, এসির আয়ু বাড়ানো যায় এবং ব্যবহার হয় আরও নিরাপদ।

Power Setting কিভাবে কাজ করে?
•এটি এসির কম্প্রেসর এবং ফ্যানের কাজকে সীমিত শক্তিতে চালায়
•এসি সর্বোচ্চ পাওয়ার ব্যবহার না করে নির্দিষ্ট পরিমাণে সীমাবদ্ধ থাকে
•ইনভার্টার এসিতে সবচেয়ে ভালো কাজ করে কারণ প্রয়োজন অনুযায়ী পাওয়ার ওঠানামা করতে পারে
•এর ফলে এসি ঘর ঠাণ্ডা করবে তবে ধীরে ধীরে এবং সাশ্রয়ীভাবে

কেন ব্যবহার করবেন?
1.বিদ্যুৎ খরচ কমানোর জন্য – কম শক্তিতে কাজ করার কারণে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমে আসে
2.দীর্ঘ সময় এসি চালানোর জন্য – সারাদিন বা রাতভর চালাতে চাইলে এটি অনেক সাশ্রয়ী
3.নিরাপত্তার জন্য – অনেক সময় বাসার লাইন দুর্বল থাকে, এই সেটিং ব্যবহার করলে অতিরিক্ত লোড পড়ে না
4.এসি-এর আয়ু বাড়ানোর জন্য – কম শক্তিতে কাজ করার কারণে যন্ত্রাংশের উপর চাপ কম হয়
5.পরিবেশবান্ধব ব্যবহার – বিদ্যুৎ খরচ কম মানেই পরিবেশের উপরও চাপ কম

কখন ব্যবহার করবেন
• গরম তুলনামূলক কম হলে
• বিদ্যুৎ বিল কমাতে চাইলে
• বাসায় বিদ্যুৎ সরবরাহ দুর্বল হলে
• দীর্ঘ সময় এসি চালানোর পরিকল্পনা থাকলে
• ঘর আগে থেকেই ঠাণ্ডা এবং শুধু টেম্পারেচার ধরে রাখতে চাইলে

#সতর্কতা:
•এই সেটিং অন করলে এসি তাড়াতাড়ি ঘর ঠাণ্ডা করতে পারবে না, একটু সময় বেশি লাগবে
•বেশি গরমের সময় দ্রুত কুলিং দরকার হলে এটি ব্যবহার না করাই ভালো
•খুব বেশি কম শক্তিতে সেট করলে বাতাসের প্রচলন কমে যেতে পারে এবং ঘরের আরাম কম লাগতে পারে
•সব মডেলে এক রকমভাবে কাজ নাও করতে পারে, তাই নিজের এসির মডেল অনুযায়ী ম্যানুয়াল দেখে নেওয়া উচিত

সংক্ষেপে বলতে গেলে, Gree+ অ্যাপের Power Setting হলো এক ধরনের Energy Saving ফিচার। যখন বিদ্যুৎ বাঁচাতে চান বা এসি দীর্ঘ সময় চালাতে চান তখন এটি ব্যবহার করুন। আর যখন খুব গরমে দ্রুত ঠাণ্ডা দরকার তখন সাধারণ মোড ব্যবহার করুন।

(এসি সম্পর্কিত আরো নতুন নতুন তথ্য জানতে ফলো করতে পারেন Washing Machine & AC USER OF BANGLADESH এর ফেসবুক গ্রুপ। 😊)

আপনার প্রয়োজনীয় এসি টি সার্ভিস করুন দক্ষ ও
অভিজ্ঞ টেকনেশিয়ান দিয়ে।
এখনি যোগাযোগ করুন 01642750602
Whatsapp 01642750602

 আপনার   এসি এখন ফোন দ্বারা কন্টল করুন! লগবেনা রিমোট ,Wi-Fi দিয়ে নিয়ন্ত্রণ করুন যেকোনো জায়গা থেকে!ধাপসমূহ :(এসিতে ওয়াইফ...
01/10/2025


আপনার এসি এখন ফোন দ্বারা কন্টল করুন! লগবেনা রিমোট ,Wi-Fi দিয়ে নিয়ন্ত্রণ করুন যেকোনো জায়গা থেকে!

ধাপসমূহ :
(এসিতে ওয়াইফাই সেটাপের পুরো প্রসেসটি ভিডিও আকারে আমাদের Gree Ac Showroom এর পেইজে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন।😊)
1. Gree+ অ্যাপ ডাউনলোড করুন।

2. রিমোট কন্ট্রোলে থাকা “Wi-Fi” বোতামটি 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখুন যতক্ষণ না এসির বিপ শব্দ না হয়।

3.অ্যাপ খুলে রেজিস্টার করুন। সর্ভার দিবেন Bangladesh

4.এখন অ্যাপে “Add Device” চাপ দিন এবং “Air Conditioner” নির্বাচন করুন।

5.আপনার মোবাইলের সাথে যুক্ত Wi-Fi নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড দিন। (শুধুমাত্র 2.4GHz নেটওয়ার্ক সাপোর্ট করে)

6.এসি কানেক্ট করুন:
এখন অ্যাপের নির্দেশনা অনুযায়ী এসিকে Wi-Fi-এর সাথে কানেক্ট করুন। সফলভাবে কানেক্ট হলে অ্যাপে আপনার এসি দেখা যাবে।

Ac সম্পর্কিত নিত্যনতুন তথ্য অথবা যেকোনো সমস্যা সমাধানে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। 😊
আপনার এসি সার্ভিস করাতে চাইলে সরাসরি যোগাযোগ করুন আমাদের রিকমেন্ড সার্ভিস সেন্টার SURE ME তে
অথবা কল/ হোয়াটস এপ করুন 👉01642750602 নাম্বারে

25/09/2025

এসি বিস্ফোরণের কারণ:
বহু মানুষ জানে না যে, এসি শুধু গরমের সময়েই আমাদের সহায়ক নয় এর ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন না করলে সেটি হতে পারে বিপদের কারণ। এসি বিস্ফোরণ বা দুর্ঘটনার পেছনে বেশ কিছু কারণ থাকে:

কনডেনসারে ময়লা জমা

এসির কনডেনসারে ময়লা জমে গেলে, কমপ্রেসরে অতিরিক্ত তাপ এবং চাপ তৈরি হতে পারে, যা বিস্ফোরণের কারণ হতে পারে। তাই এসির কনডেনসার পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাইপের ব্লকেজ

এসির ভেতরের পাইপে কোনো ব্লকেজ থাকলে গ্যাস প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, যার ফলে এসির ভেতরের চাপ বেড়ে যায়। এর ফলস্বরূপ কমপ্রেসর বিস্ফোরিত হতে পারে।

অতিরিক্ত রেফ্রিজারেন্ট চার্জ

কমপ্রেসরের মধ্যে নির্ধারিত মাত্রার বেশি রেফ্রিজারেন্ট চার্জ করলে ভিতরের চাপ অত্যধিক বাড়ে, যা বিস্ফোরণ ঘটাতে পারে।

ভ্যাকুয়াম প্রক্রিয়া সঠিক না হওয়া

এসির ভ্যাকুয়াম প্রক্রিয়া যদি সঠিকভাবে না করা হয়, তাহলে ভেতরে চাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে বিপদ ডেকে আনতে পারে।

সঠিক সার্কিট ব্রেকার না ব্যবহার করা

এসি ব্যবহারের জন্য উপযুক্ত সার্কিট ব্রেকার না ব্যবহার করা হলে, অতিরিক্ত চাপের সৃষ্টি হয়ে বিপদের আশঙ্কা থাকে।

দুর্ঘটনা থেকে রক্ষা পেতে কী করবেন?
এসি ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং কিছু সহজ সাবধানতা মেনে চললে দুর্ঘটনা এড়িয়ে চলা সম্ভব। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো:

সঠিক কেব্‌ল এবং সার্কিট ব্রেকার ব্যবহার করুন

এসি ব্যবহারের জন্য উন্নতমানের এবং সঠিক স্পেকের পাওয়ার কেব্‌ল ব্যবহার করুন। তাছাড়া, সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার নিশ্চিত করুন যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়।

কনডেনসার পরিষ্কার রাখুন

নিয়মিত এসির কনডেনসার পরিষ্কার করুন। ময়লা জমে থাকলে এটি তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটায় এবং বিস্ফোরণের সম্ভাবনা তৈরি করতে পারে।

কমপ্রেসরের চাপ পরীক্ষা করুন

কমপ্রেসরের তাপমাত্রা এবং চাপ নিয়মিত পরীক্ষা করুন। যদি চাপ অনেক বেশি হয়ে যায়, তাহলে সেটি বিস্ফোরণের কারণ হতে পারে।

বিশ্বস্ত টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং করান

বছরে অন্তত দুইবার এসির সার্ভিসিং করান। বিশেষভাবে শীতকাল শেষে এসি পরিষ্কার করা বাধ্যতামূলক। অভিজ্ঞ এবং বিশ্বস্ত টেকনিশিয়ান দ্বারা এসির রেফ্রিজারেন্ট এবং পাইপলাইনের পরীক্ষা করান।

দক্ষ টেকনেশিয়ান দিয়ে সার্ভিস করাতে চাইলে যোগাযোগ করুন SURE ME অথবা কল করুন 01642750602

ভ্যাকুয়াম সঠিকভাবে করুন

এসির ভ্যাকুয়াম প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করতে হবে। এতে গ্যাসের সঠিক প্রবাহ নিশ্চিত হয় এবং চাপের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।

অতিরিক্ত রেফ্রিজারেন্ট চার্জ এড়িয়ে চলুন

এসির কমপ্রেসরে নির্দিষ্ট পরিমাণ রেফ্রিজারেন্ট চার্জ ব্যবহার করা উচিত। অতিরিক্ত রেফ্রিজারেন্ট চাপ সৃষ্টি করতে পারে এবং এটি বিপদ ডেকে আনতে পারে।

ভালো ব্র্যান্ডের এসি ব্যবহার করুন

সস্তা বা মানহীন এসি এবং কমপ্রেসর ব্যবহার করা থেকে বিরত থাকুন। ভালো ব্র্যান্ডের যন্ত্রাংশ ব্যবহার করলে আপনার এসি দীর্ঘস্থায়ী হবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যাবে।

দক্ষ টেকনেশিয়ান দিয়ে সার্ভিস করাতে চাইলে যোগাযোগ করুন Gree Ac Showroom অথবা কল করুন 01888-063431 নাম্বারে

Address

Chittagong

Opening Hours

Monday 09:30 - 22:00
Tuesday 09:30 - 22:00
Wednesday 09:30 - 22:00
Thursday 09:30 - 22:00
Friday 09:30 - 22:00
Saturday 09:30 - 22:00
Sunday 09:30 - 22:00

Telephone

+8801755696108

Alerts

Be the first to know and let us send you an email when SURE ME posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SURE ME:

Share