MD Muzibur Rahman

MD Muzibur Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD Muzibur Rahman, Digital creator, Chittagong.

25/08/2024

চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফটিকছড়িতে রেসকিউ করেন ২৩ আগস্ট ২৪ ইং বৃহঃবার রাত ২ টাই এই ২শিশুকে উদ্ধার করেন।

16/07/2024

কুত্তা বিশ্বস্ত প্রাণী, তাদের নিজের বিবেক থাকে না, তাই তারা মনীবের কথায় সব কিছু করতে পারে,অন্যায় হোক ন্যায়।

একটা সিনেমার ট্রেইলার শুরু করা হয় শুধুমাত্র ছাদের একটা ছবি দিয়ে। শুধুমাত্র সাদা একটা ছাদ। আর কিছু না।এক মিনিট যায়, দু...
02/07/2024

একটা সিনেমার ট্রেইলার শুরু করা হয় শুধুমাত্র ছাদের একটা ছবি দিয়ে। শুধুমাত্র সাদা একটা ছাদ। আর কিছু না।

এক মিনিট যায়, দুই মিনিট যায়, তিন মিনিট যায়। কিন্তু স্ক্রিনে কোন পরিবর্তন আসে না। সেই সাদা ছাদ এর ছবি। কোন নড়াচড়া নাই, রঙের পরিবর্তন নাই।

এভাবে ৬ মিনিট পার হয়ে যাওয়ার পর দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ অভিযোগ করলো, এই মুভি তাদের "মূল্যবান" সময় নষ্ট করছে। কেউ কেউ এতো কিছু না বলে স্রেফ উঠে চলে গেল। একটা সাদা ছাদের স্থিরচিত্র কতক্ষণ আর সহ্য করা যায়?

এরপর হঠাৎ করেই, ক্যামেরাটি ধীরে ধীরে ছাদ থেকে নিচে নামা শুরু করলো। এবং দেখা গেল, ছোট্ট একটা অসুস্থ বাচ্চা বিছানায় শুয়ে আছে। চোখ সেই ছাদের দিকে। স্পাইনাল কর্ডের সমস্যায় ভোগা বাচ্চাটা ঠাঁই তাকিয়ে ছিলো ঐ সাদা ছাদের দিকে।

এরপর ক্যামেরা আবারও উপরে উঠে গেল, আবারও পর্দায় ভেসে উঠলো সেই সাদা ছাদের দৃশ্য।

সিনেমাটি শেষ করার ঠিক আগে আগে দর্শকদের উদ্দেশ্য করে বলা হলো, আমরা মাত্র ৮ মিনিট এই দৃশ্যটা ধৈর্য্য ধরে দেখতে পারি নাই, কেউ অভিযোগ করেছি, কেউ আবার উঠে চলে গেছি। অথচ এই বাচ্চাটাকে তার সারাটা দিন, দৈনিক ২৪ ঘন্টাই এই দৃশ্য দেখেই কাটাতে হয়। অসুস্থতার কারণে সে ঘাড় পর্যন্ত নাড়াতে পারে না, হাঁটা চলা তো দূরের কথা।

যে জীবন আপনি মাত্র ৬ মিনিটের জন্যও যাপন করতে রাজি নন, সেই জীবন একটা শিশুকে যাপন করতে হচ্ছে বছরের পর বছর ধরে।

কাজেই, আল্লাহর কাছে নিজেকে নিয়ে অভিযোগ করার আগে আমাদের উচিত অন্যদের দিকেও একটু তাকানো। খোদার যে করুণা, যে দয়া আর যে রহমতগুলো আমরা নিশ্চিত হিসেবে ধরে নিই, কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই, সেসব দয়া, বা নিয়ামত না থাকলে আমাদের জীবন কেমন ভয়ঙ্কর হতে পারতো, সেটা নিয়েও কি আমাদের একটু চিন্তা করা উচিত না?

-সংগৃহিত

অতি সর্বক্ষেত্রেই ক্ষতি। অতিরঞ্জিত সবকিছু খারাপ। অতি লোভ, অতি ভোজন, অতি চালাকি, অতি কথন, অতি চাহিদা, অতি ঘুমান,অতি খরচ, ...
26/06/2024

অতি সর্বক্ষেত্রেই ক্ষতি। অতিরঞ্জিত সবকিছু খারাপ। অতি লোভ, অতি ভোজন, অতি চালাকি, অতি কথন, অতি চাহিদা, অতি ঘুমান,অতি খরচ, অতি কৃপণতা ইত্যাদি ইত্যাদি একেবারে পরিহার করে চলুন।দেখবেন অনাবিল শান্তিতে আছেন।

আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক,, গায়রত কী?সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।এটাই গায়রত।একজন গা...
23/06/2024

আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক,,

গায়রত কী?
সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।
এটাই গায়রত।
একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।
এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!!
আল্লাহুম্মাগফিরলী..!

ঘটনা ১
একদিন এক ব্যাক্তি আলি ইবনু আবি তালিব (রা) কে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে?
তিনি উত্তর দিলেন:
" যদি তোমার রক্ত হালাল হতো,তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম।"
[ ইবনে কাসীর,আল- বিদায়া ওয়ান- নিহায়া]

ঘটনা ২
মক্কার এক মুশরিক তার উটকে জবেহ
করে দিচ্ছিলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উট টি জবেহ কেন করলেন?
আপনার টাকার প্রয়োজন হলেত বিক্রি করে দিতে পারতেন।
তখন লোকটি বললো,
এই উটের উপর আমার মহিলারা বসতো, বিক্রি করে দিলে এই উটের উপর অন্যপুরুষ বসবে এটা আমার সহ্য হবে না,
তাই এই উটই আমি রাখবো না।
একজন মুশরিক হওয়া সত্বেও তার কত গায়রত!!!
আর আমাদের ভাই- বোনদের কি দশা??
আস্তাগফিরুল্লাহ্

গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ। রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۲۰﴾
আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।
(সুরা হাদীদ-২০)

এবং সেদিন জাহান্নামকে আনা হবে!
সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
(সূরা ফাজর,আয়াত-২০)
স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!!
বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে!!
বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে!
আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড!

আল্লাহুম্মাগফিরলী
আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা,,,
অনেকে গায়রত কি সেটাও জানেনা
হায় আফসোস!

এই উম্মাহর কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে এমন নজির নাই।
হায় আফসোস!
এই উম্মার পুরুষরা আজ জানেই না
গায়রত কী?
মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম।
বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা
গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।
ইয়া রব বুঝার তৌফিক দান করুন আমি সহ আমার সকল মুসলিম ভাই বোনকে।
কালেক্টেড,,

এই তীব্র গরমের সময় এমন বাবা সমতুল্য মুরুব্বিদের রিক্সায় না উঠে তাদের কিছু সাহায্য করুন,  হয়তো এই উছিলায় কাল কিয়ামতে জাহা...
23/04/2024

এই তীব্র গরমের সময় এমন বাবা সমতুল্য মুরুব্বিদের রিক্সায় না উঠে তাদের কিছু সাহায্য করুন, হয়তো এই উছিলায় কাল কিয়ামতে জাহান্নামের কঠিন আগুনের তাপ আপনার জন্য হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ।

মুফতি আরিফ বিন হাবিব হাঃফিঃ টাইমলাইন থেকে নেয়া পোস্টটি ছড়িয়ে দিন বেশি বেশি করে।⚠️ প্রিয় বোন, আপনি কি জানেন বাংলাদেশের ম...
23/04/2024

মুফতি আরিফ বিন হাবিব হাঃফিঃ টাইমলাইন থেকে নেয়া

পোস্টটি ছড়িয়ে দিন বেশি বেশি করে।

⚠️ প্রিয় বোন, আপনি কি জানেন বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে নিয়ে উ•গ্র হি'ন্দু'ত্ব'বা'দী'রা কি কি নোং•ড়া ষ'ড়'য'ন্ত্র করছে❓

তারা কিন্তু দেখবে না আপনি ধার্মিক নাকি স্যা'কু'লা'র, কনজারভেটিভ নাকি আধুনিক, প্র্যাকটিসিং নাকি নন প্র্যাকটিসিং, পর্দা করেন নাকি করেন না। এসবের কিছুই তারা দেখছে না। আপনি মুসলিম মানেই আপনি তাদের টা'র্গে'ট!

ℹ️ উ•গ্র হি'ন্দু'ত্ব'বা'দী'রা যেভাবে আমাদের বোনদেরকে ফাঁ•দে ফে'ল'ছে:

#এক - সাইকোলজিক্যাল ও[য়া]র

👉🏽 আমি তোমার জন্য মুসলিম হতে চাই!

তারা কোনো মুসলিম বন্ধুর কাছে ইসলাম শিখতে চায় না। কোনো আলেমের কাছ থেকেও ইসলাম শিখতে চায় না। শুধু মুসলিম মেয়েদের কাছ থেকেই ইসলাম শিখতে চায়।
তারা ভা'র্জি'ন না হলে বি'য়ে করতে চায় না। ভা[র্জি'নি]টি চে'কে'র আ'ড়া'লে, বা ভালোবাসার প্র'মা'ণ পেতে বিয়ের আগে ই[ন্টি'মে]ট করতে চায়, এবং সেই ভি'ডি'ও গো[প]নে ধা[র]ণ করতে চায়। অতঃপর ব্ল্যা[ক'মে]ই'ল করে ভা'র'তে পা•চা•র করে নি[ষি]দ্ধ জা'য়'গা'য় বি•ক্রি করে দিতে চায়, নয়তো হি•ন্দু হবার জন্য চা•প দেয়।

#দুই - ফরগিভন্যাস ও[য়া]র

👉🏽 তাদের ধারণা মুসলিম মেয়েদের সাথে শা'রী'রি'ক স[ম্প]র্ক করলে:-
• পাপ মোচন হবে।
• সাত মন্দির বানানোর মতো পূণ্য হবে।
• বা[ব]রি মসজিদ ভা[ঙা]র মতো পূণ্য হবে।

#তিন - স্লিপিং পি•ল ও[য়া]র

👉🏽 মুসলিম না'রী'দে'র খাবারের সা'থে কৌ(শলে) স্লিপিং পি•ল মি'শি'য়ে ধ[র্ষ]ণ করে, সেটি গো[প]ন ক্যা[মে]রা'য় রে[ক]র্ড করে হি•ন্দু হবার জন্য ব্ল্যাক[মেইল] করা তাদের পুরনো কৌ(শল)। এক্ষেত্রে মুসলিম মে'য়ে'টি হি•ন্দু না হলে ভি[ডি]ও অ'ন'লা'ই'নে ছ[ড়ি]য়ে দেবার হু[ম]কি দেওয়া হয়।

#চার - ব্ল্যা'ক ম্যা[জি'ক] ও[য়া]র

👉🏽 ভা'র'ত ও বাংলাদেশের অসংখ্য মুসলিম মে'য়ে'রা যে হি•ন্দু হচ্ছে তার অন্যতম কারণ এই ব্ল্যা'ক ম্যা[জি'ক]। মুসলিম মে'য়ে'কে ব্ল্যা'ক ম্যা[জি'কে]র মাধ্যমে ধ[র্মা'ন্ত]রি'ত করা, পা•চা•র করা এবং পরে নি[ষি]দ্ধ জা'য়'গা'য় বি•ক্রি করে দেওয়ার অসংখ্য প্র'মা'ণ পেয়েছি আমরা।

#পাঁচ - মুসলিম প'রি'চ'য়ে স'ম্প'র্ক/বি'য়ে

👉🏽 যখন উপরে উল্লেখিত কোনো উপায়ই তারা কাজে লাগাতে পারে না, তখন নিজেকে তারা মুসলিম হি'সে'বে প'রি'চ'য় দিয়ে মুসলিম মে'য়ে'দে'র সাথে স'ম্প'র্ক/বি'য়ে করে।

Copy post

জন সচেতনতা।
17/04/2024

জন সচেতনতা।

তেমন কিছু না, বন্ধু বউ দেখতে গেছিলো🤣🤣😂😂😂🤣।
15/04/2024

তেমন কিছু না,
বন্ধু বউ দেখতে গেছিলো🤣🤣😂😂😂🤣।

ইমানী ভাইদের জন্য ঈদ মোবারক। ভালোবাসা রইল ইরান, এমন এক উপহার দেওয়ার জন্য ফিলিস্তিনে ও মুসলিম জাতির জন্য।
15/04/2024

ইমানী ভাইদের জন্য ঈদ মোবারক।
ভালোবাসা রইল ইরান, এমন এক উপহার দেওয়ার জন্য ফিলিস্তিনে ও মুসলিম জাতির জন্য।

এমনি সুখ খুঁজে নাহি পাই,ভুবনের কোনো কোণে।তুমি আমার জন্মভূমি, তাই বারবার ফিরে যেতে ইচ্ছে করে তোমারি চরণে। নাহি পাই সেই স্...
13/04/2024

এমনি সুখ খুঁজে নাহি পাই,
ভুবনের কোনো কোণে।
তুমি আমার জন্মভূমি, তাই বারবার ফিরে যেতে ইচ্ছে করে তোমারি চরণে।
নাহি পাই সেই স্নিগ্ধ বাতাসের সুঘ্রাণ, যাহা তোমারি চরণে।
আমার প্রিয় মাতৃভূমি, তুমি আমার অহংকার,কি করে ভূলি তোমারে?

তাকব্বাল্ মিন্নি ওয়া মিনকা 🤲🤲🤲ঈদ মোবারক 🥰🥰🥰
11/04/2024

তাকব্বাল্ মিন্নি ওয়া মিনকা 🤲🤲🤲
ঈদ মোবারক 🥰🥰🥰

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Muzibur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share