27/08/2025
একটি খোলা চিঠি ❤️
অজানা কারো প্রতি
প্রিয়তমা,
তোমার প্রতি আমার ভালোবাসা কেবল অনুভূতির নয়, বরং এক আমানত—যা আমি আল্লাহর সন্তুষ্টির পথে রাখতে চাই। আমি চাই আমাদের সম্পর্ক হোক হালাল বন্ধনে, যেখানে প্রতিটি হাসি হবে সওয়াব, প্রতিটি দৃষ্টি হবে দোয়া, আর প্রতিটি মুহূর্ত হবে জান্নাতের পথে এক পদক্ষেপ। আমি তোমাকে শুধু দুনিয়ার জন্য চাই না, বরং চাই আখিরাতেও পাশে থাকার জন্য, যেন আমরা জান্নাতের বাগানে হাত ধরে হেঁটে যাই আল্লাহর রহমতের ছায়ায়—চিরদিনের জন্য। প্রিয়তমা, আমার প্রেম হোক দোয়ার মতো, যা প্রতিদিন তোমার জন্য উর্ধ্বে ওঠে এবং শেষ পর্যন্ত আমাদের মিলন ঘটায় আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের প্রতিশ্রুতিতে।