
04/05/2024
লাখ টাকার বাগান খাবে এক টাকার ছাগলে একটা প্রবাদ আছে।
ঠিক সেইরকমই আপনার নির্মাণ কাজে আপনি খরচ করতেছেন ঠিকই কিন্তু সঠিক ভাবে খরচ হচ্ছে কিনা সেটা আপনার জানা নেই।
ছবির প্রজেক্টের কাজের অবস্থা দেখলে বুঝা যায় কতটা নরমাল ভাবে নিয়েছে আপনার কষ্টের অর্জিত অর্থের স্বপ্নকে..!
নিম্নোক্ত কাজের ভুল গুলো কন্ট্রাক্টর চাইলে সমাধান করতে পারতো কিন্তু করেনি,
প্রথমত আপনি এই বিষয়ে জানেন না দ্বিতীয়ত তার পরিশ্রম/ শ্রমিক বেশি লাগতো।
বাড়ির মালিক হয়ে নির্মাণ কাজে যে ভুল গুলোকে আপনি ছোট ভেবে নিচ্ছেন সেই ভুল গুলোর জন্য আপনাকে একসময় আপসোস করতে হবে। আপনার কষ্টের অর্জিত অর্থের স্বপ্নের বাড়িতে আপনার আর আপনার ভবিষ্যৎ প্রজন্মকে থাকতে হবে তাই এর ফল আপনাদেরই ভোগ করতে হবে। তাহলে কেনো এত অবহেলা???
অল্প কিছু খরচ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের যায়গায় মরণ ফাঁদ তৈরি করে রেখে যাচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য.!
সঠিক পরিকল্পনা ড্রয়িং ডিজাইন নিয়ে কাজ করুন কাজ সুন্দর এবং নিরাপদ হবে খরচের সঠিক ব্যবহার হবে।
ভালো এবং দক্ষ কোন কন্ট্রাক্টর কখনো ড্রয়িং ছাড়া কাজ করবে না এবং ইঞ্জিনিয়ার নিয়ে বাজে মন্তব্য করবে না, আপনাকে কুপরামর্শ দিবে না, যখন দেখবেন আপনার কন্ট্রাক্টর এসব করে তখনি বুঝতে হবে তার মধ্যে সমস্যা আছে৷
আবার যদি কোন কন্ট্রাক্টর দাবী করে কাজের রেট কম দিয়েছে বলে কাজের মান খারাপ, তাহলে আমি মনে করি এটা কন্ট্রাক্টরের ভুল, রেটে কমে যে কাজ নিয়ে আপনি এখন ভালো আছেন সেই কাজ গুলো একদিন আপনা৷ জন্য হুমকি হয়ে দাঁড়াবে। কারণ আপনার আজকের কাজ আগামীর কাজের পথ তৈরি করবে৷
................................................................
বিল্ডিং বিষয়ক পরামর্শ, ডিজাইন-ড্রইং, 3D ভিউ, খরচের হিসাব, রাজউক/পৌরসভা প্লান অনুমোদন, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে ও সাইটসুপারভিশন এর জন্য যোগাযোগ করুন-
Design Build Harmony (DBH)
Contact:
📱01690153807(IMO+WHAT'SAPP)
#স্ট্রাকচারাল #আর্কিটেকচার #ইলেকট্রিক্যাল #প্ল্যাম্বিং #বাড়িরডিজাইন
#ফ্লোরপ্ল্যান #মাটিপরিক্ষা #ডুপ্লেক্সডিজাইন #ল্যান্ডস্কেপডিজাইন #৩ডি #ইন্টেরিয়রডিজাইন #বিল্ডিংকনস্ট্রাকশন #পৌরশিট #ডিজিটালসার্ভে #সাইটসুপারভিশন।