Md Kamrul Hasan Zahid

Md Kamrul Hasan Zahid Welcome to our page.All of our design only for you. I am very optimistic and cheerful, I can quickly integrate into the work environment.

I am a person who loves my job.

লাখ টাকার বাগান খাবে এক টাকার ছাগলে একটা প্রবাদ আছে। ঠিক সেইরকমই আপনার নির্মাণ কাজে আপনি খরচ করতেছেন ঠিকই কিন্তু সঠিক ভা...
04/05/2024

লাখ টাকার বাগান খাবে এক টাকার ছাগলে একটা প্রবাদ আছে।
ঠিক সেইরকমই আপনার নির্মাণ কাজে আপনি খরচ করতেছেন ঠিকই কিন্তু সঠিক ভাবে খরচ হচ্ছে কিনা সেটা আপনার জানা নেই।
ছবির প্রজেক্টের কাজের অবস্থা দেখলে বুঝা যায় কতটা নরমাল ভাবে নিয়েছে আপনার কষ্টের অর্জিত অর্থের স্বপ্নকে..!
নিম্নোক্ত কাজের ভুল গুলো কন্ট্রাক্টর চাইলে সমাধান করতে পারতো কিন্তু করেনি,
প্রথমত আপনি এই বিষয়ে জানেন না দ্বিতীয়ত তার পরিশ্রম/ শ্রমিক বেশি লাগতো।
বাড়ির মালিক হয়ে নির্মাণ কাজে যে ভুল গুলোকে আপনি ছোট ভেবে নিচ্ছেন সেই ভুল গুলোর জন্য আপনাকে একসময় আপসোস করতে হবে। আপনার কষ্টের অর্জিত অর্থের স্বপ্নের বাড়িতে আপনার আর আপনার ভবিষ্যৎ প্রজন্মকে থাকতে হবে তাই এর ফল আপনাদেরই ভোগ করতে হবে। তাহলে কেনো এত অবহেলা???
অল্প কিছু খরচ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের যায়গায় মরণ ফাঁদ তৈরি করে রেখে যাচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য.!
সঠিক পরিকল্পনা ড্রয়িং ডিজাইন নিয়ে কাজ করুন কাজ সুন্দর এবং নিরাপদ হবে খরচের সঠিক ব্যবহার হবে।
ভালো এবং দক্ষ কোন কন্ট্রাক্টর কখনো ড্রয়িং ছাড়া কাজ করবে না এবং ইঞ্জিনিয়ার নিয়ে বাজে মন্তব্য করবে না, আপনাকে কুপরামর্শ দিবে না, যখন দেখবেন আপনার কন্ট্রাক্টর এসব করে তখনি বুঝতে হবে তার মধ্যে সমস্যা আছে৷
আবার যদি কোন কন্ট্রাক্টর দাবী করে কাজের রেট কম দিয়েছে বলে কাজের মান খারাপ, তাহলে আমি মনে করি এটা কন্ট্রাক্টরের ভুল, রেটে কমে যে কাজ নিয়ে আপনি এখন ভালো আছেন সেই কাজ গুলো একদিন আপনা৷ জন্য হুমকি হয়ে দাঁড়াবে। কারণ আপনার আজকের কাজ আগামীর কাজের পথ তৈরি করবে৷
................................................................
বিল্ডিং বিষয়ক পরামর্শ, ডিজাইন-ড্রইং, 3D ভিউ, খরচের হিসাব, রাজউক/পৌরসভা প্লান অনুমোদন, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে ও সাইটসুপারভিশন এর জন্য যোগাযোগ করুন-
Design Build Harmony (DBH)
Contact:
📱01690153807(IMO+WHAT'SAPP)

#স্ট্রাকচারাল #আর্কিটেকচার #ইলেকট্রিক্যাল #প্ল্যাম্বিং #বাড়িরডিজাইন
#ফ্লোরপ্ল্যান #মাটিপরিক্ষা #ডুপ্লেক্সডিজাইন #ল্যান্ডস্কেপডিজাইন #৩ডি #ইন্টেরিয়রডিজাইন #বিল্ডিংকনস্ট্রাকশন #পৌরশিট #ডিজিটালসার্ভে #সাইটসুপারভিশন।



কাস্ট-ইন শিটু পাইল নিয়ে বিস্তারিত কিছু আলোচনাঃ ১/ প্রথমে পাইলের জন্য পর্যাপ্ত মালামাল  সাইটে আছে কি না তা দেখতে হবে। ২/ ...
30/04/2024

কাস্ট-ইন শিটু পাইল নিয়ে বিস্তারিত কিছু আলোচনাঃ

১/ প্রথমে পাইলের জন্য পর্যাপ্ত মালামাল সাইটে আছে কি না তা দেখতে হবে।
২/ যারা পাইল করবে তাদের জনবল এবং যন্ত্রপাতি ঠিক মতো আছে কি না তা দেখতে হবে ।
৩/ তার পরে কলামের সেন্টার লাইন থেকে মাপ নিয়ে পাইলের পয়েন্ট দিতে হবে।
৪/ এবং পাইল পয়েন্টে ১০মিমি ১' রডের টুকরা পুঁতে দিয়ে টা ঢালাই করি দিতে হবে।
৫/ তার পরে বোরিং এর সময় চিজেল টা কে তাদের যে তেপায়া টা আছে। ওটায় সেট করতে হবে। এবং ওই তিন পায়ার সব গুলো পায়ার নিছে কাঠ বা বালির বস্তা দিয়ে সঠিক ভাবে বসাতে হবে যাতে এটি নড়ে না যায় এটি নড়ে গেলে বোরিং ঠিক হবে না।
৬/ চিজেলের মাথা পাইলের জন্য পুঁতে দেওয়া রডের সেন্টারে এনে চিজেলের মাথায় পানি দিতে হবে যদি পানি গুলো রডের মাথায় ঠিক ভাবে পড়ে তা হলে বুঝতে হবে চিজেল সঠিক অবস্থানে আছে। তবে এই ক্ষেত্রে চিজেলের মাথা টা ভালো করে দেখতে হবে যাতে এটাতে কোন বাকা না থাকে। যদি বাকা থাকে তা হলে সমস্যা হবে। বোরিং ঠিক মতো হবে না। তারপর পাইলের ডায়গোনাল চেক দিতে হবে। এরপর ১.৫ মিটার পর্যন্ত আনকেস্ড অবস্থায় বোরিং করা হয় তার পর কেসিং প্রবেশ করানো হয়।
৭/ বোরিং কাজ শেষ হলে মিনিমাম ৩০ মিনিট পাইল ওয়াশ দিতে হবে তবে যতক্ষন পরিষ্কার পানি না বের হয় ততক্ষণ ওয়াশ দিতে হবে ।
৮/ প্রয়োজন বেঁধে পাইল ওয়াশ দেওয়ার সময় পানির সাথে বেন্টনাইট কেমিক্যাল ব্যবহার করা যেতে পারে ।এতে ওয়াশের সময় পাইলের পাশ্ব হতে মাটি ভেঙ্গে পড়বে না।
৯/বোরিং কত টুকু হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য আপনাকে তারা যখন তাদের বোরিং যন্ত্রপাতি সাইটে আনবে তখন সেই গুলো মাপ দিয়ে নিতে হবে।
১০/ পাইলের খাঁচা বাধার সময় দেখেতে হবে spiral রড গুলোর ওয়েল্ডিং ঠিক ভাবে করেছে কি না৷এটা পরিক্ষার জন্য একটা হাতুড়ি দিয়ে জয়েন্ট গুলোতে আঘাত করলে যদি জয়েন্ট ছুটে যায় তা হলে আবার ওয়েল্ডিং করিয়ে নিতে হবে। যদি ডিজাইনে একটা স্পাইরাল ওয়েল্ডিং আরেকটা বুনন তার দিয়ে বাঁধাই করতে বলে, তাহলে ডিজাইন মতে কাজ করতে হবে।
১১/স্পাইরাল রড গুলো ল্যাপিং যেই খানে হবে ওখানে যাতে মিনিমাম দুইটা মেইন রড এর শেষে ল্যাপিং যেনো শেষ হয়। এবং লেপিং করা পুরো জায়গায় ওয়েল্ডিং করিয়ে নিতে হবে।
১২/ পাইলের স্পাইরাল টাই বাঁধার সময় মেইন রড গুলো কে সোজা রেখে বাঁধাই করতে হবে না হলে ওয়েলডিং এর পর পাইলের খাঁচা মোচড় অবস্থা হয়ে থাকবে।
১৩/ মিনিমাম ৫' পর পর পাইলের ৩ দিকে ৩" পরিমান কাভারিং ব্যবহার করা হয়।
১৪/ পাইলের মেইন রডের ল্যাপিং মিনিমাম ২.৫'/৩' দেওয়া উচিত এবং ল্যাপিং এর জায়গায় ১.৫"-২" এর মতো ওয়েল্ডিং করা ৩ স্থানে উচিত।। তবে এই ক্ষেত্রে ডিজাইন ফলো করতে হবে।
১৫/ খাঁচা ঢুকানোর সময় যাতে সোজা করে খাঁচা ঢুকায় যদি বাঁকা করে খাঁচা ঢুকায় তখন কাভারিং ব্লক গুলো ভেঙ্গে যাবে।।
১৬/ এবং পাইলের যেই স্থানে ধরে পাইলটির খাঁচা বোরিং এ ঢুকাবে ওই জায়গায় স্পাইরাল গুলো ভালো করে ওয়েল্ডিং করে দিতে হবে।
১৭/ ডিজাইন মতো রডের ডায়া এবং স্পাইরাল গুলোর স্পেসিং ঠিক আছে কি না দেখতে হবে।
১৮/ কাস্টিং এর সময় ট্রিমি পাইপ টি পাইলের বটম থেকে ৬" উপর থেকে কংক্রিট ফেলা উচিত এর বেশি উপর থেকে কংক্রিট ফেললে কংক্রিটের সাথে কাঁদা পানি মিশে কংক্রিটের শক্তি কমিয়ে দিবে।
১৯/ ট্রিমি পাইপের ডায়া মিনিমাম ৬" হয়ে থাকে
২০/ কিছুক্ষন কংক্রিটিং করার পর ট্রিম্বি পাইপ টি কে উপর নিছে উঠা নামা করে ভাইব্রেট করে দিতে হবে যাতে পাইলে ভয়েড না থাকে।
২১/ পাইলের সাধারণত ১ঃ১.৫ঃ৩ রেশিও তে কংক্রিটিং করা হয়ে থাকে।
২২/ কংক্রিটিং এর সময় ট্রিম্বি পাইপ টি কে পরিস্কার করে নিতে হবে যাতে আগের কোন কংক্রিট এর ভিতর না থাকে।
২৩/ ২৪ ঘন্টার ভিতর ১০' এর মধ্যে অন্য পাইল করা যাবে না এতে নতুন করা পাইলটি ক্ষতিগ্রস্থ হবে।
২৪/পাইলের Cut of level এ রেশিও ১ঃ২ঃ৪ রাখতে হবে। কারন এটি ভেঙ্গে ফেলা হয়।

নির্মাণ সম্পর্কিত যে কোন পরামর্শ এবং তথ্যর জন্য যোগাযোগ করুনঃ
Design Build-Harmony (DBH)
📱01690153807(Call+Imo/What'sapp)

Most Creative Dream Home Bedroom Room POP And Gupson fall Ceilings New Design Ideas ’S                                 ...
08/04/2024

Most Creative Dream Home Bedroom Room POP And Gupson fall Ceilings New Design Ideas
’S  

নান্দনিক বাড়ির ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন৷আমাদের আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও সিভিল ইন্জিনিয়ার। আমরা সারাদেশে ইন...
06/04/2024

নান্দনিক বাড়ির ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন৷
আমাদের আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও সিভিল ইন্জিনিয়ার। আমরা সারাদেশে ইন্টেরিয়র এক্সটেরিয়র সকল সেবা প্রদান করি । আমাদের আছে সার্বক্ষণিক কন্সালটেসনের জন্য আছে অভিজ্ঞতা সম্পন্ন কনসালটেন্ট। পরামর্শের জন্য এক্ষুনি যোগাযোগ করুন

Akasher oi niley-💙🥰
29/12/2023

Akasher oi niley-💙🥰

ফ্রিল্যান্সিং সম্পর্কে 5টি বাস্তব-জীবনের পাঠফ্রিল্যান্সিং কি ?ফ্রিল্যান্সিং হল এক ধরনের স্ব-কর্মসংস্থান যেখানে ব্যক্তিরা...
04/11/2023

ফ্রিল্যান্সিং সম্পর্কে 5টি বাস্তব-জীবনের পাঠ
ফ্রিল্যান্সিং কি ?
ফ্রিল্যান্সিং হল এক ধরনের স্ব-কর্মসংস্থান যেখানে ব্যক্তিরা তাদের পরিষেবা বা দক্ষতা ক্লায়েন্ট বা ব্যবসায়কে একটি চুক্তি বা প্রকল্পের ভিত্তিতে অফার করে, স্থায়ীভাবে একটি কোম্পানির দ্বারা নিযুক্ত না হয়ে। ফ্রিল্যান্সারদের প্রায়ই স্বাধীন ঠিকাদার, গিগ কর্মী, বা স্ব-নিযুক্ত পেশাদার হিসাবে উল্লেখ করা হয়। ফ্রিল্যান্সিং সাম্প্রতিক বছরগুলিতে ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠেছে এটির নমনীয়তা এবং অনলাইন প্ল্যাটফর্মের বৃদ্ধির কারণে যা ফ্রিল্যান্সারদের ক্লায়েন্টদের সাথে সংযুক্ত করে।
ফ্রিল্যান্সিং: প্রত্যাশা বনাম বাস্তবতা
এখানে ফ্রিল্যান্সিং এর কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে:
স্বাধীনতা: ফ্রিল্যান্সারদের তাদের ক্লায়েন্ট, প্রকল্প এবং কাজের সময়সূচী বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে। তারা একটি নির্দিষ্ট নিয়োগকর্তার সাথে আবদ্ধ নয় এবং প্রায়শই যে কোনও জায়গা থেকে কাজ করতে পারে।
বিভিন্ন ধরনের দক্ষতা: ফ্রিল্যান্সাররা লেখালেখি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কনসাল্টিং এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন ধরনের দক্ষতা এবং পরিষেবা দিতে পারে। প্রদত্ত পরিষেবার প্রকারগুলি ব্যক্তির দক্ষতার উপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হয়।
ক্লায়েন্ট সম্পর্ক: ফ্রিল্যান্সাররা সাধারণত সময়ের সাথে একাধিক ক্লায়েন্টের সাথে কাজ করে। ক্লায়েন্টদের সাথে ভাল সম্পর্ক তৈরি করা এবং বজায় রাখা পুনরাবৃত্ত ব্যবসা এবং রেফারেলগুলি সুরক্ষিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিপণন এবং নেটওয়ার্কিং: ফ্রিল্যান্সারদের প্রায়ই নিজেদের বাজারজাত করতে হয় এবং সক্রিয়ভাবে ক্লায়েন্টদের সন্ধান করতে হয়। নেটওয়ার্কিং, একটি অনলাইন উপস্থিতি তৈরি করা এবং ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম ব্যবহার করা কাজ খোঁজার জন্য সাধারণ কৌশল।

আপনি কি জানেন ? যখন সম্রাট কিন শি হুয়াং ২২১ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি মহান প্রাচীর নির্মাণের নির্দেশ দিয়েছিলেন, তখন ...
04/11/2023

আপনি কি জানেন ? যখন সম্রাট কিন শি হুয়াং ২২১ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি মহান প্রাচীর নির্মাণের নির্দেশ দিয়েছিলেন, তখন প্রাচীরটি নির্মাণকারী শ্রমশক্তি মূলত সৈন্য এবং দোষীদের দ্বারা গঠিত ছিল। বলা হয় যে প্রাচীর নির্মাণের সময় প্রায় ৪০০,০০০ লোক মারা গিয়েছিল; এর মধ্যে অনেক শ্রমিককে প্রাচীরের মধ্যেই চাপা দেওয়া হয়েছিল।

চীনের গ্রেট ওয়াল হল প্রাচীর এবং দুর্গের একটি প্রাচীন সিরিজ, যার মোট দৈর্ঘ্য ১৩,০০০ মাইলেরও বেশি, উত্তর চীনে অবস্থিত। সম্ভবত চীনের সবচেয়ে স্বীকৃত প্রতীক এবং এর দীর্ঘ ও প্রাণবন্ত ইতিহাস, মহাপ্রাচীরটি মূলত সম্রাট কিন শি হুয়াং দ্বারা খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে অসভ্য যাযাবরদের আক্রমণ প্রতিরোধের উপায় হিসাবে কল্পনা করেছিলেন। মিং রাজবংশের সময় খ্রিস্টীয় ১৪ থেকে ১৭ শতকের মধ্যে গ্রেট ওয়ালের সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে বেশি সংরক্ষিত অংশটি নির্মিত হয়েছিল। যদিও গ্রেট ওয়াল কখনই কার্যকরভাবে আক্রমণকারীদের চীনে প্রবেশ করতে বাধা দেয়নি, তবে এটি চীনা সভ্যতার স্থায়ী শক্তির একটি শক্তিশালী প্রতীক হিসাবে কাজ করে।


Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Md Kamrul Hasan Zahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share