
21/09/2023
*ফ্রিল্যান্সিং সম্পর্কে তো আমরা সবাই কম বেশি শুনেছি যার মধ্যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা অন্যতম একটা সাইট*
*এবার আসুন জানা যাক ডিজিটাল মার্কেটিং কি*
*
ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে, ইত্যাদি।
আবার মোবাইলে ইন্সট্যান্ট মেসেঞ্জিং, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচারণাকেও ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে।
বুঝতেই পারছেন, আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই।
*ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন?
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। কারণ মানুষ এখন যেকোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পন্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে, অনলাইন থেকেই বেশিরভাগ কেনা কাটা করে থাকে।
ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি?
দেখুন, বর্তমান বিশ্বের বাজার ব্যবস্থা যেভাবে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে রূপ নিচ্ছে। সেদিন আর বেশি দূরে নয়, যখন মানুষ আর দোকানে কিংবা বাজারে গিয়ে পণ্য কেনা বন্ধ করে দিবে। তারা সবকিছু অনলাইনেই কিনে নিবে। কারণ ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়েছে। আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত সবাই বাহিরে গিয়ে কেনাকাটা করে এমন একটা সময় আসবে বাংলাদেশ ও এরকম থাকবে না সব অনলাইনে আদান প্রদান হবে তখন আমাকে এই ডিজিটাল মার্কেটিং এর অনেক বেশি প্রয়োজন।
আর মানুষ সময় নষ্ট করে বাজারে গিয়ে পণ্য যাচাই বাছাই করার থেকে অনলাইনে যেকোন পণ্য সম্পর্কে সার্চ করে ব্যবহারকারীর অভিজ্ঞতা জেনে নিতে পারে। আর পছন্দ হলে সেই পণ্য একটি বিশ্বাসযোগ্য বিক্রেতার কাছ থেকে অনলাইনের মাধ্যমেই কিনে নিতে পারে।
*বাংলাদেশের গড়ে যে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হচ্ছে আগামীতে সার্টিফিকেটের কোন মূল্যই থাকবে না। যারা বেকার আছেন তারা ঘরে বসে না থেকে এই কাজটা শিখতে পারেন ভবিষ্যতে কাজে দিবে আমি চার মাস ধরে শিখতেছি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি।
*আপনারাও চেষ্টা করেন ইনশাল্লাহ সফল হবেন*🥰