07/08/2025
বাঁশখালীর সাংবাদিকদের প্রতি হৃদয় থেকে একটি অনুরোধ…
✋ হাত জোর করে বলছি—
আসুন! দল-মত-পথ ভিন্ন হলেও আমরা একত্রিত হই।
🏠 কারো বাড়ি পশ্চিমে, কারো পূর্বে—তাতে কী আসে যায়?
আমাদের গন্তব্য একটাই—সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান।
✒️ মতের মিল নাও হতে পারে, তবু কাজের লক্ষ্য সবার এক—
👉 জনগণের পক্ষে কলম চালানো
👉 অন্যায়ের বিরুদ্ধে সাহসের সাথে দাঁড়ানো
👉 সাংবাদিকদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা
📢 সংগঠন আলাদা হতে পারে, কিন্তু সাংবাদিকের চরিত্র একটাই হওয়া উচিত—
সৎ, নির্ভীক এবং অন্যায়ের বিরুদ্ধে অটল।
সময় এখন ব্যক্তিগত স্বার্থ ছাড়িয়ে সমষ্টির কথা ভাবার।
বাঁশখালীর সাংবাদিক সমাজ যদি ঐক্যবদ্ধ হয়,
তবে আর কোনো কলম থেমে থাকবে না—থামাতে পারবেও না কেউ!
🤝 চলুন, হাত মিলাই
🔗 চলুন, এক হই
📣 চলুন, সত্যের পক্ষে সোচ্চার হই!
#বাঁশখালী #সাংবাদিকঐক্য #সাংবাদিকতা #সত্যেরপক্ষে #সংগঠনেরচেয়ে_চরিত্রবড়