26/10/2025
ফারুক ইকবালের মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানালেন কক্সবাজার জেলা যুবদল নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিনিধি কক্সবাজার:
সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুক ইকবাল নামের এক তথাকথিত দালালের প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক জিসান উদ্দিন।
এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে তারা বলেন,
আতাউল্লাহ বোখারী ভাইয়ের মাধ্যমে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। প্রয়াত রিয়াদ জীবদ্দশায়ও কখনো বলেননি যে তিনি সভাপতি–সম্পাদক পদে মনোনয়নের জন্য কাউকে টাকা দিয়েছেন।
তারা আরও বলেন,
ফারুক ইকবাল যে দাবি করেছেন—গত বৃহস্পতিবার রিয়াদ ঢাকায় এসে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে মহেশখালী উপজেলা যুবদলের কমিটি সুপারিশ করেছেন—এটিও মিথ্যা। বাস্তবে, বুধবার তারা ঢাকায় মুন্না ভাইয়ের ডাকে সাক্ষাৎ করতে যান এবং সেদিন রাতেই কক্সবাজারে ফিরে আসেন।
সাধারণ সম্পাদক জিসান উদ্দিন ব্যক্তিগত কারণে ঢাকায় থেকে যান এবং রিয়াদের মৃত্যুসংবাদ পেয়ে হাসপাতালে যান। অথচ ফারুক ইকবাল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কমিটি সুপারিশ ও তা প্রত্যাখ্যানের কথাও মিথ্যাভাবে প্রচার করেছেন।
উজ্জ্বল ও জিসান বলেন,
“সেদিন সাধারণ সম্পাদক নয়ন ভাই ঢাকায় ছিলেন না, তিনি নিজ নির্বাচনী এলাকায় ভোলার চরফ্যাশনে অবস্থান করছিলেন। মুন্না ভাইয়ের সঙ্গে আলোচনা হয়েছিল কেবল ১৫ নভেম্বর কক্সবাজারে একটি যুব সমাবেশ আয়োজনের বিষয়ে।”
তারা অভিযোগ করেন, ফারুক ইকবাল সবসময় বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে থাকেন। মনে হয়, তিনি অন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য সক্রিয় হয়েছেন।
প্রতিবাদ বিবৃতিতে তারা ফারুক ইকবালকে উদ্দেশ্য করে বলেন,
“আপনি একজন আইনজীবী — কোনো অভিযোগ করলে প্রমাণ দিন, ডকুমেন্ট বা ফোনালাপ প্রকাশ করুন। অনুমানভিত্তিক ও মিথ্যা বক্তব্য দিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করা বন্ধ করুন।”
Enamul Hoque Adv Sayed Ahamed Uzzal যুবদল চকরিয়া পৌরসভা শাখা