Mohammad Saiful Islam Ornob

Mohammad Saiful Islam Ornob Mohammad Saiful Islam is Ready to give you full computer skills and freelancing service.

আলহামদুলিল্লাহMamun Karim Pranto স্যারের নেতৃত্বে ১৮/০৩/২৪তারিখে Website Overview, Domain & Hosting  সম্পর্ক আলোচনা হল। ...
20/03/2024

আলহামদুলিল্লাহMamun Karim Pranto স্যারের নেতৃত্বে
১৮/০৩/২৪তারিখে Website Overview, Domain & Hosting সম্পর্ক আলোচনা হল।

মাশাল্লাহ স্যার অনেক চমৎকার ভাষায় সুন্দর করে সাবলীলতার সহিত আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং প্র্যাকটিক্যাল করিয়েছেন।

আমরা স্যারের ক্লাস থেকে ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, ওয়েবসাইট থেকে কিভাবে আর্ন করা সম্ভব, হোস্টিং কি এবং এর কার্যকারিতা কি এগুলো বুঝিয়েছেন।

ইনশাআল্লাহ আমরাও স্যারের দেয়া নির্দেশ ফলো করে একজন সফল ফ্রিল্যান্সার হব।

নিশ্চয়ই আল্লাহ সৎ কাজে সহায় হোন।

Name :Mohammad Saiful islamID 137581Elite  clubNorth Halishahar, Chattogram. Digital Marketing Level 2, InshaAllah I sta...
15/03/2024

Name :Mohammad Saiful islam
ID 137581
Elite club
North Halishahar, Chattogram.
Digital Marketing Level 2, InshaAllah I started with new enthusiasm

 #সেলস_ফানেল কি?সেলস ফানেল হলো, একপ্রকার মার্কেটিং মডেল। আপনার প্রোডাক্ট ক্রেতা পর্যন্ত পৌছানোর জন্য যে ধাপ গুলো অনুসরণ ...
19/12/2023

#সেলস_ফানেল কি?
সেলস ফানেল হলো, একপ্রকার মার্কেটিং মডেল। আপনার প্রোডাক্ট ক্রেতা পর্যন্ত পৌছানোর জন্য যে ধাপ গুলো অনুসরণ করবেন তাই সেলস ফানেল।
সেলস ফানেল বিভিন্ন রকম হতে পারে। তবে এই ফানেলের বেসিক বিষয়গুলো একই থাকে।

সঠিক সেলস ফানেল হল এমন একটি ফানেল যা আপনার ব্যবসার জন্য সর্বোত্তম ফলাফল প্রদান করে। এটি আপনার পণ্য বা পরিষেবা, আপনার লক্ষ্য দর্শক এবং আপনার বিক্রয় প্রক্রিয়ার উপর নির্ভর করে।

সাধারণত, একটি সেলস ফানেল চারটি পর্যায় নিয়ে গঠিত:

লিড জেনারেশন: এই পর্যায়ে, আপনি আপনার সম্ভাব্য গ্রাহকদের সাথে প্রথম যোগাযোগ করেন। আপনি তাদের নাম, ইমেল ঠিকানা এবং অন্যান্য যোগাযোগের তথ্য সংগ্রহ করতে পারেন।
লিড নারচার: এই পর্যায়ে, আপনি আপনার সম্ভাব্য গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি করেন এবং তাদের আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কে আরও জানতে সাহায্য করেন। আপনি তাদের ইমেল, সামাজিক মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
লিড কুইকিং: এই পর্যায়ে, আপনি আপনার সম্ভাব্য গ্রাহকদেরকে আপনার পণ্য বা পরিষেবা কেনার জন্য প্রস্তুত করেন। আপনি তাদের সাথে ব্যক্তিগতভাবে বা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
সেল ক্লোজিং: এই পর্যায়ে, আপনি আপনার সম্ভাব্য গ্রাহকদের কাছ থেকে কেনার প্রতিশ্রুতি নেন।
কিছু সাধারণ সেলস ফানেল হল:

দীর্ঘ সেলস ফানেল: এই ফানেলগুলিতে চারটি পর্যায়ের সবকটি অন্তর্ভুক্ত থাকে। এগুলি জটিল পণ্য বা পরিষেবাগুলির জন্য বা যেখানে গ্রাহকদের সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়ের প্রয়োজন হয় সেগুলির জন্য উপযুক্ত।
সংক্ষিপ্ত সেলস ফানেল: এই ফানেলগুলিতে শুধুমাত্র লিড জেনারেশন, লিড নারচার এবং সেল ক্লোজিং পর্যায়গুলি অন্তর্ভুক্ত থাকে। এগুলি সহজ পণ্য বা পরিষেবাগুলির জন্য বা যেখানে গ্রাহকদের সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না সেগুলির জন্য উপযুক্ত।
হাইব্রিড সেলস ফানেল: এই ফানেলগুলিতে দীর্ঘ এবং সংক্ষিপ্ত সেলস ফানেলের উপাদানগুলি অন্তর্ভুক্ত থাকে। এগুলি জটিল পণ্য বা পরিষেবাগুলির জন্য উপযুক্ত যেখানে গ্রাহকদের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু সময়ের প্রয়োজন হয়।
আপনার জন্য সঠিক সেলস ফানেলটি নির্ধারণ করতে, আপনাকে নিম্নলিখিত প্রশ্নগুলি বিবেচনা করতে হবে:

আপনার পণ্য বা পরিষেবা কী?
আপনার লক্ষ্য দর্শক কে?
আপনার বিক্রয় প্রক্রিয়া কী?
আপনি কতটা বিনিয়োগ করতে প্রস্তুত?
একবার আপনি এই প্রশ্নগুলির উত্তর পেয়ে গেলে, আপনি আপনার ব্যবসার জন্য সেরা সেলস ফানেলটি ডিজাইন করতে শুরু করতে পারেন।

এখানে কিছু টিপস রয়েছে যা আপনাকে আপনার সেলস ফানেলকে আরও কার্যকর করতে সাহায্য করতে পারে:

আপনার সম্ভাব্য গ্রাহকদের প্রয়োজনীয়তা এবং চাহিদাগুলি বুঝুন।
আপনার বিক্রয় ফানেলের প্রতিটি পর্যায়ে সংক্ষিপ্ত, লক্ষ্য-ভিত্তিক লক্ষ্য নির্ধারণ করুন।
আপনার বিক্রয় ফানেলের প্রতিটি পর্যায়ে কার্যকর কৌশল এবং হাতিয়ার ব্যবহার করুন।
আপনার বিক্রয় ফানেলের কার্যকারিতা পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে পরিবর্তন করুন।
আপনার সেলস ফানেলটিকে নিয়মিত পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ যাতে আপনি এটিকে আপনার ব্যবসার পরিবর্তিত চাহিদাগুলির সাথে খাপ খাইয়ে নিতে পারেন

25/11/2023

আমার আইডি টা প্রচুর ডিস্টাপ দিচ্ছে।
মনে হয় বদ নজর পড়ছে।

 #সার্চ_ইঞ্জিন_অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ।।সার্চ ইঞ্জ...
17/10/2023

#সার্চ_ইঞ্জিন_অপটিমাইজেশন

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ।।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো বিভিন্ন ওয়েবসাইটের লিংক গুলোকে সহজে খুজে বের করতে সাহায্য করে।।

ইদানীং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ডিজিটাল মার্কেটিং এর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অপশনটি খুব জনপ্রিয়তার সাথে ব্যপক হারে ছোট বড় যেকোনো ব্যবসায়িক কাজে ব্যবহৃত হচ্ছে।।

Google(গুগল) yahoo (ইয়াহু) YouTube (ইউটিউব) page (ফেসবুক পেজ) Bing (বিং) ইত্যাদি সাইট গুলোতে আপনি একটি শব্দ লিখে সার্চ বাটনে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে বিভিন্ন ওয়েবসাইটের লিংক চলে আসবে। যেসব লিংকে গেলে সাধারনত কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। আর এই সার্চ লিস্টের মধ্যে সবার প্রথমে থাকতে হলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অপশনটির এর ব্যবহার অপরিহার্য।।

বর্তমানে সারাবিশ্বে সার্চ ইঞ্জিন হিসেবে Google (গুগলের) পরে দ্বিতীয় পপুলার সার্চ ইঞ্জিন হলো YouTube (ইউটিউব)।।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সাধারনত দুই ভাবে করা হয়ে থাকেঃ
1.অন পেজ অপটিমাইজেশন (On page SEO)
2.অফ পেজ অপটিমাইজেশন (Off page SEO)

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর বিভিন্ন ক্ষেত্রে সুবিধা রয়েছে। আপনি যদি সঠিক নিয়ম মেনে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যবহার করে থাকেন তাহলে এর দীর্ঘস্থায়ী হওয়ার সুবিধা পাবেন। কারণ ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে সেক্টর হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)।সঠিক পদ্ধতিতে বিভিন্ন ছোট বড় কোম্পানির সাইটের জন্য যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ করা হয় তাহলে সে ক্ষেত্রে প্রচুর বেনিফিট পাওয়া যাবে এবং ওয়েবসাইটকে ঠিক মতো monetize করতে পারলে প্রচুর পরিমাণের রেভিনিউও জেনারেট করা সম্ভব।।



HW of Student meetupTopic:Introduce myselfInstructor:Mohammad Masudul Islam (course coordinator) Student Id:137581Hello ...
06/10/2023

HW of Student meetup
Topic:Introduce myself
Instructor:Mohammad Masudul Islam (course coordinator)
Student Id:137581
Hello I am Mohammad Saiful islam
I am from Chattagram, North Halishahar.

At this time I am a student of Success Biz Family
Thanks to all Success Biz Family membars

 #ফ্রিল্যান্সিং😘ফ্রিল্যান্সিং যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আশীর্বাদ 🤔বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে ফ্রিল্যান্সার বা মুক্ত পেশ...
24/09/2023

#ফ্রিল্যান্সিং
😘ফ্রিল্যান্সিং যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আশীর্বাদ 🤔

বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবীদের কাজের পরিমাণ। কারণ, বেশির ভাগ উন্নত দেশেই স্থায়ী কর্মীর বদলে আউটসোর্সের মাধ্যমে কাজ করানোর বিষয়টি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ, আউটসোর্স করলে প্রতিষ্ঠানের পরিচালনা খরচ কম হওয়ায় লাভের পরিমাণ বেশি হয়। এ জন্য উন্নত বিশ্বের অনেক প্রতিষ্ঠানই বর্তমানে তাদের কাজের কিছু অংশ নিয়মিত আউটসোর্স করে। ফলে অনলাইন মার্কেটপ্লেসে কাজের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবীদের চাহিদাও বাড়ছে।

ফ্রিল্যান্সিং কাজের ধরন
বর্তমানে অনলাইন মার্কেটপ্লেসে সাধারণত দুই ধরনের কাজ বেশি করেন ফ্রিল্যান্সাররা। রিমোট ও প্রকল্পভিত্তিক কাজ। রিমোট কাজ বলতে দূর থেকে কোনো প্রতিষ্ঠানের জন্য কাজ করাকে বোঝায়। এ পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানে চাকরি করার মতোই প্রতি মাসে ১৪০ থেকে ১৬০ ঘণ্টা কাজ করতে হয়। দিন দিনই এ ধরনের কাজের চাহিদা বাড়ছে। কারণ, অনলাইনে কাজ করিয়ে নেওয়ার সুযোগ থাকায় সরাসরি কর্মী নিয়োগ দিতে হয় না প্রতিষ্ঠানগুলোকে। ফলে অফিস পরিচালনা ব্যয় কম হয়। ফ্রিল্যান্সারদের কাছেও এ ধারনের কাজ বেশ জনপ্রিয়। কারণ, অনলাইন মার্কেটপ্লেসে নিয়মিত কাজ খোঁজার চেয়ে রিমোট কাজ বেশ স্বচ্ছন্দে করা যায়। এতে নিয়মিত আয়ও করা যায়। বর্তমানে ছোট প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক বড় প্রতিষ্ঠানও রিমোট কাজের জন্য কর্মী নিয়োগ দিচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কাজে সুযোগ নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে।

অনলাইন মার্কেটপ্লেসের প্রকল্পভিত্তিক কাজের পদ্ধতি সম্পর্কে আমরা প্রায় সবাই কমবেশি জানি। এ ধরনের কাজগুলো (গ্রাফিকস, ওয়েব, ভিডিও সম্পাদনা, নিবন্ধ লেখা, অনলাইন সহকারী ইত্যাদি) মূলত ব্যক্তিগত প্রকল্প হিসেবে পরিচিত। এসব কাজ করার জন্য অনলাইন মার্কেটপ্লেসগুলোতে অনেক দক্ষ কর্মী থাকায় বেশির ভাগ প্রতিষ্ঠানই নিজেদের কাজগুলো আউটসোর্স করে থাকে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে, অনলাইন মার্কেটপ্লেসে কাজ দেওয়ার আগেই ফ্রিল্যান্সারদের কাজের অভিজ্ঞতা, মান এবং সফলতার হার দেখা যায়। ফলে সহজেই দক্ষ কর্মী খুঁজে পাওয়া যায়। বিষয়টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরুন, যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একটা ওয়েবসাইট তৈরি করবে। যুক্তরাষ্ট্রে ওয়েবসাইটটি তৈরি করতে ৫ থেকে ১০ হাজার ডলার খরচ হলেও একই কাজ অনলাইন মার্কেটপ্লেসে ২ থেকে ৪ হাজার ডলারের মধ্যে করানো সম্ভব। এ জন্য ওয়েবসাইটটি তৈরি করতে আগ্রহী ফিল্যান্সারদের বিস্তারিত তথ্য পর্যালোচনা করে দক্ষ কর্মী নিয়োগ দিতে পারবে প্রতিষ্ঠানটি। ফলে কম খরচে নিজেদের প্রয়োজনমতো ওয়েবসাইট তৈরি করা যাবে। ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার—উভয়ই লাভবান হওয়ায় অনলাইন মার্কেটপ্লেসে কাজের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

ছোট ছোট স্বপ্নগুলো একসময় বড় হওয়ার আশায় সামনে আগানো। ক্যানভা দিয়ে ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু। প্রাণপ্রিয় বন্ধু Nazimali...
22/09/2023

ছোট ছোট স্বপ্নগুলো একসময় বড় হওয়ার আশায় সামনে আগানো। ক্যানভা দিয়ে ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু। প্রাণপ্রিয়
বন্ধু Nazimalico Parvez(নাজিম) এর অনুরোধে ডিজাইন গুলো করা।

The days of small dreams are once and move forward with the hope of growing up. I am starting my freelancing journey with Canva.
Making the designs at the request of beloved friend Nazimalico Parvez (Nazim).

👉  ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যম...
17/09/2023

👉 ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

👉 কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে? (What are the skills do you need for Freelancing?)
অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং (Freelancing) করতে পারবো? কি কি জিনিস দরকার এই কাজের জন্য? আসলে সত্যি কথা বলতে তেমন কিছুই লাগবে না আপনাকে এই পেশা শুরু করার জন্য। প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য্য। এগুলো থাকলেই আপনি এই সেক্টরে নিমিষেই সফল হবেন।

এর পাশাপাশি আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা এবং কাজ চালানোর মতো ইংরেজি জানা। ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারনা ও গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা এক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা করবে। এই ছিল মুলত প্রয়োজনীয় বিষয়াবলী যা আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য যোগ্য করে তুলবে।

 #ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন হালাল?ইন্টারনেটের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তলব অনুযায়ী কাজ ক...
15/09/2023

#ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন হালাল?

ইন্টারনেটের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তলব অনুযায়ী কাজ করার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। এর মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো, কাজের ওপর নির্ভর করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা কখনো বৈধ, আবার কখনো অবৈধ। এ ক্ষেত্রে মূলনীতি হলো, যদি আপনি এমন কাজ করেন, যেটা মূলত শরিয়তে হালাল; যাতে হারামের সংস্পর্শ নেই, তাহলে তা হালাল এবং সেখান থেকে উপার্জিত অর্থও হালাল, আর যদি কাজটা হারাম হয় তাহলে তা করা হারাম এবং সেখান থেকে উপার্জিত অর্থও হারাম। তবে উপার্জনের ক্ষেত্রে সর্বদা হালাল-হারামের বিষয়টি মাথায় রাখতে হবে এবং হারাম ও সন্দেহপূর্ণ বিষয় থেকে দূরে থাকতে হবে।

রাসুল (সা.) ইরশাদ করেন, ‘অবশ্যই হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আর এ দুটির মাঝখানে আছে কিছু সন্দেহপূর্ণ বস্তু, যা অনেক লোকেই জানে না। অতএব যে ব্যক্তি এই সন্দেহপূর্ণ বিষয় থেকে দূরে থাকবে, সে তার দ্বিন ও মর্যাদা রক্ষা করবে এবং যে সন্দেহপূর্ণ বিষয়ে পতিত হবে সে হারামে পতিত হবে।’ (বুখারি, হাদিস : ২০৫১, মুসলিম, হাদিস : ১৫৯৯)
উপার্জনের ক্ষেত্রে জীবিকা হালাল হতে হলে বেশ কতগুলো বিষয় শরিয়াহসম্মত হতে হবে।

প্রথমত, দেখতে হবে প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ইসলামী নীতির মধ্যে আছে কি না। কোনো অবৈধ বা অনৈসলামিক বিষয় নিয়ে ওই প্রতিষ্ঠান কায়কারবার করে কি না।
এমন অনেক বস্তু আছে, যার ব্যবসা করাকে ইসলাম বৈধ মনে করে না। যেমন মৃত প্রাণীর ব্যবসা, শূকর বেচাকেনা, নেশাজাতীয় বস্তু, মূর্তি ইত্যাদি।

এসব কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না।
সুদ বা জুলুমের অন্য কোনো বিষয়ের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আছে কি না, সেটাও বিশেষভাবে বিবেচ্য।

আর অবশ্যই সদ্ভাবে, ঘুষ ও প্রতারণা ছাড়া তাঁর কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। সততা ও দায়িত্ববোধের জায়গা থেকে তাঁকে নিষ্ঠাবান হতে হবে। তা হলেই ওই ব্যক্তির উপার্জন হালাল হবে।

এ ছাড়া উপার্জন শতভাগ হালাল হওয়ার জন্য নিম্নোক্ত বিষয়ের প্রতি লক্ষ রাখাও জরুরি। যেমন : কাজটি দেশের প্রচলিত আইনপরিপন্থী না হওয়া। মানুষ, সমাজ ও দেশের জন্য ক্ষতিকারক না হওয়া। কারো অধিকার খর্ব না করা (যেমন কপিরাইট লঙ্ঘন করা ইত্যাদি)। মিথ্যা, ওয়াদা ভঙ্গ ও প্রতারণার আশ্রয় না নেওয়া ইত্যাদি।

বিশেষ সতর্কতা

ফ্রিল্যান্সিংয়ের সাইনবোর্ড ঝুলিয়ে অনেকে এমএলএম ব্যবসা চালিয়ে যাচ্ছে। নানা আকর্ষণীয় প্যাকেজ দেখিয়ে তারা সদস্য ভর্তি করে এবং প্রায় বিনা পরিশ্রমে মোটা অঙ্ক লাভের প্রতিশ্রুতি দেয়। এরা অসাধু এমএলএম ব্যবসার সঙ্গে জড়িত বলে এদের সঙ্গে সংশ্লিষ্ট হওয়া মোটেই বৈধ হবে না।

উল্লেখ্য যে ডেসটিনি, নিউওয়ে, এ্যাপটেক, ইউনিপেটু ইত্যাদি প্রতারক কম্পানির মতো ডোলেন্সারও দেশের বেকার তরুণদের কাজে লাগিয়ে মাউসের সামান্য ক্লিকে আকাশকুসুম লাভের স্বপ্ন দেখাচ্ছে। মূলত তারা মানুষের সস্তা আবেগকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার নতুন ফাঁদ পেতেছে। তাই এদের থেকে দূরে থাকা আবশ্যক।

যারা নতুন নতুন সোর্স থেকে অর্থ উপার্জন করতে চায়, তাদের জন্য নিম্নোক্ত হাদিস মনে রাখা দরকার। ইরশাদ হয়েছে, ‘যে বিষয়ে তোমার সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের সম্ভাবনা নেই তা গ্রহণ করো। যেহেতু সত্য হলো শান্তি ও স্বস্তি এবং মিথ্যা হলো দ্বিধা-সন্দেহ।’ (তিরমিজি, হাদিস : ২৫১৮)

সুবহে সাদিক হলো সেই সময় বা ক্ষণ যখন থেকে রোজা শুরু করতে হয় এবং ফজর নামাজের ওয়াক্তও একই সময় থেকেই শুরু হয়। সুবহে সাদ...
15/09/2023

সুবহে সাদিক হলো সেই সময় বা ক্ষণ যখন থেকে রোজা শুরু করতে হয় এবং ফজর নামাজের ওয়াক্তও একই সময় থেকেই শুরু হয়। সুবহে সাদিক বলা হয়, রাতের শেষ দিকে পূর্ব দিগন্তের উভয় দিকে ক্ষীণ (দিগন্তের সাথে ভার্টিক্যালি) প্রশস্ত আকারে যে আলো প্রকাশ পায় তখন থেকে সাহরির সময় শেষ হয়ে যায় এবং এরপর থেকেই ফজরের সময় শুরু হয়।

সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যসম্মত। জ্ঞানীজনরা বলেন, সকাল সকাল ঘুম থেকে উঠলে স্বাস্থ্যবান, জ্ঞানী আর ধনী হওয়া যায়। Early to bed and early to rise, Makes a man healthy, wealthy and wise- বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের উক্তি। ইসলাম অতি ভোরে ঘুম থেকে ওঠার পক্ষে।

অতি প্রতুøষে ঘুম থেকে ওঠার ব্যাপারে ইসলামে নির্দেশ এবং উৎসাহ­ দুটোই আছে। মহান আল্লাহ্‌ আমাদের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ করে দিয়েছেন। পাঁচ ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্তই হচ্ছে ফজরের নামাজ, যা আদায় করতে হয় অতি প্রতুøষে, সুবহে সাদিকের পর সূর্য ওঠার আগে।

হাদিসে আছে, সঠিক সময়ে বা ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহ্‌ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় (মুসলিম)। সময়মতো ফজরের নামাজ আদায় করতে মুসলমানদের অবশ্যই অতি ভোরে ঘুম থেকে উঠতে হয়। রাসূলুল্লাহ্‌ সাঃ বলেছেন, জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলে সারা রাত জেগে ইবাদত করার নেকি পাওয়া যায় (মুসলিম)।

যথাসময়ে ফজর ও এশার নামাজ আদায় করা কিছুটা কষ্টকর। হাদিস শরিফে এসেছে, যথাসময়ে ফজর ও এশার নামাজ আদায় করা কষ্টকর বটে, তবে ওয়াক্ত মতো আদায় না করলে মানুষ যে কী পরিমাণ বরকত থেকে বঞ্চিত হলো, তা যদি তারা জানত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে এসে হলেও এ দুই ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত (বুখারি, মুসলিম)।

ফজরের জামাত হয় সকালে সূর্য ওঠার আগেই। সুতরাং ইসলাম সকালে ঘুম থেকে ওঠাকে যেমন ফরজ করেছে, তেমনি উৎসাহিতও করেছে। সকাল সকাল ঘুম থেকে ওঠা খুবই বরকতময়।
রাসূলে পাক সাঃ বলেন, হে আল্লাহ্‌, আমার উম্মতকে সকালে ওঠার বরকত দান করো।

সুতরাং যারা দেরিতে ঘুম থেকে ওঠেন, তারা সকালে ওঠার বরকত থেকে বঞ্চিত হন।

বর্তমান সময়ে ওয়েব ডেভলপিং এবং গ্রাফিক্স ডিজাইন এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বেড়ে চলছে। যে অগ্রযাত্রা থামবা...
11/09/2023

বর্তমান সময়ে ওয়েব ডেভলপিং এবং গ্রাফিক্স ডিজাইন এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বেড়ে চলছে। যে অগ্রযাত্রা থামবার নয়। ডিজিটাল মার্কেটিং একটি বিশাল বড় এরিয়া দখল করে আছে বিশাল ইন্টারনেট জুড়ে।

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যেমন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, মোবাইল অ্যাপলিকেশন, ইমেইল সার্চ ইঞ্জিন ইত্যাদি, টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রমোট করার লক্ষ্যে মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট করাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ-
ডিজিটাল মার্কেটিং সাধারণত দুই প্রকার, ১-অনলাইন মার্কেটিং এবং ২-অফলাইন মার্কেটিং।

তার মধ্যে বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এ নিম্নের বিষয়গুলো সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে।

এস,ই,ও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)।

অনলাইন বিজ্ঞাপন।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং।

ইমেইল মার্কেটিং।

এফিলিয়েট মার্কেটিং।

কন্টাক্ট মারকেটিং।

ইনবাউন্ড মার্কেটিং ।

অনলাইন প্রেস রিলিজ।

Address

North Halishahar AM A AZIZ Bari, 26No Word, CTG
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Saiful Islam Ornob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Saiful Islam Ornob:

Share