MD. Sumon

MD. Sumon ....দুর্বল.........আত্মার.............শুদ্ধমতি

23/08/2024

যারা রেসকিউ টিমের সাথে যাচ্ছেন তাদের জন্য একজন সাঁতারু এবং সুইমসেফ বাংলাদেশের একজন মাস্টার ট্রেইনার হিসাবে কিছু সাধারণ ধারণা শেয়ার করি। হয়তো অনেকের কাজে লাগবে।

১। সাঁতার না জানলে রেসকিউ এর জন্য না যাওয়াই ভালো।
২। জরুরী প্রয়োজন ছাড়া সরাসরি পানিতে নেমে উদ্ধার করা হতে বিরত থাকবেন।
৩। পানি থেকে রেসকিউ পদ্ধতি সাধারণত দুই প্রকার: রিচ রেসকিউ এবং থ্রো রেসকিউ।
৪। রিচ রেসকিউ এ চিকন বাঁশ, দড়ি, শাড়ি ব্যবহার করতে পারেন। বাঁশ হলে আপনার দিকে যে প্রান্ত থাকবে সেটি অবশ্যই আপনার আন্ডার আর্মের নিচ দিয়ে নিবেন।
৫। থ্রো রেসকিউ এ যেকোনো ভাসমান জিনিস ব্যবহার করতে পারেন। ফুটবল, শুকনো নারকেল, ককশীট, সুইমিং কিক বোর্ড ইত্যাদি ভিকটিমের কাছে ছুড়ে দিতে হবে।
ভিকটিমের করণীয় কি তা ভিকটিমকে সঠিকভাবে দিক নির্দেশনা দিবেন।মনে রাখবেন যেকোনো রেসকিউ এ প্রথম শর্ত নিজে স্থির থাকা এবং ভিকটিমকে সাহস জোগানো।

ডুবন্ত ব্যাক্তিকে উদ্ধার করলে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করুন। ব্যাক্তিকে মাথায় নিয়ে ঘোড়ানো, পেটে চাপ দেওয়া, লবণ খাওয়ানো থেকে বিরত থাকুন। ডুবন্ত ব্যাক্তির প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে নিম্নের ধাপ গুলো অনুসরণ করুন।

১। সাড়া যাচাই এবং শ্বাসক্রিয়া যাচাই: উদ্ধারের পর শক্ত,সমতল জায়গায় শোয়ানোর ব্যবস্থা করুন। তারপর তাকে ডেকে,শরীরে ঝাকুনি দিয়ে সাড়া যাচাই করুন। মুখের ভিতর লালা,কাঁদা থাকলে পরিস্কার করুন। থুতনির নিচে হাত দিয়ে মুখ সামান্য উচু করে আপনার গাল তার মুখের কাছে নিয়ে শ্বাস অনুভব করার চেষ্টা করুন।
২। সিপিআর দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন পানিতে ডুবা ব্যাক্তির মুখে শ্বাস দিতে হয় আগে এবং বুকে চাপ পরে। এক্ষেত্রে দুই বার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিন এবং ৩০ বার (সেকেন্ডে দুইবার) বুকে চাপ দিন। যত দ্রুত সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করুন।

আল্লাহ সবার প্রতি সহায় হোন।

23/08/2024

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের এক দিনের বেতন বন্যার্তদের সহযোগিতায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান

ঢাকা, ২৩ আগস্ট ২০২৪ (শুক্রবার): বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করা হয়। উল্লেখ্য, বন্যা কবলিত এলাকায় সেনাসদস্যরা সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতি উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলো।

23/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন!!

পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে

ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

২২.০৮.২০২৪~
• আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
• টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+
• আস-সুন্নাহ দিচ্ছে ১০ কোটিরও বেশি।
• হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে।
• রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
• কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই।

দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?

এ জাতিকে দমানো সোজা না।

23/08/2024

আজ শুক্রবার। সারা দেশের সব মসজিদের কমিটি যদি শুধু জুম্মার নামাজের কালেকশনের টাকা বন্যার্তদের সহায়তায় পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলে চলমান মানবিক সংকট উত্তরণে একটি মাইলফলক হয়ে থাকবে।

এই আইডিয়া সারাদেশের সব মানুষের মাঝে ছড়িয়ে দিলে নতুন ইতিহাস রচিত হবে বলে বিশ্বাস করি। যে যেখানে আছেন, এ ব্যাপারে সবাই কথা বলুন।

উল্লেখ্য যে বাংলাদেশে প্রায় সাড়ে ৩ লক্ষ মসজিদ আছে। প্রতি মসজিদে ১০০০ টাকা উঠলেও ৩৫ কোটি টাকা উঠে ইনশাআল্লাহ নিজ দায়িত্বে সাহায্যের ব্যাবস্থা করে দিলে নিজেরাই নিজেদের মানুষের কল্যানে আসতে পারবো।

23/08/2024

অতি বৃষ্টিতে বাধ খুলে দিতে হয় এটা নরমাল। না দিলে বাধ থাকবে না।

ইস্যুটা এখানে না। ইস্যু হচ্ছে বাধ বানানোর সময় আপস্ট্রিমের দেশ ইন্ডিয়া আর ডাউনস্ট্রিমের দেশ বাংলাদেশ দুই স্টেকহোল্ডারের স্টেকই দেখতে হবে। কখন খুলবে না খুলবে এটার জন্য আগের থেকে চুক্তি থাকতে হবে। এখন বহু আগে থেকেই বোঝা যায় যে কয়দিন ধরে কি রকম বৃষ্টিপাত হবে। তখন আগে দিয়ে খুলে দিলে এরকম Flash Flood হয়না। পানি মুভ করার সময় পেত। হুট করে রাতের বেলা খুলে দিলে তো ডাউনস্ট্রিমের সব কিছুই ভেসে যাবে।

কিন্তু আমরা খোজ না নিয়েই বলে দিতে পারি এখানে চুক্তির সময় এত কিছু নিয়ে চিন্তা ভাবনা হয়নি। হলেও চুক্তির ভিতর ছিল অসামঞ্জস্যতা। এটা শুধু এই বাধের ব্যাপারে না অন্য সব গুলা জায়গাতেই দেখছি।

আজকে পাশের দেশ চিন হলে ভারত এগুলা করতে পারতো না, ওয়েদার ফোরকাস্টের সাথে সাথে তারা ১৪ বার মিটিং করতো। এরপর হিসাব করে খুলতো বন্ধ করতো। হুট করে রাতের বেলা খুলে দিত না। কিছুদিন আগে কোলকাতার মিডিয়া রিপাবলিক বাংলায় ঢাকা ভারসিটির সমন্বয়ক মেঘমাল্লার বসু এই পয়েন্টটাই বলছিল, চুক্তির অসামঞ্জস্যতা। বাংলাদেশ ভারতের কোন চুক্তির ভিতরেই আমরা সাম্যতা দেখিনা। ড্রাই সিজনে চুক্তির পানিটুকুও দেয় না, আর একটু বন্যা হলেই ইচ্ছা মতো খুলে দেয়।

© আবরার অমি

24/03/2024

আমি তো জন্মে ছিলাম,ফুলের ন্যায় পবিত্র একটি অন্তর নিয়ে,,সেই অন্তর আজ দূষিত হয়েছে নফসের ধোকায় পড়ে।
[আফসোস]😔

কেন এদেশে উদ্দোক্তার জন্ম হয় না এবার বুঝছেন?😊
17/03/2024

কেন এদেশে উদ্দোক্তার জন্ম হয় না এবার বুঝছেন?😊

সে ঘুরতে বেশি পছন্দ করে.....
13/03/2024

সে ঘুরতে বেশি পছন্দ করে.....

01/03/2024

বেইলি রোডের ভবনে আগুনের ঘটনায় যারা নিহত হয়েছে আল্লাহ যেনো সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
আমীন

29/02/2024

আগামী ২ মার্চ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশে ইন্টারনেট পরিষেবা আংশিক ব্যাহত হবে।
সংগৃহীত

ভালোই সময় যাচ্ছে আমাদের.....আলহামদুলিল্লাহ.....
28/02/2024

ভালোই সময় যাচ্ছে আমাদের.....
আলহামদুলিল্লাহ.....

26/02/2024

"তাওবা মানেই কাজে বাস্তবায়ন এবং হয়ে যাওয়া গুনাহ থেকে ফিরে আসা। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ উচ্চারণের নাম তাওবা নয়।"

— আলী ইবনু হুসাইন (রহ.)
(আত-তাওবাহ, ইবনু আবিদ দুনইয়া, ৫৭)

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when MD. Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD. Sumon:

Share

Category