23/08/2024
যারা রেসকিউ টিমের সাথে যাচ্ছেন তাদের জন্য একজন সাঁতারু এবং সুইমসেফ বাংলাদেশের একজন মাস্টার ট্রেইনার হিসাবে কিছু সাধারণ ধারণা শেয়ার করি। হয়তো অনেকের কাজে লাগবে।
১। সাঁতার না জানলে রেসকিউ এর জন্য না যাওয়াই ভালো।
২। জরুরী প্রয়োজন ছাড়া সরাসরি পানিতে নেমে উদ্ধার করা হতে বিরত থাকবেন।
৩। পানি থেকে রেসকিউ পদ্ধতি সাধারণত দুই প্রকার: রিচ রেসকিউ এবং থ্রো রেসকিউ।
৪। রিচ রেসকিউ এ চিকন বাঁশ, দড়ি, শাড়ি ব্যবহার করতে পারেন। বাঁশ হলে আপনার দিকে যে প্রান্ত থাকবে সেটি অবশ্যই আপনার আন্ডার আর্মের নিচ দিয়ে নিবেন।
৫। থ্রো রেসকিউ এ যেকোনো ভাসমান জিনিস ব্যবহার করতে পারেন। ফুটবল, শুকনো নারকেল, ককশীট, সুইমিং কিক বোর্ড ইত্যাদি ভিকটিমের কাছে ছুড়ে দিতে হবে।
ভিকটিমের করণীয় কি তা ভিকটিমকে সঠিকভাবে দিক নির্দেশনা দিবেন।মনে রাখবেন যেকোনো রেসকিউ এ প্রথম শর্ত নিজে স্থির থাকা এবং ভিকটিমকে সাহস জোগানো।
ডুবন্ত ব্যাক্তিকে উদ্ধার করলে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করুন। ব্যাক্তিকে মাথায় নিয়ে ঘোড়ানো, পেটে চাপ দেওয়া, লবণ খাওয়ানো থেকে বিরত থাকুন। ডুবন্ত ব্যাক্তির প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে নিম্নের ধাপ গুলো অনুসরণ করুন।
১। সাড়া যাচাই এবং শ্বাসক্রিয়া যাচাই: উদ্ধারের পর শক্ত,সমতল জায়গায় শোয়ানোর ব্যবস্থা করুন। তারপর তাকে ডেকে,শরীরে ঝাকুনি দিয়ে সাড়া যাচাই করুন। মুখের ভিতর লালা,কাঁদা থাকলে পরিস্কার করুন। থুতনির নিচে হাত দিয়ে মুখ সামান্য উচু করে আপনার গাল তার মুখের কাছে নিয়ে শ্বাস অনুভব করার চেষ্টা করুন।
২। সিপিআর দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন পানিতে ডুবা ব্যাক্তির মুখে শ্বাস দিতে হয় আগে এবং বুকে চাপ পরে। এক্ষেত্রে দুই বার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিন এবং ৩০ বার (সেকেন্ডে দুইবার) বুকে চাপ দিন। যত দ্রুত সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করুন।
আল্লাহ সবার প্রতি সহায় হোন।