07/10/2023
বেকারত্ব কি?🤔
মানুষের কাজ করার ইচ্ছা থাকা সত্বেও যখন পর্যাপ্ত সুযোগ থাকে না, সেই পরিস্থিতিকে বেকারত্ব বলে।
বেকারত্বের সংজ্ঞা দেওয়া কঠিন তবে বলা যায়, যার কর্ম নেই সেই বেকার। বেকারত্ব অনিচ্ছাকৃত এবং ইচ্ছাকৃত হতে পারে। যখন কর্মক্ষম ব্যাক্তির ইচ্ছা থাকা সত্বেও কাজ পায় না তখন সেটাকে অনিচ্ছাকৃত বেকারত্ব বোঝায়। এবং ইচ্ছাকৃত বেকার বলতে বোঝায় কিছু বিত্তবান শ্রেণির সন্তান আছে যারা কর্মক্ষম হওয়া সত্বেও পৈতৃক সম্পদ ভোগ করে আলস্যে জীবন অতিবাহিত করে।
বেকারত্বের সমস্যা:😒
উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার দেশে বেকারত্বের প্রধান কারণ। সঠিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়া এবং দক্ষতার অভাব। বাংলাদেশের কিছু বেকার সমস্যার কারণ :
১. দুর্বল অর্থনৈতিক কাঠামো
২. কারিগরি জ্ঞানের অভাব
৩. মূলধনের অভাব
৪. প্রাকৃতিক দুর্যোগ
৫. নিরক্ষতা ও অজ্ঞতা
৬. মানসিক হীনমন্যতা
৭. কুঠির শিল্পের অভাব
৮. অপরাধের সংখ্যা বৃদ্ধি
➡️দুর্বল অর্থনৈতিক কাঠামো: দুর্বল ও অসচ্ছল অর্থনৈতিক কাঠামো বাংলাদেশের বেকারত্বের প্রধান কারণ। বাংলাদেশ সরকার ও জনগণের ব্যাক্তিগত পর্যায়ে অর্থনৈতিক কাঠামো এতোই দুর্বল যে, কারো পক্ষে শিল্পে মূলধন বিনিয়োগ করা সম্ভব হয়ে ওঠেনা।আর এই কারণে বেকারদের সংখ্যা হ্রাস করতে পারে না।
➡️কারিগরি জ্ঞানের অভাব: বাংলাদেশ বিদেশি প্রযুক্তি নির্ভর শিল্পায়নে দক্ষ শ্রমিকের চাহিদা বৃদ্ধি পেলেও বাংলাদেশের কারিগরি জ্ঞানের অভাবে দক্ষ শ্রমিক যোগান দেওয়া সম্ভব নয়, ফলে অদক্ষ শ্রমিক বেকার হয়ে পড়ে থাকে।
➡️মূলধনের অভাব : এদেশের জনগণের মাথাপিছু আয় অত্যন্ত কম বলে সঞ্চয় কম এবং তাই বিনিয়োগ ও কম।আর এটিও বেকারত্বের উল্লেখযোগ্য একটি কারণ।
➡️প্রাকৃতিক দুর্যোগ: নানা প্রকার প্রকৃতিক দুর্যোগে বাংলাদেশ আক্রান্ত। কৃষিপ্রধান এইদেশে বন্যা অতিবৃষ্টি, অনাবৃষ্টিতে ফসলে ক্ষতি হয় ফলে কৃষকরা বেকার হয়ে যায়।
➡️নিরক্ষতা ও অজ্ঞতা: নিরক্ষতা ও অজ্ঞতা বাংলাদেশের বেকারত্বের একটি মৌলিক কারণ। উপযুক্ত শিক্ষা ও স্বাক্ষরতার অভাবে অনেকে নিজেকে কোনো কাজে নিয়োজিত করতে পারেনা। ফলে অনেকে বেকার জীবনযাপন করতে বাধ্য হয়।
➡️মানসিক হীনমন্যতা: বাংলাদেশের শিক্ষিত বেকাররা হীনমন্যতায় ভোগে। ছোট চাকরি শারিরীক শ্রম অসম্মানের চোখে দেখে। পারিবারিক মান-সম্মানের কথা চিন্তা করে অনেকে কম যোগ্যতার কাজ করতে চাই না ফলে বেকার সমস্যা বৃদ্ধি পায়।
➡️কুঠির শিল্পের অভাব: দেশীয় কাঁচামাল ও প্রযুক্তিনির্ভর শিল্পের প্রসার হয়নি এদেশে। যেগুলো আছে সেগুলো পুঁজির অভাবে বিলুপ্তের পথে। তাই এদেশে বেকারত্ব হার বেড়ে যাচ্ছে।
➡️অপরাধের সংখ্যা বৃদ্ধি: বেকারত্ব আমাদের দেশে অপরাধ মূলক কার্যকর্মের সংখ্যা বৃদ্ধি করছে।চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, মাদকাসক্ত প্রভৃতি একমাত্র বেকারত্বের কারণে হয়।
বেকারত্ব সমস্যার সমাধান🙂
বেকারত্ব সমস্যা সমাধানের জন্য আমাদের প্রথমত প্রয়ােজন সমাজ কাঠামাের সঙ্গে শিক্ষা ব্যবস্থা। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর অধিক গুরুত্ব দিতে হবে। দেশের যুবশক্তিকে কৃষিকাজ, মৎস্য চাষ, পশু পালন, কৃষি খামার, দুগ্ধ খামার ইত্যাদি কাজে উৎসাহী করে তুলতে হবে।
আমরা যে-কোনো কাজ শুরু করে দিয়েই তা থেকে ফল আশা করি। যারা এই সমস্যায় ভোগেন তাদের উদ্দেশ্যে বলা যে কোনো কাজ সহজে ফল আসেনা। কঠোর পরিশ্রম করতে হবে যত ছোট কাজ হোক না কেনো।এভাবেই বেকারত্ব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।