Sumi Dey

Sumi Dey Sumi Dey is ready to give you full computer skill and freelancing service

সোশাল মিডিয়া মার্কেটিং কি ও এর গুরুত্ব? ➡️সোশ্যাল মিডিয়া মার্কেটিং(SMM) হলো এমন একটি মাধ্যম, যে মাধ্যমে আলাদা আলাদা Soci...
13/11/2023

সোশাল মিডিয়া মার্কেটিং কি ও এর গুরুত্ব?
➡️সোশ্যাল মিডিয়া মার্কেটিং(SMM) হলো এমন একটি মাধ্যম, যে মাধ্যমে আলাদা আলাদা Social Platform যেমন, Facebook, Twitter, Instagram, YouTube সহ আরো অন্য অন্য প্লাটফর্ম গুলোতে সক্রিয় থাকা মানুষের লক্ষ্য ব্যবসা, সার্ভিস মার্কেটিং বা প্রচার করা হয়।
সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম ছাত্র-ছাত্রী অন্যান্য পেশার মানুষেরা সোশ্যাল মিডিয়ায় লিপ্ত হয়। সোশ্যাল মিডিয়া যে বিষয় গুলো সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তা হলো (তথ্য - যোগাযোগ মাধ্যম) প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন খবর সামাজিক কার্যকলাপ।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা?
➡️রিয়েল লাইফ মার্কেটিং এর সুবিধার থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সুবিধা অনেক। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যেকোনো ব্র্যান্ড, প্রোডাক্ট যেকোনো জায়গায় অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করতে পারবেন।

সোশ্যাল মিডিয়ার উপকারীতা?
➡️সোশ্যাল মিডিয়াতে যুক্ত থেকে আপনার নেটওয়ার্ককে অনেক শক্তিশালী করে তুলতে পারবেন। এছাড়া ব্যক্তিগত জীবনে থাকা চেনা-অচেনা মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ রাখতে পারবেন। এই সোশ্যাল মিডিয়া হলো নিজের পারদর্শীকতাকে তুলে ধরার মাধ্যমে।

Name:Sumi DeyBatch No;October34Student ID:141784কন্টেন্ট রাইটিং কি?🤔কন্টেন্ট রাইটিং বলতে ব্লগপোস্টের জন্য লেখালেখি করা। ...
01/11/2023

Name:Sumi Dey
Batch No;October34
Student ID:141784

কন্টেন্ট রাইটিং কি?🤔
কন্টেন্ট রাইটিং বলতে ব্লগপোস্টের জন্য লেখালেখি করা।
কন্টেন্ট রাইটিং প্রকারভেদ -
১.ব্লগ রাইটিং ,
২.ইমেল রাইটিং,
২.কপিরাইটিং,
৩.টেকনিকাল রাইটিং,
৪.এড এন্ড প্রোমো রাইটিং,
৫.স্ক্রিপ্ট রাইটিং,

কন্টেন্ট রাইটিং কেন প্রয়োজন?🤔

সোশ্যাল মিডিয়ায় প্রোমোশন পোস্ট সব ক্ষেত্রে কন্টেন্ট রাইটিং প্রয়োজন। এটার মাধ্যমে আমারা নিজের লেখার একটা জগৎ তৈরি করতে পারবো।
নিজেের ব্লগে খুশি মতো পছন্দের বিষয়ে লিখতে পারবো।

কন্টেন্ট রাইটিং শেখার উপায়🤔

কন্টেন্ট শেখার জন্য দুটো উপায় রয়েছে - পেইড রির্সোস এবং ফ্রী রির্সোস।
ফ্রী রির্সোস- ফ্রি রিসোর্সের সবচেয়ে বড় জগৎ হলো ইন্টারনেট। কন্টেন্ট রাইটিং শেখার জন্য বিভিন্ন রকমের ফ্রি কোর্স আপনি ইন্টারনেটে পাবেন। যেমনঃ Coursera, Skillshare ইত্যাদি অনলাইন প্লাটফর্মে কন্টেন্ট রাইটিং শেখানো হয়।

পেইড রির্সোস- পেইড রিসোর্স
এর সুবিধা তুলনামূলক ভাবে ফ্রি রিসোর্স থেকে বেশীপেইড কোর্স আপনি অনলাইনেও করতে পারেন, কিংবা অফলাইনেও করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হলেও ফ্রি রিসোর্সের চেয়ে বেশী আস্থা যোগ্য।

07/10/2023

বেকারত্ব কি?🤔
মানুষের কাজ করার ইচ্ছা থাকা সত্বেও যখন পর্যাপ্ত সুযোগ থাকে না, সেই পরিস্থিতিকে বেকারত্ব বলে।
বেকারত্বের সংজ্ঞা দেওয়া কঠিন তবে বলা যায়, যার কর্ম নেই সেই বেকার। বেকারত্ব অনিচ্ছাকৃত এবং ইচ্ছাকৃত হতে পারে। যখন কর্মক্ষম ব্যাক্তির ইচ্ছা থাকা সত্বেও কাজ পায় না তখন সেটাকে অনিচ্ছাকৃত বেকারত্ব বোঝায়। এবং ইচ্ছাকৃত বেকার বলতে বোঝায় কিছু বিত্তবান শ্রেণির সন্তান আছে যারা কর্মক্ষম হওয়া সত্বেও পৈতৃক সম্পদ ভোগ করে আলস্যে জীবন অতিবাহিত করে।

বেকারত্বের সমস্যা:😒
উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার দেশে বেকারত্বের প্রধান কারণ। সঠিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়া এবং দক্ষতার অভাব। বাংলাদেশের কিছু বেকার সমস্যার কারণ :
১. দুর্বল অর্থনৈতিক কাঠামো
২. কারিগরি জ্ঞানের অভাব
৩. মূলধনের অভাব
৪. প্রাকৃতিক দুর্যোগ
৫. নিরক্ষতা ও অজ্ঞতা
৬. মানসিক হীনমন্যতা
৭. কুঠির শিল্পের অভাব
৮. অপরাধের সংখ্যা বৃদ্ধি

➡️দুর্বল অর্থনৈতিক কাঠামো: দুর্বল ও অসচ্ছল অর্থনৈতিক কাঠামো বাংলাদেশের বেকারত্বের প্রধান কারণ। বাংলাদেশ সরকার ও জনগণের ব্যাক্তিগত পর্যায়ে অর্থনৈতিক কাঠামো এতোই দুর্বল যে, কারো পক্ষে শিল্পে মূলধন বিনিয়োগ করা সম্ভব হয়ে ওঠেনা।আর এই কারণে বেকারদের সংখ্যা হ্রাস করতে পারে না।

➡️কারিগরি জ্ঞানের অভাব: বাংলাদেশ বিদেশি প্রযুক্তি নির্ভর শিল্পায়নে দক্ষ শ্রমিকের চাহিদা বৃদ্ধি পেলেও বাংলাদেশের কারিগরি জ্ঞানের অভাবে দক্ষ শ্রমিক যোগান দেওয়া সম্ভব নয়, ফলে অদক্ষ শ্রমিক বেকার হয়ে পড়ে থাকে।

➡️মূলধনের অভাব : এদেশের জনগণের মাথাপিছু আয় অত্যন্ত কম বলে সঞ্চয় কম এবং তাই বিনিয়োগ ও কম।আর এটিও বেকারত্বের উল্লেখযোগ্য একটি কারণ।

➡️প্রাকৃতিক দুর্যোগ: নানা প্রকার প্রকৃতিক দুর্যোগে বাংলাদেশ আক্রান্ত। কৃষিপ্রধান এইদেশে বন্যা অতিবৃষ্টি, অনাবৃষ্টিতে ফসলে ক্ষতি হয় ফলে কৃষকরা বেকার হয়ে যায়।

➡️নিরক্ষতা ও অজ্ঞতা: নিরক্ষতা ও অজ্ঞতা বাংলাদেশের বেকারত্বের একটি মৌলিক কারণ। উপযুক্ত শিক্ষা ও স্বাক্ষরতার অভাবে অনেকে নিজেকে কোনো কাজে নিয়োজিত করতে পারেনা। ফলে অনেকে বেকার জীবনযাপন করতে বাধ্য হয়।

➡️মানসিক হীনমন্যতা: বাংলাদেশের শিক্ষিত বেকাররা হীনমন্যতায় ভোগে। ছোট চাকরি শারিরীক শ্রম অসম্মানের চোখে দেখে। পারিবারিক মান-সম্মানের কথা চিন্তা করে অনেকে কম যোগ্যতার কাজ করতে চাই না ফলে বেকার সমস্যা বৃদ্ধি পায়।

➡️কুঠির শিল্পের অভাব: দেশীয় কাঁচামাল ও প্রযুক্তিনির্ভর শিল্পের প্রসার হয়নি এদেশে। যেগুলো আছে সেগুলো পুঁজির অভাবে বিলুপ্তের পথে। তাই এদেশে বেকারত্ব হার বেড়ে যাচ্ছে।

➡️অপরাধের সংখ্যা বৃদ্ধি: বেকারত্ব আমাদের দেশে অপরাধ মূলক কার্যকর্মের সংখ্যা বৃদ্ধি করছে।চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, মাদকাসক্ত প্রভৃতি একমাত্র বেকারত্বের কারণে হয়।

বেকারত্ব সমস্যার সমাধান🙂
বেকারত্ব সমস্যা সমাধানের জন্য আমাদের প্রথমত প্রয়ােজন সমাজ কাঠামাের সঙ্গে শিক্ষা ব্যবস্থা। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর অধিক গুরুত্ব দিতে হবে। দেশের যুবশক্তিকে কৃষিকাজ, মৎস্য চাষ, পশু পালন, কৃষি খামার, দুগ্ধ খামার ইত্যাদি কাজে উৎসাহী করে তুলতে হবে।

আমরা যে-কোনো কাজ শুরু করে দিয়েই তা থেকে ফল আশা করি। যারা এই সমস্যায় ভোগেন তাদের উদ্দেশ্যে বলা যে কোনো কাজ সহজে ফল আসেনা। কঠোর পরিশ্রম করতে হবে যত ছোট কাজ হোক না কেনো।এভাবেই বেকারত্ব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

ইন্টারনেটের এই আধুনিক যুগে বিভিন্ন কোম্পানি বা ব্যবসা গুলো তাদের প্রোডাক্ট  এবং সার্ভিস গুলোর অনলাইনে প্রচার করার ক্ষেত্...
20/09/2023

ইন্টারনেটের এই আধুনিক যুগে বিভিন্ন কোম্পানি বা ব্যবসা গুলো তাদের প্রোডাক্ট এবং সার্ভিস গুলোর অনলাইনে প্রচার করার ক্ষেত্রে কনটেন্ট মার্কেটিং এর ব্যবহার করে থাকে।কন্টেন্ট রাইটিং মানে হলো, যেকোনো একটি বিষয়বস্তু যেটাকে লেখনের মাধ্যমে ব্যক্তিগত ভাবে তৈরি করা যেতে পারে।
কন্টেন্ট লেখা হল ওয়েবসাইট, ব্লগ এবং ডিজিটাল বা প্রিন্ট মিডিয়ার অন্যান্য রূপের জন্য লিখিত সামগ্রী তৈরি করার প্রক্রিয়া। ডিজিটাল বা ওয়েব কন্টেন্টের মধ্যে ব্লগ পোস্ট, নিবন্ধ, ওয়েবসাইট কপি, সোশ্যাল মিডিয়া পোস্ট, পণ্যের বিবরণ এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকতে পারে।

Address

Raozen
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumi Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share