
08/07/2025
সবাইকে জানাই পবিত্র আষাঢ়ী পূর্ণিমা তিথির অগ্রিম মৈত্রীময় শুভেচ্ছা ও ভালোবাসা।
সারাবিশ্বে বৌদ্ধ ধর্মাবলাম্বীদের জন্য বিশেষ উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন। এই দিন ভগবান সম্যক সম্বুদ্ধ গৌতম বুদ্ধ দীর্ঘ ৬ বছর বুদ্ধগয়ায় বোধিবৃক্ষের নিচে কঠোর সাধনা/তপস্যা করে বুদ্ধত্বলাভ করে প্রথম পঞ্চবর্গীয় শিষ্যদের ধর্ম দেশনা প্রধান করেন। এটিকে বুদ্ধ পরিভাষায় ধর্মচক্র প্রবর্তন সুত্র বলা হয়। এই দিন থেকে বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষাবাস পালন শুরু করেন যা আশ্বিনি পূর্ণিমা পর্যন্ত চলে। বর্ষাবাসের প্রধান উদ্দেশ্য হলো, এই সময়ে আত্ম-সংযম, ধর্মীয় অনুশীলন এবং জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের আধ্যাত্মিক উন্নতি সাধন করা। ভিক্ষু সংঘদের সাথে বৌদ্ধ ধর্মাবলাম্বী উপাসক উপাসিকারা প্রতি পূর্ণিমা, অমবস্যাতে অষ্টশীল উপোসথ পালন করেন।
#আষাঢ়ীপূর্ণিমা #বৌদ্ধ #আষাঢ়ীপূর্ণিমা২০২৫ #বৌদ্ধধর্ম #গৌতমবুদ্ধ
#বুদ্ধেরজীবন #ধ্যান #শান্তিরপথ Promit barua