Anne's good mood

Anne's good mood খাবার খেতে ভালোবাসি, খাবার অপচয় করা ভালোলাগেনা।অনুগ্রহ করে খাবার অপচয় করবেন না।

09/07/2025

অন্তন।

শুধু ঘুম আসে আর খুদা লাগে।তাই ঘুম থেকে উঠে খাই,খাবার খেয়ে ঘুমাইঘুমের মধ্যে আবার খুদা পায়।মাঝে মাঝে ঘুম থেকে উঠার আলসিতে ...
05/07/2025

শুধু ঘুম আসে আর খুদা লাগে।
তাই ঘুম থেকে উঠে খাই,
খাবার খেয়ে ঘুমাই
ঘুমের মধ্যে আবার খুদা পায়।
মাঝে মাঝে ঘুম থেকে উঠার আলসিতে সপ্নে ও খাবার খাই।

কোনো কাজ কাম করিনা তবু
শরীরে একফোঁটা শক্তি নাই।

মায়ের কাছে আসার পর থেকে এইরকম হচ্ছে।
এইগুলোও কিসের লক্ষ্মণ বুঝতেছিনা।

বাসায় আমার জন্যে কি সারপ্রাইজ অপেক্ষা করতেছে জানিনা। 🥴🥴🥴🥴

👀কয়জন এর বাসায় ওভেন আছে?আমার কাছেতো নেই,,,, 🥴তাই বলে কি আমি বা আমরা রেস্টুরেন্টের খাবার 🍔🍕🌯🍡,,,গুলো সবসময় বাইরে থেকেই কি...
02/07/2025

👀কয়জন এর বাসায় ওভেন আছে?
আমার কাছেতো নেই,,,, 🥴

তাই বলে কি আমি বা আমরা রেস্টুরেন্টের খাবার 🍔🍕🌯🍡,,,গুলো সবসময় বাইরে থেকেই কিনে খাবো?

👭👬এ ছাড়া বাচ্ছারা ও তো খেতে চায় এইসব মুখরোচক খাবার।

কিন্তু , একটা পিৎজা বানাতে গেলেও তো অনেক কিছুই লাগে ,
সবসময়তো সবকিছু হাতের নাগালে থাকেনা।

এছাড়া একটা চিজ কিনতে গেলেও কমপক্ষে ২০০টাকার 💵 বেশি লাগে।

🧈চিজ, 🫑ক্যাপসিকাম , 🫐ব্লুবেরি, এমনকি সয়াসস ও ছিলনা। 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
ওভেন তো নেই যেটা শুরুতেই বলেছি।

⭕ এবার আসি মূল কথায় ,,,,
এইসব কিছু ছাড়াই যে পিৎজাটা 🍕 আমি বানিয়েছি

গ্যারান্টি দিয়ে বলতে পারবো 😎😎
এইটা একবার বানিয়ে খাবার পর কেউ
(যারা সহজে চিজ বা এইসব জিনিস কেনেনা )
তারা আর যাইহোক
💰💰💰 টাকা দিয়ে চিজ বা বাকি দামি দামি জিনিস গুলো কিনে পিৎজা বানিয়ে খাবেনা।

🥰🥰🥰👉 কারণ এইসব ছাড়াই আমার বানানো পিৎজাটা হাজার গুণ ভালো হয়েছে।
একবার বানিয়েই দেখুন, আমাকে ক্রেডিট দেওয়া লাগবেনা। কেমন লেগেছে জানাবেন।

রেসিপির লিংক দেওয়া আছে। 👇👇
https://www.facebook.com/share/r/16kA7gbinV/?mibextid=wwXIfr

Anne's good mood


01/07/2025

গ্যাস এর চুলায় , চিজ ছাড়াই চিজি পিৎজা বানিয়েছি।
গরিবের পিৎজা হলেও দেখতে খুবই মানসম্মত হয়েছে। Anne's good mood

❌আপনি নিজেই মিথ্যেবাদী হয়ে যাবেন।🌚🤫🤫🤫ভুলে ও কখনো বলবেন না আপনার বাচ্চা এই খাবার টা খেতে চায়না।🤐🤐🤐👉 এক আত্মীয়ের বাড়িতে আম...
01/07/2025

❌আপনি নিজেই মিথ্যেবাদী হয়ে যাবেন।🌚
🤫🤫🤫ভুলে ও কখনো বলবেন না আপনার বাচ্চা এই খাবার টা খেতে চায়না।🤐🤐🤐

👉 এক আত্মীয়ের বাড়িতে আমার বাচ্চাকে বিরিয়ানি দেওয়াতে
আমি বলেছিলাম আমার বাচ্চা বিরিয়ানি খেতে চায়না।

(আসলেই আমার বাচ্চা বিরিয়ানি খেতে চায়না।
বাসায় বা বাহিরে কোথাও তাকে বিরিয়ানি তেমন একটা খাওয়াতে পারিনা)।
কিন্তু ,,,,,,🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

যেই আমি বলেছি সে বিরিয়ানি খেতে চায়না।
👉👉👉লে আমার বাচ্চা ,,,,,😋😋

জীবনে সে বিরিয়ানি খাওয়াতো দুরের কথা,
বিরিয়ানি সে চোখে 👀👀 ও দেখেনি
এমন ভাবে খাচ্ছিলো।🥴🥴🥴

বাকিটা তো বুঝতেই পারছেন,🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
সবাই কানাকানি করে বলতে লাগলো
হেতির বাইচ্চা বলে খায়না🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
এতো মিছা কথা কয়।
যারা চিটাগাং এর তারা,,,
এতির ফোয়া বাতাস হাই বড়ো অদ্দে এরি।

ফলস্বরূপ আপনার বাচ্চাই আপনাকে মিথ্যেবাদি প্রমাণ করে ছাড়বে। 😂😂😂😂

Anne's good mood


27/06/2025

চিংড়ি দিয়ে সিম ভর্তা। Anne's good mood

26/06/2025

৫-৬ মিনিট সময় এর মধ্যেই এই নাস্তা রেডি। Anne's good mood

বিয়েরপর নিজেকে অনেক স্বার্থপর মনে হয়।😔😔মনে হয় মায়ের কাছে আসি মুলত নিজের আরাম আয়েশ এসব পূরণ করতে এই যে সকালবেলা ঘুম থেকে ...
12/05/2024

বিয়েরপর নিজেকে অনেক স্বার্থপর মনে হয়।😔😔

মনে হয় মায়ের কাছে আসি মুলত
নিজের আরাম আয়েশ এসব পূরণ করতে

এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যখন নিজের পছন্দের খাবার ❤️❤️❤️
মায়ের হাতে রান্না করা দেশি মুরগির ঝোল
আর খোলাজালি এই পিঠা খাই মনে হয়
🥰 পৃথিবীতে আমার চাইতে সুখী আর কেউ নেই।
এই খাবার এর লোভে আমার মায়ের কাছে আসতে মন চায়। 🥰🥰

👉 আবার তিনি যখন আমার কাছে যায় তখন ও তাকেই লাগিয়ে দেই রান্নায়
মায়ের হাতের রান্না খেতে মন চায় তাই।🥰🥰🥰

অথচ এইটা কখনো ভাবিনা যে তিনি ও তো একটা মেয়ে , তার ওতো খেতে ইচ্ছে হতে পারে মায়ের হাতের রান্না😒😒

তিনি এখন আর মায়ের হাতের রান্না খেতে পারেনা
কিন্তু
মেয়ের হাতের তো খেতেই পারে ,,, বিয়ের আগে না হয় রান্না করে খাওয়াতে পারিনি, 😒

বিয়ের পরেতো দিব্বি রান্না করে চলেছি,
তবে কেনো মায়ের কাছে আসলে ও
রান্না করে খাওয়াইনা🤔

সবসময়ই না করি
অন্তত স্পেশাল ডে গুলোর উছিলায় হলেও
তার জন্যে কিছু রান্না করতে পারি।

ভেবেছি আজ রান্না করবো মায়ের জন্যে
মায়ের পছন্দের কিছু একটা
কিন্তু 😒😒😒

রান্না ঘরে গিয়ে দেখি এমন একটা আইটেম রান্নার আয়োজন চলছে
যেটা মায়ের হাতেই সবথেকে বেশি স্বাদ হয়। 🤦‍♀️🤦‍♀️

ইচ্ছে থাকা শর্তে ও পারলামনা। 🥴🥴
ঘুরে ফিরে স্বার্থপর এর কাজ করলাম।
মাঝে মাঝে মনে হয় আমরা মেয়েরা আসলে বেশী স্বার্থপর। 😔😔😔

বিয়ের আগে যা একটু ছোট্ট ছোট্ট গিফট দিয়ে সারপ্রাইজ দিতাম ,
এখন সময় সুযোগের অভাবে তা ও হয়ে উঠেনা।

পৃথিবীতে একমাত্র মা ই নিঃস্বার্থ ভাবে তার সন্তানদের জন্যে করে যায়। 🫡🫡
যার বিন্দু পরিমান ও আমরা সন্তানরা মায়ের জন্যে করতে পারিনা।

হ্যাপি মাদার্স ডে বলা ছাড়া হয়তো কিছুই করার নেই।
অনেক অনেক ভালোবাসি মা তোমায়।

পৃথিবীর সকল মায়েদের আল্লাহ তায়ালা ভালো রাখুন,
সুস্থ রাখুন, হাজার বছর হায়াত দিন, আমিন। 🤲

Anne's good mood
#মা
#ভালোবাসি

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anne's good mood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anne's good mood:

Share

Category