RCB Tv -রাউজান টিভি-"

RCB Tv -রাউজান টিভি-" মাহফিল সরাসরি লাইভ দেখানো হয় যোগাযোগ করুন এই নাম্বারে 01610125438 নিত্য নতুন খবরা খবর জানার জন্য লাইক -ফলো দিয়ে পাশে থাকুন।

আলহামদুলিল্লাহ,,, আগামী ৩০ আগস্ট ২০২৫ ইং রোজ শনিবার চিকদাইর আলিমুদ্দিন সওদাগর জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর উদ্...
24/07/2025

আলহামদুলিল্লাহ,,,
আগামী ৩০ আগস্ট ২০২৫ ইং রোজ শনিবার
চিকদাইর আলিমুদ্দিন সওদাগর জামে মসজিদ পরিচালনা
পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে-পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী(সঃ) উদযাপন উপলক্ষে এক আজিমুশ্শান ইমামুল আম্বিয়া কনফারেন্স মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলের
প্রধান অতিথি:- হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ফরিদী (মা:জি:আর:)।

প্রধান বক্তা:-হযরত মাওলানা মোহাম্মদ সাখাওয়াত রেজা কাদেরী( মা:জি:আর:)।

সভাপতি :মোহাম্মদ নাজিম উদ্দিন।

স্থান:- চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ।

উক্ত মাহফিলে সবার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

24/07/2025

মাইজভাণ্ডার দরবার শরীফের আওলাদ
হযরত ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী’র ইন্তেকাল

চট্টগ্রামের মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম আওলাদ হযরত শাহসুফী ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও লাখো আশেক ভক্ত রেখে যান। আজ বাদ এশা মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে হুজুরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ডা: দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.) মাইজভাণ্ডারী ত্বরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এর নাতী হযরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.) এর পুত্র এবং মাতা হলেন হযরত সৈয়দা সাজেদা খাতুন। যিনি হযরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (ক.) এর কন্যা ছিলেন। পাঁচ ভাইয়ের মধ্যে ডা: দিদারুল হক মাইজভাণ্ডারী ৪র্থ। উনার ভাইগণ হলেন, অন্যতম আধ্যাত্বিক সাধক বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) হযরত সৈয়দ মনিরুল হক মাইজভাণ্ডারী (রহ.) উনারা দুজন ওফাত লাভ করেছেন। অন্য দুই ভাই হলেন, হযরত সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এবং হযরত সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)। উল্লেখ্য, ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী হলেন, মাইজভাণ্ডার দরবার শরীফের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং মুক্তিযুদ্ধের সংগঠক। উনি গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর মান্যবর সভাপতি, শানে গাউসুল আজম মাইজভান্ডারী ফোরামের মাননীয় চেয়ারম্যান ছিলেন। তিনি মাইজভাণ্ডার দরবার শরীফের বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। উনি তরীক্বতের আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং মাইজভাণ্ডারী তরিকার শিক্ষা ও আদর্শ প্রচার করেছেন। তাঁর লক্ষ লক্ষ আশেক ভক্ত রয়েছে। হুজুরের মৃত্যুতে ফটিকছড়িসহ সারা দেশে তাঁর ভক্ত অনুরক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হুজুরের জানাজায় শরিক হওয়ার জন্য আশেকানে মাইজভাণ্ডারী বিভিন্ন কমিটির লোকজন দরবার শরীফের জড়ো হন। তাঁর ইন্তেকালে বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, পেশাজীবি কর্মকর্তা, শ্রমজীবি কর্মকর্তা, বিভিন্ন ইলক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও স্থানীয় সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন।

23/07/2025
23/07/2025

♦️সরাসরি সম্প্রচার ♦️ জানাজা নামাজ শাহী ময়দান মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

অছিয়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ)-এর চতুর্থ পুত্র , বিশ্ব অলি শাহানশাহ হযরত মাওলানা শাহসূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.)'র ছোট ভাই , আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী, গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েবে মোন্তাজেম,
আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম:),

আজ সকাল ৬টা ১৯ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

অছিয়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ)-এর চতুর্থ পুত্র , বিশ্ব অলি শাহানশাহ হযরত মাওলানা শাহসূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডার...
23/07/2025

অছিয়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ)-এর চতুর্থ পুত্র , বিশ্ব অলি শাহানশাহ হযরত মাওলানা শাহসূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.)'র ছোট ভাই , আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী, গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েবে মোন্তাজেম,
আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম:),
আজ সকাল ৬টা ১৯ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আজ বাদ এসার নামাজের পর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

21/07/2025

আল্লাহ সবাইকে হেফাজত করুক (আমিন) ।
উত্তরা মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে, স্কুল ছুটির সময় একটি ভবনের উপর বিমান বিধস্ত হয়েছে। ওই ভবনে মূলত প্লে গ্রুপ থেকে নিয়ে বাচ্চাদের ক্লাস নেয়া হতো। ক্লাস শেষে ঠিক ছুটির মুহুর্তে বিমান বিধস্ত হয়েছে। বহু হতাহতের আশঙ্কা,,😥 আজ দুপুর ১.৩০ মিনিটে ঘটনা টি ঘটেছে । #@
হে আমার রব আপনি সবইকে হেফাজত করুন

18/07/2025

♦️সরাসরি সম্প্রচার ♦️
চিকদাইর গাউসিয়া কমিটি বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত হচ্ছে পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল ও সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:) এর পবিত্র সালানা ওরস মোবারক।

13/07/2025

রাউজান ৩নং চিকদাইর এর করম আলি হাজীর বাড়ির মরহুম আমিরুজ্জামান সওদাগরের পুত্র মোঃ জামাল উদ্দিনের জানাজার নামাজ মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়।

12/07/2025

রাউজান ৩ নং চিকদাইর নিবাসি মোঃ সোলায়মান, আজাদী বাজারের দন্ত চিকিৎসক এর জানাজা নামাজ চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়।

09/07/2025

আলহামদুলিল্লাহ চিকদাইর এলাকাবাসী ও প্রবাসী যোদ্ধাদের সহযোগিতা এবং চিকদাইর হোসাইনী কাফেলা কর্তৃক আয়োজিত শাহাদাতে কারবালা মাহফিল ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে ।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when RCB Tv -রাউজান টিভি-" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share